জিপি সিমে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন…? আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত টেকটিউনসের সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের টিউনে আপনাদের দেখাবো যেভাবে আপনারা জিপি সিমে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ব্যবহার করবে।

আমি শুধু জিপি সিম দিয়ে দেখেছি আপনারা চাইলে অন্য সিম দিয়েও চেষ্টা করে দেখতে পারেন চলতে পারে। আরেকটি বিষয় বলে রাখা ভালো এই ফ্রি ইন্টারনেট আমরা ভিপিএন সাহায্যে চালাবো তাই এতে যেকোনো সময় সার্ভার সমস্যা কারণে কানেক্টেড হতে সমস্যা হতে পারে কিন্তু কানেক্টেড হয়ে গেলে ডিসকানেকটেড সহজে হবেনা। আর স্পিড কেমন পাবেন সেটা আপনার এলাকার নেটওয়ার্ক ওপর নির্ভর করবে যেহেতু ভিপিএন এমনকি ফ্রিতে তাই স্পিড কম পাবেন এটাই বলা যায় তারপরও ভালোই চলবে। তাছাড়া আজকে কানেক্ট না হলে পরবর্তী দিন চেষ্টা করবেন বা অন্য সময় চেষ্টা করবেন। তো কিভাবে ভিপিএন ইনস্টল এবং কানেক্টেড করে ফ্রি ইন্টারনেট চালাবেন দেখুন। প্রথমে প্লে-স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে ওপেন করুন

ছবি:

 

এবার এখানে ক্লিক করুন

সার্ভার সিলেক্ট করুন। আমি Singapore 3 সার্ভার সিলেক্ট করলাম। আপনারা এটা অথবা অন্য Singapore সার্ভার সিলেক্ট করবেন

 

ফ্রএবার একাউন্ট এ ক্লিক করুন

এবার Username & Password আমি যেটা দিয়েছি আপনারাও সেম দেন এবং Start এ ক্লিক করুন

এমনকি এখানে এরকম সময় দেখতে পাবেন। যদি না পান এরকম সময় তবে যে সিমে এমবি আছে আপনার বা ওয়াইফাই এ গিয়ে Start এ যখন ক্লিক করবেন তখন দেখবেন এটা চলে এসেছে অর্থাৎ এ অফশনটি এমনিতে না আসলে একটু নেট কানেকশন কোনোভাবে নিয়ে আনবেন যেমনটা আমার স্লট ১ এ অন্য সিমে এমবি দিয়ে করলাম।

এরপর যে জিপি সিমে এমবি নাই সেটার সিমের নেট কানেকশন চালু করে Start ক্লিক করবেন। দেখবেন কানেক্টেড হয়ে গেছে।

দেখুন আমার জিপি সিমে নেট চালু রয়েছে এবং সিমটিতে কোনো এমবি নেই আর ভিপিএনও কানেক্টেড করা আছে।

এমনকি ইউটিউবও চালাতে পারবেন

আশাকরি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ🥰

Level 0

আমি আজিদুর তাজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস