ফ্রি ডাউনলোড করুন মজার গেমস Virtual Cop 2

আমরা কে না গেমস খেলতে পছন্দ করি । কিন্তু গেমসটি যদি মারামারি এবং গোলাগুলির হয় তাহলেতো কথাই নেই । আমরা খুব কম জনেই আছি যারা ভার্চুয়াল কপ গেমসের কথা শুনিনি । গেমসটিতে ৩ টি স্টেজ রয়েছে আছে নানা রকমের এডভেন্চার । গেমটি আমি আপনাদের জন্য আপলোড করে দিয়েছি । গেমসটিতে রয়েছে নানা রকমের আকর্ষন যা আপনারা না খেলে থাকলে বুঝবেন না ।

s

একটার পর একটা স্টেজ আপনাকে কমপ্লিট করতে হবে অথবা আপনি ইচ্ছা করলে আপনার পছন্দমত যেকোন স্টেজ আপনি খেলতে পারবেন ।

গেমসটি খেলতে যা যা দরকার হবেঃ

পেন্টিয়ামের যে কোন পিসিতে এটা সাপোর্ট করবে । যেমন পেন্টিয়াম ৪ , সেলেরন , ডুয়েলকোর ,কোর টু ডু । গেমসটি মাত্র ১০ মেগাবাইটে কমপ্রেস করা হয়েছে আপনাদের সুবিধার জন্যে । এখান থেকে ডাউনলোড করতে পারবেন

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

অনেক খেলছি, আর ভাল লাগে না

ভাল লাগলো। আমার ভাগ্নে খুব খুশি হবে।

Level New

লোটাস সাহেব আপনার কোন টিউনে এটা আমার প্রথম মন্তব্য। যা হোক কাজের কথায় আসি আপনাকে দেখেছিলাম একটি টিউনে আপনার মন্তব্য টি এরকম ছিল যে টপ টিউনারা নাকি তেমন একটা ভাল টিউন করে না বা বলে ছিলেন আমি সব টিউন পড়ি না ….
ভাই আমি কিন্তু আপনার (ও সবার) সব টিউনই পড়ি …… একটা কথা বলতে চাই তাহলো আপনি তো প্রায় সফ্ট নিয়ে টিউন করেন কিন্তু আপনি কি জানেন আপনার টিউন করা এত গুলা সফ্টটেও আমি একটাও নতুন সফ্ট পাইনি ….. আজ গেমস নিয়ে টিউন করেছেন তাও নয় দশ বছর আগের ….
যা হোক ভাই আপনাকে একটা কথা বলি বেশি বেশি টিউন না করে নতুন কিছু শেয়ার করুন।লাখ লাখ সফ্ট আছে তা নিয়ে টিউন করলে তো হবে না ভাল এবং দরকারি সফ্ট নিয়ে টিউন করুন।

আর আপনি জনলে তো হবে না সকলেই যদি জানত তাহলে কেউ না কেউ জানাত । আর আমার কাছে যেসব গেমস আছে সেসব আপলোড করার সময় আমার নেই । আর ওইগুলো ডাউনলোড করতেও অনেক সময়ের প্রয়োজন হবে এবং সকল কম্পিউটারে সাপোর্ট করবে না । আপনার সাথে আমি চ্যালেন্জ লাগতে পারব যে আপনার কাছ থেকে আমর কম্পিউটারে বেশী পরিমানে সফটওয়ার আছে যেগুলো নতুন এবং পুরাতন । পুরাতন হলেও সফটওয়ারের কাজ কি কমে যায় তা জানা ছিল না । চেষ্টা করব আরও ভাল ভাল সফটওয়ার নিয়ে টিউন করতে । আর আমি কিভাবেই বা জানবা কোনটা আপনার জানা সফটওয়ার । ভাল থাকবেন । ধন্যবাদ…………….

    Level New

    আর আপনার কাছে ভাল না লাগলে তো হবে না সকলেই যদি ভাল না লাগলে তাহলে কেউ না কেউ জানাত ………হিহি হিহি
    মজা করলাম।
    হয়তো বা আপনার কাছে আমার থেকে বেশি সফ্টওয়্যার থাকতে পারে কিন্তু গেমস নিয়ে আমাকে চ্যালেন্জ করেন না তাহলে হয়তো বা আপনাকে হারতে হবে।ভাল থাকবেন । ধন্যবাদ…………….

    ধন্যবাদ মঈন ভাই ব্যাপারটি সহজে বুঝার জন্য । দয়া করে এই টিউনটি দেখুন https://www.techtunes.io/other/tune-id/7826/ এখানে আমি বলেছিলাম কেউকে খারাপ মন্তব্য না করতে । কিন্তু সবাই যা বলছিল তা তো দেখেছেনই । তাই আপনাদের আরো ভাল টিউনের আশায় আপনাদের রাগ সৃষ্টি করে আর ভাল টিউন পেতে চেয়েছিলাম ।

Level New

আপনি কি আগে থেকেই এই টিউনগুলো সম্পর্কে জানতেন তাহলে আপনি নিজে টিউন করলেন না কেন? জানলেই যে টিউন করতে হবে এমন কোন কথা কি আমি টেকটিউনস কে দিয়ে রেখেছি ….. আর আমি আপনাকে বুঝাতে চেয়েছি।মনে করুন আপনার এই কথাটি (টপ টিউনারা নাকি তেমন একটা ভাল টিউন করে ….. আমি সব টিউন পড়ি না) ভাই আপনি হয়তো জানেন না যে আপনার কাছে যেটি ভাল লাগে না বা পড়েন না সেই টিউনটা কিন্তু অন্য একজনের ভাল লাগে বা সে পড়ে। তেমনি ভাবে আপনার টিউনে করা সফ্ট টা আমি যদিও আগে থেকেই জানি কিন্তু অনেকেই তা সর্ম্পকে জানে না তাই তাদের কাজে আসে ……..আর লিখতে ভাল লাগছে না আশা করি আপনাকে আমি বুঝাতে পেরেছি।

    মঈন ভাই আপনি হলেন টপটিউনার দের মধ্যে ২য় নম্বরে অবস্থানরত । আপনাদের কাছ থেকে আরও ভাল কিছু আশা করি যদি তা অন্যায় হয় তাহলে আর আশা করব না । আর আপনি আপনার একটি টিউনে আমাকে বলেছেন আমি নাকি আপনাকে খারাপ টিউনার বলেছি । কিন্তু আপনি কি দেখাতে পারবেন যে আমি বা কোন টিউনার আপনাকে এই সম্পর্কে বলেছে । হ্যা বলেছি টিউন সম্পর্কে । কিন্তু টিউনার সম্পর্কে নয় । কারন প্রবাদ আছে মাদকে ঘৃনা কর , মাদকাসক্তকে নয় । আশা করি ব্যপারটি বুঝতে পেরেছেন । আর আপনি লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন আপনার পরপরই রনি ভাই ওই রকম একটি টিউন করেছিল যদি সবাই এই রকম একটি করে টিউন করতে থাকত তাহলে ব্যপারটি কি হত তা একটু ভেবে দেখবেন ।

মঈন মানে হচ্ছে “দা” আর লোটাস মানে হচ্ছে “কুমড়া”