২য় পর্ব এখানে
ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেছি অনেকদিন। যখন ব্যবহার করতাম তখন মনে হয় যেন আকাশে উড়ে বেড়াচ্ছি। মনে মনে গাইতাম ‘হাওয়া মে উড়তা যায়ে…’। কি ফাটাফাটি স্পিড। আমার এ স্পিড দেখে কাছের বন্ধুরা হিংসায় মরে। অন্যরা যেখানে মোবাইল কোম্পানীর ইন্টারনেট সেবা থেকে নেট ব্যবহার করে স্পিড পায় ৭-১৫ কেবিপিএস আমি সেখানে পাই ৬৪ কেবিপিএস (৬৪ কেবিপিএস কখনো পেতাম না কিন্তু সর্বোচ্চ লিমিট ছিল এটা)। এ খুশিতে কাজ যতটুকু করতাম তার চেয়ে বেশি ডাউনলোড করতাম। এভাবেই দিন যায় রাতে আসে। মাস শেষে মোটা অংকের ইন্টারনেট বিল।
কথায় আছে সুখ নাকি দীর্ঘ স্থায়ী হয়না। আমার বেলায়ও তাই ঘটল যখন দেখলাম ইন্টারনেট স্পিডের রকেট এখন বন্ধুদের পকেটে। এখন তারা আমাকে টিটকিরি করে বেড়ায়। বলুন তো কেমন লাগে! বাঘ কি কখনো বেড়াল হয় (বাংলাদেশ ক্রিকেট দল ব্যতিত)? নাহ রক্ত মাংসের শরীর হয়ে এ অপমান সইতে পারলাম না। যাচাই বাছাই করে নিয়ে নিলাম বাংলালায়ন কানেকশন। এখন আমি আবার আকাশে উড়ে বেড়াচ্ছি।
নাহ আকাশে বেশিদিন উড়তে পারলাম না। ৩/৪ মাস পর আমার সাধের বাংলালায়ন বাংলাবিলাই হয়ে গেল। ডাউনলোড করতে গেলে স্পিড পাই ৮-১৫। কোন সাইটে ঢুকার জন্য সাইটের ঠিকানা লিখে এক নং সরিষার তেল নাকে দিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি সাইট ওপেন হয়েছে। হঠাৎ শুনতে পেলাম ‘এভাবে কি বেঁচে থাকা যায়’ গানটি। পাশের বিল্ডিংয়ের ছাদে তাকিয়ে দেখি এক মজনু লাইলীকে শুনিয়ে শুনিয়ে এ গান বাজাচ্ছে। সহ্য করতে না পেরে ফোন দিলাম বাংলালায়নের কাস্টমার কেয়ারে।
স্লামালাইকুম বাংলালায়ন কাস্টমার কেয়ার থেকে নাফিসা বলছি। বলুন কি করতে পারি।
আমিঃ স্যরি নামটা আবার বলুন।
নাফিসাঃ বাংলালায়ন থেকে নাফিসা বলছি।
(নামটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে- আমি যখনই কোন কাস্টমার কেয়ারে ফোন করি তখন সেবা প্রদানকারী ব্যক্তির নামটা ভালভাবে জেনে নিই। যাতে পরবর্তীতে তাকে আবার ধরতে পারি।)
আমিঃ আমার আইডি হচ্ছে ………
নাফিসাঃ জ্বি স্যার বলুন কি সমস্যা।
আমিঃ গতকাল থেকে আমার নেট স্পিড অসম্ভব স্লো হয়ে গেছে। ডাউনলোড স্পিড পাচ্ছি ৮-১৫। আমি ভেবেছি আপনাদের টোটাল নেটওয়ার্কে সমস্যা তাই আরো আগে আপনাদের জানাইনি। কিন্তু খোঁজ নিয়ে জানলাম এটা শুধু আমার সমস্যা এখন কি করা যায়।
নাফিসাঃ ওকে স্যার আপনার আইডিটা বলুন।
আমিঃ আইডি হচ্ছে ………….
নাফিসাঃ আমাকে একটু সময় দিবেন আমি চেক করে দেখি কি সমস্যা হয়েছে।
আমিঃ আচ্ছা ঠিক আছে আমি লাইনে আছি।
২/৩ মিনিট পর
নাফিসাঃ স্যার আপনি কি অন্য কোন কোম্পানীর ইন্টারনেট মডেম ইউস করেন?
আমিঃ না। শুধুই লায়ন।
নাফিসাঃ আপনি এন্টিভাইরাস ইউস করেন?
আমিঃ হ্যাঁ।
নাফিসাঃ কোনটা?
আমিঃ ইসেট স্মার্ট সিকিউরিটি। লেটেস্ট ভারসন।
নাফিসাঃ স্যার অনেক সময় এন্টিভাইরাসের কারণে এ সমস্যাগুলি হয়ে থাকে আপনার এন্টিভাইরাস কি আপডেট ভার্সন?
আমিঃ আমিতো বলেছি আমার এন্টিভাইরাস লেটেস্ট ভারসন। তাছাড়া আমি এন্টিভাইরাস ডিজেবল করে বাংলালায়ন সফটওয়্যারটি আন ইন্সটল করে আবার ইন্সটল করেছি। তাতেও কাজ হয়নি।
নাফিসাঃ আপনার CINR কত আর RSSI?
আমিঃ CINR হচ্ছে ………. আর RSSI ……….
নাফিসাঃ স্যার আপনি কি কখনো মডেমটি খুলেছেন। অনেক সময় মডেম খুললে পরে সমস্যা দেখা দেয়।
আমিঃ আরে আমি মডেম খুলতে যাবো কোন দুঃখখে।
নাফিসাঃ ওকে ঠিক আছে। আপনি এখন নেটওয়ার্ক ডিসকানেক্ট করে ঠিক ১ ঘন্টা পর চেক করে আমাকে জানাবেন।
আমিঃ আপনার নাম্বার দেন। 😉 যে নাম্বারে আপনাকে পাবো।
নাফিসাঃ আপনি এখন যে নাম্বারে ফোন করেছেন ঠিক এ নাম্বারে ফোন করে আমাকে চাইলেই হবে।
আমিঃ আচ্ছা ঠিক আছে। এ বলে ফোন রেখে দিলাম।
১ ঘন্টা পর
স্লামালাইকুম বাংলালায়ন থেকে ইমতিয়াজ বলছি।
আমিঃ আমাকে একটু নাফিসা ম্যামকে দিবেন।
ইমতিয়াজঃ স্যার এ নামে তো আমাদের এখানে কেউ নেই। আপনার কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন।
এ কথা শুনার পর আমি যেন আকাশ থেকে পড়লাম। হালায় কয় কি।
আমিঃ কিন্তু আমি যে ঘন্টা খানেক আগে তাঁর সাথে কথা বলেছি। আর এ নামে যদি এখানে কেউ না থেকে থাকে তাহলে কি আমি ধরে নেব আপনারা সবাই….. (মিথ্যুক কথাটি মুখের ভিতরে রেখেছি)।
ইমতিয়াজঃ স্যার বুঝতে পেরেছি সমস্যা কোথায়। আপনি যার কথা বলেছেন সে আসলে আমাদের এখানে নতুন জয়েন্ট করেছে। আর আমরা তাঁকে এ নামে চিনিনা।
(প্রশ্ন থেকে যায় যদি নাইবা চেনে তাহলে কি করে বুঝলো এ নামের মেয়েটি নতুন জয়েন্ট করেছে?)
একথা বলে পাশে আরো কার সাথে তারা নিজেরা কথা বলতে লাগলো। শুনতে পেলাম অনেক হাসাহাসির শব্দ। মনে হয় যেন আমি এ মুহুর্তে তাদের কাছে চিড়িয়াখানার কোন প্রাণী।
১ মিনিট পর
ইমতিয়াজঃ স্যার আমাকে আপনার সমস্যার কথা জানালে আমি চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান দিতে।
আমিঃ রেগে.. আরে ভাই ফোন করেছি আমি। ফোনে টাকা কাটতেছে আমার। আপনারা কাস্টমার নিয়ে হাসাহাসি করবেন আবার বলবেন সমস্যা নতুন করে বলার জন্য।
ইমতিয়াজঃ আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ফোন রাখুন আমি আপনাকে ফোন দিচ্ছি। (অবশেষে বোধোদয় হল।)
আমিঃ না লাগবে না। এই বলে আমার সমস্যার কথা আবার জানালাম।
ইমতিয়াজঃ আপনার আইডিটা বলবেন প্লিজ?
আমিঃ আইডি হচ্ছে …. নিশ্চয় এখন বলবেন CINR আর RSSI কত পাচ্ছি? CINR হচ্ছে ………. আর RSSI ……….
ইমতিয়াজঃ আমিতো এখানে দেখতে পাচ্ছি সব ঠিক আছে।
আমিঃ আরে বাবা আপনাদের কাছে সব ঠিক থাকলেতো হবে না আমার এখানেও সব ঠিক থাকতে হবে। তাছাড়া আগে সমস্যা ছিল স্পিড স্লো। আর এখন দেখি কানেশনই হয়না।
ইমতিয়াজঃ কানেকশন কি আগে থেকেই বন্ধ ছিল?
আমিঃ আপনি তাহলে এতক্ষন আমার কথা কি শুনেছেন। আমিতো বলেছি সমস্যা হচ্ছে স্পিডে কানেকশনে না। আমি আরো আগে আপনাদের নাফিসা ম্যামের সাথে এ নিয়ে কথা বলেছি। জানিনা তিনি কি করেছেন এখন আর কানেকশন হচ্ছেই না।
ইমতিয়াজঃ স্যার আপনি ঠিক ১০ মিনিট পর আবার ফোন করুন। আমি সমাধান করে দিচ্ছি।
১০ মিনিট পর
স্লামালাইকুম বাংলালায়ন থেকে নাফিসা বলছি।
আমিঃ আমার সৌভাগ্য আমি আবার আপনাকে খুঁজে পেয়েছি। আমি একটু আগে আপনাদের কেয়ারে ফোন দিয়ে আপনাকে চেয়েছি। কিন্তু তারা বললো এ নামে কাউকে চেনেনা।
নাফিসাঃ স্যার আপনার আইডিটা একটু বলুন।
আমিঃ আরে আইডি দিয়ে কি হবে। আপনারা যেভাবে আমাকে নিয়ে টানা হেচড়া শুরু করেছেন তাতে আমার নিজের আইডেন্টিটিই গায়েব হয়ে যাবে। কথা শেষে তাকে আইডি দিলাম।
নাফিসাঃ ওকে স্যার আপনার সমস্যার কি সমাধান হয়েছে।
আমিঃ সমাধান হলেতো আপনাকে চাইতাম না। ফোন করে আপনাকে চাইলে তারা বললো এ নামে কেউ নেই।
নাফিসাঃ আসলে স্যার হয়েছে কি আমি সবেমাত্র নতুন জয়েন্ট করেছি তাই অনেকে আমাকে চেনেনা। ঠিক আছে আমি এখান থেকে সব ফ্ল্যাশ দিয়ে দিচ্ছি আপনি আবার নতুন করে ইউসার আইডি আর পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে দেখুন। এবার হয়ে যাবে।
আমিঃ আপনি লাইনে থাকুন। আমি দেখছি। ………… না কাজ হচ্ছে না।
নাফিসাঃ কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছি সব ওকে।
আমিঃ রেগে... আরে ভাই দুইদিন পর ঈদ। সবাই বাড়ি যাবে আনন্দ করতে। ঢাকা শহর ফাঁকা হয়ে যাবে। ভাবছি বাসায় নেটে বসে সময় কাটাবো কিন্তু আপনারা তা আর হতে দিলেন না।
নাফিসাঃ আমি আপনার সমস্যার কথা আমাদের মেইটেনেন্স টিমকে জানিয়ে দিচ্ছি। ঘন্টা খানেক পর আমরা আপনাকে ফোন দিব।
ফোন রেখে দিলাম। বিপদে যখন পড়েছি তখন বিড়ালের পা ধরতেও রাজি।
(চলবে)
বিঃ দ্রঃ এটি একটি সত্য ঘটনা। ঘটনাটি গত ঈদের ৩ দিন আগে ঘটেছিল। কোন প্রকার যোগ বিয়োগ করা হয়নি। সবাইকে জানানোর কোন ইচ্ছা ছিলনা। কিন্তু বিভিন্ন সাইটে এবং ব্লগে সবাই যেভাবে ওয়াইম্যাক্স কোম্পানীগুলোর সেবার (!) কথা বলে বেড়াচ্ছে তাতে আর নিজেকে ধরে রাখতে পারলাম না।
আমি রিজভী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 193 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
u r true
oder service is V BAD
🙁