মোবাইল ফোনের জন্য অসাধারন একটি ব্রাউজার

মোবাইল ফোন এখন আর শুধুমাত্র কথা বলার জন্যই নয় বরং কমপিউটারের কাজ এখন মোবাইল ডিভাইসে করার চেষ্টা করা হচ্ছে। বলা যায় আস্তে আস্তে কমপিউটারের জায়গা দখল করে নিচ্ছে। মোবাইল ফোনে ইন্টারনেট ব্রাউজিং ও এখন বেশ জনপ্রিয় হয়েছে । যদি স্মর্ট ফোন হয় তাহলে তো ঝামেলাই থাকেনা কেননা তার জন্য অনেক ভাল  ভাল এপলিকেশন আছে যেমন ইন্টারনেট ব্রাউজিং এর জন্য ফায়ার ফক্স। কিন্তু যত সমস্যা জাভা মোবাইল ফোনের ক্ষেত্রে। জাভা ফোন গুলোর ক্ষেত্রে বেশ সীমাবদ্ধতা আছে।

সাধারনতো জাভা ফোনে ইন্টারনেট ব্রাউজিং এর জন্য অপেরা মিনি ব্যবহার করা হয়। অপেরা মিনি অবশ্যই একটি ভাল ব্রাউজার কিন্তু যখন তাতে ফেসবুক, জিমেইল, গুগোল প্লাস ইত্যাদি জনপ্রিয় সাইট ব্রাউজ করা হয় তখন তা মোবাইল ভার্সন ওপেন হয়। যা বেশ বিরক্তিকর। আমার দেখা মতে কমপিউটারে ওয়েব সাইটের ইন্টারফেস এর সাথে এর  কোন মিলই থাকেনা যার জন্য আসল মজাটাই ম্লান হয়ে যায়।

তহলে কি জাভা ফোন ব্যবহার কারিগন এসব ‍সুবিধা থেকে চিরদিন বচ্ঞিত থেকে যাবে? অবশ্য এর একটি সমাধান আছে। তা হল

বোল্ট ব্রাউজার। শুধু বোল্ট ব্রাউজারে বাংলা লেখা দেখা যায়না অর্থৎ বাংলা ফন্ট সাপোর্ট করে না। এর জন্য

BOLT Indic ভার্সন ব্যবহার করা যেতে পারে। ডাউনলোড করতে পারেন এখান থেকে

সুবিধাসমুহঃ

১) কম্পিউটারে অয়েব সাইট গুলো যে ভাবে শো করে ঠিক সেভাবেই মোবাইল ফোনে শো করে।

২) বেশ ভাল স্পিড পাওয়া যায়।

৩) ব্রাউজারে আছে বিল্ডইন মিডিয়া প্লেয়ার যার সাহয্যে ইউটিউব,ফেসবুক ইত্যাদি সাইট এর ম্যাক্সিমাম ভিডিও গুলো প্লে হয়।

৪) মাল্টিট্যাব ‍সুবিধা।

৫) ল্যান্ড স্কেপে দেখার সুবিধা।

৬) বেশ ইউজার ফ্রেন্ডলি

৭) বাংলা লেখা দেখতে কোন সমস্যা হয়না।

অসুবিধা সূমহঃ

১) ভিডিও প্লে করলে সাউন্ড কোয়ালিটি খারাপ এবং সাউন্ড অল্প হয়।

২) ডাউনলোড করতে মাঝে মাঝে বিরক্ত করে।

 

বিঃদ্রঃ- এখানে জাভা ফোন হিসেবে নকিয়া ২৭৩০ ক্লাসিক ফোন সেট ব্যবহার করা হয়েছে।

 

Level 0

আমি Joy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 380 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Chemistry (M.Sc)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tnx

    Level 0

    @nayeemlinkin: কষ্ট করে পড়ে এবং মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।

Chok nosto houyar shomvabona acey.

    Level 0

    @parvez babu: চোখ কেন নষ্ট হবে বুঝলাম না। আপনি যদি ছোট লেখার জন্য এই কথা বলে থাকেন তাহলে সমাধনা আছে। তা হল ফন্ট সাইজ বড় করা এর জন্য আপনাকে menu > preferences> content Zoom তে যেয়ে xx large/3x large করে সেভ করুন তাহলে আপনি ফন্ট সাইজ বড় দেখতে পারবেন। ধন্যবাদ।

মোবাইল থেকে Dropbox এ upload করার কোন ব্য্বস্থা থাকলে বলেন

    Level 0

    @rishad12345: আমি কখনও ট্রাই করিনি। আপনি চেষ্টা করে দেখতে পারেন, তবে আমার মনে হয় তা সম্ভব। ধন্যবাদ।

Level 0

vai amar valo lage nai

    Level 0

    @REJWANHUQ: কি কি কারনে আপনার ভাল লাগেনি প্লিজ বলবেন? আপনার কাছে কোন ব্রাউজারটি ভাল জানাবেন। ধন্যবাদ।

Opera theke to hoi

    Level 0

    @rishad12345: আমি অপেরা মিনি ৬.১ ব্যবহার করি, যখন ফেসবুক অপেন করি তখন তো মোবাইল ভার্সন এ ওপেন হয়।কমপিউটারে যে রকম দেখতে সেরকম দেখায় না। আপনি প্রসেস টা বলবেন কি? ধন্যবাদ।

Level 0

Try this link on opera mini for facebook full version:
http://www.facebook.com/home.php

Level 0

@রায়হান: আমি তো অপেরা মিনি এবং বোল্ট ব্রাউজার ব্যবহার করে মিডিয়াফায়ার থেকে ফাইল ডাউনলোড করতে পারি।