কিছুদিন ধরে চেষ্টা করছিলাম নিজের একটি ব্লগসাইট তৈরি করতে যাতে করে টেকটিউনসের সুন্দর সুন্দর টিউনগুলো সেভ করে রাখা যায় । Blogspot- এ গেলাম পছন্দ হল না । তাই অন্য Blog সাইট খোজ করতে লাগলাম । পেয়ে গেলাম ঠিক টেকটিউনসের মত একটি ব্লগসাইট । সকল সুবিধাই আছে টেকটিউনসের মত । আপনি যদি টেকটিউনসে টিউন করে থাকেন তাহলে ওই Blog-এ ঢুকলে দেখতে পারবেন হুবহু টেকটউনসের সুবিধাগুলো রয়েছে । যেহেতু আমি টেকটিউনস ব্যবহার করেছি তাই ওই Blog সাইট টি ব্যবহার করতে তেমন কোন কষ্টই হয় নি ।
তবে আপনাদেরকে বাংলা ফন্ট দেয়া হবে না । বাংলা ফন্ট নিজেদেরকেই সেভ করতে হবে ।
টেকটিউনসের সাথে একটু মিলিয়ে দেখুন । আশা করি খুব সহজেই মিলটা ধরতে পারবেন । আপনারা এই সাইট থেকে সাইন আপ করতে পারবেন http://blog.com/ । আর আপনাকে ব্যবহারের জন্য দেয়া হবে ২০০০ মেগাবাইট বা ২ গিগাবাইট । যা আপনার জন্য যথেষ্ট । তো এখুনি তৈরি করে ফেলুন আপনার একটি ব্লগ সাইট । আপনি ইচ্ছা করলে আমার বানানো একটি ব্লগ সাইট দেখতে পারেন । তবে এটা ছিল ঘাটাঘাটি করার জন্য http://latestsoft.blog.com/
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
ওয়ার্ড প্রেস ব্যাবহার করে কোন ফ্রি সাইটে হোস্ট করে আপনি আরো সুন্দর করে এটা করতে পারেন।