মেহেদি হাসান ভাইয়ের কথার বাস্তবায়নের অপেক্ষায় আছি

আমরা যারি টিউন করে থাকি তারা কখনই টাকা পয়সার চিন্তা করে থাকি না । কেননা আশা করি সকলের উদ্দেশ্যই সৎ কারন আমরা সকলেই সকলের তরে । আমরা আমাদের জানা বিষয়বস্তুকে অন্যের সাথে শেয়ার করি । ফলে আমরা যেমন অন্যের উপকার করে থাকি তেমনি অন্যের কাছ থেকেও শিখে থাকি আমাদের অজানা জিনিষগুলো সম্পর্কে । ২০ জুন ২০০৮ তারিখে মেহেদি ভাই একটি টিউন করেছিলেন টিউনারদের টাকা পয়সা আয়ের ব্যপারে । যার লিংকটি হলঃ https://www.techtunes.io/techtunes-labs/tune-id/458/

টেকটিউনসের পক্ষ থেকে বলা হয়েছিল টেকটিউনস ২ বের হবে ততদিন অপেক্ষায় থাকতে । তাই টেকটিউনস ২ বের হয়েছে । আমি একটা ব্লগসাইটে এইরকম উদ্দোগ দেখেছি যার লিংক হলঃ http://cae.com.bd/

এই সাইটে তারা ফ্রি মিনিট িয়ে থাকে যা আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন । সুতরাং আমরাও চাই নতুন টিউনার যাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিখার আছে । পুরাতন টাউনাররা তে আছেনই । যদি টেকটি্নস টিউনারদের উৎসাহিত করার চেষ্টা করে তাহলে অবশ্যই আরও এগিয়ে যেতে পারবে । আমি জানিনা আপনারা এই টিউনটিকে কিভাবে নিবেন । তবে সকলের কাছে অনুরোধ এই টিউনটিকে পজেটিভ হিসেবে দেখার । সকলকে ধন্যবাদ..............

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টাকা পয়সা মানেই ঝামেলা ।অ্যাডসেন্স ছাড়া অন্য কোন উপায় ঠিক হবেনা।

    Level 2

    সহমত ভাইয়া আপনার সাথে

    i also agree with mamun. moderator/developer, plz do something

দুনিয়ায় টাকা পয়সাই সব নয়।

    সাইফ দি বস ৭ ভাই সবকিছু পজেটিভ ভাবতে শিখুন । কেননা টেকটিউনসে কেউই টাকার জন্যে যে আসে না তা উপরেই বলা আছে আমার মনে হয় আপনি টিউনটা না পড়েই কমেন্ট টি করেছেন । আশা করি ভবিষ্যতে পুরো টিউন পরে কমেন্ট করবেন । আর যদি কোন পুরষ্কারের ব্যবস্থা করা হলে তাতে দেখবেন টিউনের মানও বাড়বে এবং প্রতিযোগিতাও সৃষ্টি হবে । আশা করি ব্যপারটি আপনার কাছে ক্লিয়ার হয়েছে । এই টিউনের ব্যপারেতো আমি কোন পদক্ষেপ নেই নি এগুলো মেহেদি ভাই বলেছিল আমি শুধু তা মনে করিয়ে দিলাম আপনাদের ।

লোটাস সাহেব।পুরুষ্কারের ব্যবস্হা করলেতো মহা গ্যান্জাম হবে।কেউ বলবে আমি পাব কেউ বলবে আমি পুরষ্কার পাব।কেউ বলবে মডারেটর নিপাত যাক ,টিনটিন নিপাত যাক।আরও কত কি।কারন টেকটিউনস এর মত ফ্রেন্ডলি পরিবেশ আর কোন সাইটে নাই ।সমস্ত পরিবেশ নষ্ট হবে।আপনি বলবেন cae এর কথা ভাই ওই সাইটে কোন ফ্রেন্ডলি পরিবেশই নাই ।সবাই ডিজিটাল ম্যান।কেউ কাউকে চিনে বলে মনে হয়না।খেয়াল করে দেখবেন টাকা পয়সার তালিকায় আমি অনেক উপরে আছি।কারণ ধুমধাম কিছু লিখলাম ছাপা হল আর টাকা পাইলাম।শেষ আর জাইনি।কিন্তু এখানে আমরা সবাই মোটামুটি ফ্রেন্ডলি।সবচেয়ে ভালটা টেকটিউনস এর জন্য ।তবে আমি গুগলের ব্যপারে পজিটিভ।

    মামুন ভাই সান্তনাও তো একটা পুরষ্কার । হা হা হা , সেটাই বা কয়জনে পায় …………

মামুন ভাই সবচেয়ে ভাল হবে পুরষ্কার এর ব্যাপারটি গোপন রাখলে মানে কে কি পাবে তা অন্যজন না জানলে । আমার মনে হয় তাহলে কোন ঝামেলা লাগবে না ।

লোটাস ভাই অাপনার সাথে একমত । টাকা পয়সার দরকার অাছে।

    ভাই আমি আপনার সাথে একমত হতে পারলাম না কেননা পুরষ্কার বলতে আমি টাকা পয়সাকে বুঝাইনি । শুধুমাত্র প্রতিযোগিতা সৃষ্টির জন্যে যে কোন ছোট খাট পুরষ্কার হতে পারে । হতে পারে সেটা কোন সামান্য কিছু কিন্তু সেটা যে পাবে তার কাছে অনেক বড় পাওয়া হবে । কেননা সেটা হবে পুরষ্কার । আপনি কিছু মনে করবেন না ভাই আপনাদের নিজের আপন ভাইয়ের মতই জানি তাই কথাগুলো ফ্রি মাইন্ডে বললাম ।

বাংলা ব্লগে টাকা পয়সা ইঙ্কামের চিন্তা না করাই ভালো। অনেকে ভাবে অনলাইন এ টাকা উড়ে। আসলে না । বাংলা ব্লগে গুগল দেখাবে পাবলিক সার্ভিস এড। যাই হোক আমি বাংলা ব্লগে টাকা পয়সা ইঙ্কাম এর পক্ষে না।

লোটাস ভাই
টাকা পয়সা মানেই ঝামেলা… অনলাইনে একটু শান্তিতে থাকতে চাই