১০টি জোসস্ ওয়েব ইনফোগ্রাফিক্স

অনেক টিউনার রা ই হয়ত জানেন গত ১৫/১৬ দিন কি রকম ভয়ানক অসুস্থ ছিলাম। অসুখটার ব্যাপারে না ই বা বললাম। কারণ আপাতত আমি সুস্থ হলেও আগামীকাল কি হয় জানিনা। তবে টিউনারদের ভালোবাসাই টিনটিন কি আবার ফিরিয়ে এনেছে। তাই অনেকদিন পরে লিখতে বসলাম। জানিনা আগের মতই লেখায় সেরকম আকর্ষন যোগ করতে পারব কি না। সেটা টিউনার বন্ধুরাই বলবে। যাই হোক এবার টিউনে আসা যাক।

আজ টিউন করব কিছু গ্রাফিক্স ডিজাইন এবং ছবি নিয়ে ওয়েবের অনেক ইনফরমেশান গ্রাফিক্যালি দেখা যাবে। আসুন দেখে নেয়া যাক –

ওয়েব ট্রেন্ড ম্যাপ

26-01_web_trend_map

ওয়েবের টপ ডোমেইন এবং বিখ্যাত পার্সোনালিটিদের নিয়ে একটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশান। ওয়েবে যার যার সাইজ এবং পপুলারিটি অনুযায়ী টোকিওর সাব স্টেশন সিস্টেমে তৈরি করা গ্রাফিক্যাল ওয়েব রিপ্রেজেন্টেশান।

কে কি করছে?

26-02_whos_using_the_internet

এটি বিজনেস উইক এর একটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশান এখানে দেখানো হয়েছে ওয়েব কে কোথয় পার্টিসিপেট করছে এবং কে কোথায় কি করছে তার একটি চমৎকার রিপ্রেজেন্টেশান।

ইন্টারনেট ট্রাফিক

26-03_2008_usage

নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা কি জিনিস। তবে এই ইনফরমেশানটি ২০০৮ পর্যন্ত আপডেটেড করা হয়েছে। ২০০৯ এর শেষে হয়ত আবারও করা হবে। এটি ওয়ার্ল্ডের ওয়েব এ্যাকটিভিটির একটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশান।

অনলাইন কম্যিউনিটি

26-04_online_communities

Xkcd তে প্রকাশিত, ওয়েব অবস্থিত অনলাইন কম্যিউনিটিগুলোর একটি গ্রাফিক্যাল পোট্রেয়াল। এখানে কম্যিউনিটিগুলোকে দেশের মত করে দেখানো হয়েছে। যার মেম্পার এবং পপুলারিটি বেশি সেই অনুযায়ী তাদের ছোট বড় আকারে দেখানো হয়েছে।

ইনফরমেশান ক্রিয়েশান এবং সার্কুলেশান

26-05_news_circulation_before
26-06_news_circulation_after

ওখানে গ্রাফিক্যালি পরিস্কারভাবে দেখানো হয়েছে টুইটারের আগমন ওয়েবের চেহারা কতটা পাল্টে দিয়েছে। কিভাবে ইনফরমেশান সার্কুলেশান এবং ক্রিয়েটিভিটি কে ডোমিনেট করা হয়েছে টুইটার এর আগমনে। সবই বিস্তারিত দেখারো আছে এই গ্রাফিক্যাল ইনফরমেশানে।

স্যোশাল নেটওয়ার্কের ওয়ার্ল্ড ম্যাপ

26-07_world_map_social_network
কোন দেশে কোন স্যোশাল নেটওয়ার্কের জনপ্রিয়তা বেশী এবং কোন নেটওয়ার্কে মানুষ বেশী সময় দিচ্ছেন তারই একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশান।

ব্লগপোষ্টের লাইফ সাইকেল

26-08_life_cycle_blog_post

এটি উইয়ার্ডে প্রকাশিত একটি ইন্টার্যাকটিভ গ্রাফিক্যাল ফ্লোচার্ট। ব্লগার থেকে আপানার ব্লগপোষ্টগুলো কিভাবে আপনার ভিজিটর এবং রিডারদের সাথে সংযুক্ত হচ্ছে তারই একটি চমৎকার উপস্থাপনা। ঠিক ট্রাফিক সিস্টেমের মতই আবার কোথায় কোথায় যোগাযোগ ব্যহত হচ্ছে তাও দেখানো হয়েছে।

Repetitive Website Intros Examined

26-09_overusage_words
সাধারণত কিভাবে তাদের কাজ উপস্থাপন করে থাকে সে ব্যাপারে তথ্যচিত্র। কি ওয়ার্ডের রিসার্চে তাদের প্রকাশিত ডেটা, রিডেবিলিটি এবং আরো আতিপাতি যা যা থাকা দরকার সবই দেখা যায় এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টাশানে।

মোবাইল ওয়েব ২.০

26-10_mobile_web2
এটি স্ট্যান্ডফোর্ডের একটি পিডিএফ বেজড্ একটি সাইট যাতে ওয়েব ২.০ ট্রেন্ডস এ্যাপ্লিকেশান এর বিস্তার এবং মোবাইল ডিভাইসের ডোমিনেন্স প্রদর্শিত হয়েছে। তবে এর টাইমলাইন হচ্ছে ১৯৮০ – ২০১০ সাল।

সাবমেরিন ক্যাবল

26-11_submarine_cables
ব্যাক্তিগতভাবে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশানটি আমার অনেক ভালো লেগেছে। এটি মূলত আন্ডার ওয়াটারে সাবমেরিন ক্যাবলের প্রসার এবং বিস্তৃতি দেখানো হয়েছে। এক্সপার্টসদের মতে ২০১১ সাল নাগাদ এরকমই ফুল সিস্টেম আরো ২৮ টি গ্রো করতে পারে।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

টিনটিন ভাই অনেক অনেক ভালো টিউন।
আমার টার মত ফালতু না। কিন্তু কাজের………

    তোমার টিউনের কোয়ালিটি তো এখন অনেক আপগ্রেডেড ………. হতাশা দেখাও ক্যান ভাই?

টিনটিন ভাই আমি 110mb.com থেকে একটা সাবডোমইন নিয়েছি।আমি একটা ফাইল নাম index.htm
আপলোড করেছি।এখন index.htm
এ যে লেখা গুলো ছিল সে গুলো দেখা যাচ্ছে কিন্তু আমি সেখান আর লেখা প্রবেশ করাতে পারছিন।এটা সমাধান কি?
ডাটাবেজ এর কাজ কি?
আমি যদি ওয়েব সাইটে কোন একটি ফোল্ডার যোগ করতে চাই তাহলে কী করতে হবে?

যদি উত্তর দেন তাহলে আমার অনেক উপকার হবে।(ধন্যবাদ)

    আপনি আপনার এই সমস্যাটা আপাতত মেহেদী কে জানাতে পারেন ………. ব্যস্ততার কারণে এর সঠিক সমাধার আমি মনে হয় দিতে পারব না। দুঃখিত ভাই

    আপনাকে এজন্য আবার ফাইলটি আপডেট করে আপলোড করতে হবে। ওখানে যেহেতু আপলোড করছেন তাই অনলাইনে সম্ভবত এটা এডিট করা যাবে না, প্রতিবার অফলাইনে এডিট করে তারপর আপলোড করতে হবে।

    একটি সাইটের বিভিন্ন তথ্য, ডাটা যেখানে জমা থাকে সেটাকেই ডাটাবেজ বরে উদাহরন স্বরুপ বলা যায় যেমন আমাদের লগইন ইনফরমেশন টেকটিউনস এর ডাটাবেজে জমা আছে।

    ফোল্ডার সাধারনত অনলাইনেই তৈরী করা যায় নিউফোল্ডার অপশন থাকে এই রকম ফ্রি হোস্টিং গুলোতে। আপনি তৈরি করে তারপর সে ফোল্ডারে আবার যা আপলোড করতে চান তা আপলোড করতে হবে।

    আর আমি খুব শীঘ্রই মাইএসকিউএল, এপাচি এবং পিএইচপি এর উপর টিউন করবো। তখন আশা করি আপনার সমস্যার আরো সমাধান পাবেন এছাড়া আমাকে মেইলও করতে পারেন।

Level New

আসলে সত্যি কথা বলতে কি টিনটিন ভাই আমি সব সময় এক ধরনের হতাশার মধ্যে থাকি।
আর সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করি।
আমার টিউনের কোয়ালিটি তো এখন অনেক আপগ্রেডেড এই কথাটি বলে আমাকে লজ্যাই ফেলে দিলেন ভাই।
আপনার এই কথাটি এখন থেকে ধরে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ্‌…

    আরে ভাই এই বয়সে হতাশার কি আছে?

    আসলেই তোমার টিউন এখন অনেক ভাল হয়।

মেহেদি ভায়ের ইমেইল ঠিকানা কেউ কি জানেন?

টিনটিন ভাই দারুন টিউন করেছেন। ১০+

জোস টিউন।

Tin tin bhai apni satti apni … ar konko explanation ney.

    ধন্যবাদ আপনাকে ……… আপনাদের মন্তব্যই টিউনারদের অনুপ্রেরনা!

Level New

@শাকিল ভাই উৎসাহ ও অনুপ্রেরনা দেবার জন্য ধন্যবাদ।

Level 0

টিনটিন, আপনার পিরপূর্ণ রোগমুক্তি কামনা করছি।