বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট গুলো

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে।

আজকে আমরা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট গুলো দেখতে চলেছি, ক্যাটাগরিতে অনুযায়ী এই টিউনে ওয়েবসাইট গুলো আলাদা ভাবে ভাগ করে দেখানো হবে।

সার্চ ইঞ্জিন

চলুন দেখে নেয়া যাক সার্চ ইঞ্জিন ক্যাটাগরিতে কোন ওয়েবসাইট গুলো টপে রয়েছে।

১. Google

এটা সবারই সার্চ ইঞ্জিনে Google এগিয়ে থাকবে। বরাবরের মতই সার্চ ইঞ্জিন ক্যাটাগরিতে এগিয়ে রয়েছে গুগল। গুগল সম্পর্কে হয়তো নতুন করে বলার কিছু নেই, আমরা সবাই গুগল সম্পর্কে জানি।

Google

অফিসিয়াল ওয়েবসাইট @ Google

২. Baidu

সার্চ ইঞ্জিন ক্যাটাগরিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনা কোম্পানি। চীনে গুগল এভেইলেবল নেই আর তাই সার্চ ইঞ্জিন হিসেবে চীনা ব্যবহৃত হয় Baidu।

Baidu

অফিসিয়াল ওয়েবসাইট @ Baidu

৩. Yandex

তিন নাম্বারে আছে রাশিয়ান ভিত্তিক সার্চ ইঞ্জিন Yandex। দেশটিতে সার্চ ইঞ্জিন হিসেবে এটি বেশ জনপ্রিয়।

Yandex

অফিসিয়াল ওয়েবসাইট @ Yandex

৪. Bing

চার নাম্বারে আছে মাইক্রোসফট এর সার্চ ইঞ্জিন Bing। আমাদের দেশে তুলনামূলক কম ব্যবহার করা হলেও বাইরের দেশে এটি বেশ জনপ্রিয় এর কারণে টপ ফাইভের মধ্যে এর অবস্থান।

Bing

অফিসিয়াল ওয়েবসাইট @ Bing

সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক

সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিতে ইউজারের জনপ্রিয়তার দিক থেকে কোন ওয়েবসাইট গুলো আছে দেখে নেয়া যাক,

১. Facebook

বলার অপেক্ষা রাখে না ফেসবুক হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক এই সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট।

Facebook

অফিসিয়াল ওয়েবসাইট @ Facebook

২. Instagram

ফেসবুকের পরেই রয়েছে ইমেজ ভিত্তিক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট Instagram। ফেসবুকে নতুন অনেক ফিচার এড করা হলেও Instagram তার মুল বৈশিষ্ট্য চেঞ্জ না করেই তার অবস্থান ধরে রেখেছে।

Instagram

অফিসিয়াল ওয়েবসাইট @ Instagram

৩. X

তিন নাম্বারে আছে টুইটার বা X। বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারের মালিকানা পরিবর্তনের পর এর নাম দেয়া হয় X।

X

অফিসিয়াল ওয়েবসাইট @ X

৪. WhatsApp

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ এবং সোশ্যাল মিডিয়া অ্যাপ উভয় বলা যায় WhatsApp কে। বর্তমানে জনপ্রিয়তার দিক থেকে এর অবস্থান চার নাম্বারে।

WhatsApp

অফিসিয়াল ওয়েবসাইট @ WhatsApp

৫. Tiktok

খুবই কম সময়ে জনপ্রিয়তা পেয়ে যাওয়া চীনা ভিত্তিক সোশ্যাল মিডিয়া অ্যাপ হচ্ছে TikTok। সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিতে এর অবস্থান পঞ্চম।

TikTok

অফিসিয়াল ওয়েবসাইট @ TikTok

৬. Techtunes

বাংলাদেশের সবচেয়ে বড় প্রযুক্তি বিষয়ক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট টেকটিউনস। প্রযুক্তি বিষয়ক এই ওয়েবসাইটটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের অন্যতম একটি প্রিয় ওয়েবসাইট। মিলিয়নের বেশি ইউজারের এই টেকটিউনস জনপ্রিয়তায় সব সময় অন্যান্য ওয়েবসাইট থেকে এগিয়ে থাকবে।

Techtunes

অফিসিয়াল ওয়েবসাইট @ techtunes

গ্রাফিক্স ও ওয়েব ডিজাইন

এবার আমরা জানব গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডিজাইন ক্যাটাগরিতে কোন ওয়েবসাইট গুলো শীর্ষে রয়েছে।

১. Canva

প্রথমেই আছে Canva। ডিজাইন জ্ঞান ছাড়াই ড্র‍্যাগ এন্ড ড্রপ ভিত্তিক এই গ্রাফিক্স ডিজাইন বা ফটো এডিট ওয়েবসাইটটি বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। খুব বেশি দিন হয় নি এসেছে তারপরেও রয়েছে জনপ্রিয়তার শীর্ষে।

Canva

অফিসিয়াল ওয়েবসাইট @ Canva

২. Remove.bg

দ্রুত সময়ের মধ্যে ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সবচেয়ে জনপ্রিয় টুল হচ্ছে Remove.bg। ঝামেলা হীনভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে এতই জনপ্রিয় এটি যে গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরিতে এটি রয়েছে দুই নাম্বারে।

Remove.bg

অফিসিয়াল ওয়েবসাইট @ Remove.bg

৩. Wix

ড্রাগ এন্ড ড্রপ পদ্ধতিতে দ্রুত ওয়েবসাইট ক্রিয়েট করা যায় Wix এর মাধ্যমে। ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন না পারলেও সাধারণ ইউজার চাইলে এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে পারবে।

Wix

অফিসিয়াল ওয়েবসাইট @ Wix

৪. Jotform

অনলাইনে দ্রুত এবং সহজ ফর্ম তৈরি করার ওয়েবসাইট হচ্ছে Jotform। রয়েছে দারুণ সব ফিচার এবং ইন্টিগ্রেশনের ব্যবস্থা।

Jotform

অফিসিয়াল ওয়েবসাইট @ Jotform

টেক

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট র‍্যাংকিং এ কোন ওয়েবসাইট গুলো আছে সেটা অবশ্যই আপনি জানতে চাইতে পারেন। চলুন দেখে নেয়া যাক,

১. OpenAI

ChatGPT এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে পরিচিত নাম OpenAI। টেক ক্যাটাগরিতে বর্তমানে এই ওয়েবসাইটটি আছে এক নাম্বার পজিশনে।

OpenAI

অফিসিয়াল ওয়েবসাইট @ OpenAI

২. Zoom

টেক ক্যাটাগরিতে দুই নাম্বার অবস্থানে আছে Zoom। অনলাইনে ভিডিও কনফারেন্স বা মিটিং এ ব্যবহৃত একটি অ্যাপ হচ্ছে Zoom।

Zoom

অফিসিয়াল ওয়েবসাইট @ Zoom

৩. Telegram

জনপ্রিয়তার দিক থেকে টেক ক্যাটাগরিতে Telegram আছে তিন নাম্বারে। বাড়তি সুযোগ সুবিধা থাকায় বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় হয়ে উঠছে ইনস্ট্যান্ট মেসেজিং ভিত্তিক এই কোম্পানি।

Telegram

অফিসিয়াল ওয়েবসাইট @ Telegram

৪. SharePoint

মাইক্রোসফট ভিত্তিক একটি কোম্পানি SharePoint। অনলাইনে কোলাভোরেশন ভিত্তিক কাজে এটি ব্যবহৃত হয়, জনপ্রিয়তায় আছে চার নাম্বারে।

SharePoint

অফিসিয়াল ওয়েবসাইট @ SharePoint

৫. AOL

AOL একটি নিউজ ওয়েবসাইট বিশ্বব্যাপী জনপ্রিয়তায় এর অবস্থান পাঁচ নাম্বারে। এটি যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি।

AOL

অফিসিয়াল ওয়েবসাইট @ AOL

শপিং ও ই-কমার্স

শপিং এবং ই-কমার্স ক্যাটাগরিতে যে যে ওয়েবসাইট গুলো শীর্ষে রয়েছে তা হল,

১. Amazon

বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট হচ্ছে Amazon। দীর্ঘ সময় ধরে এটি শীর্ষে রয়েছে।

Amazon

অফিসিয়াল ওয়েবসাইট @ Amazon

২. Ebay

শপিং ক্যাটাগরিতে দ্বিতীয় অবস্থানে আছে Ebay। Ebay যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি কোম্পানি।

Ebay

অফিসিয়াল ওয়েবসাইট @ Ebay

৩. Amazon.co

এটিও Amazon তবে এটি জাপানিজ ওয়েবসাইট। Amazon এর জাপান ভার্সন হচ্ছে এটি৷ জাপানিরা এটি ব্যবহার করে থাকে।

Amazon

অফিসিয়াল ওয়েবসাইট @ Amazon

৪. Rakuten.co.jp

জাপানি একটি জনপ্রিয় শপিং বা ই-কমার্স ওয়েবসাইট হচ্ছে Rakuten। বিশ্বব্যাপী জনপ্রিয়তার দিক থেকে এর অবস্থান চার নাম্বারে।

Rakuten.co.jp

অফিসিয়াল ওয়েবসাইট @ Rakuten.co.jp

৫. Etsy

পাঁচ নাম্বারে রয়েছে Etsy। হস্ত তৈরি প্রোডাক্ট অনলাইনে কেনাবেচার জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে Etsy।

Etsy

অফিসিয়াল ওয়েবসাইট @ Etsy

ভিডিও স্ট্রিমিং সার্ভিস

ভিডিও স্ট্রিমিং ক্যাটাগরিতে কোন কোন ওয়েবসাইট আছে?

১. Youtube

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে নাম্বার ওয়ান পজিশনে সব সময়ের মত রয়েছে Youtube। গুগলের এই প্রোডাক্ট বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে৷

Youtube

অফিসিয়াল ওয়েবসাইট @ Youtube

২. Netflix

অনলাইনে মুভি, ওয়েব সিরিজ, ডকুমেন্টারি দেখার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে Netflix। স্ট্রিমিং এর দিক থেকে এটি দ্বিতীয় অবস্থানে রয়েছে

Netflix

অফিসিয়াল ওয়েবসাইট @ Netflix

৩. Max

Discovery Network, HBO এর কন্টেন্ট সহ বিভিন্ন কন্টেন্ট দিয়ে তৈরি জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হচ্ছে Max। জনপ্রিয়তায় এটি রয়েছে তিন নাম্বারে।

Max

অফিসিয়াল ওয়েবসাইট @ Max

৪. IMDb

মুভি, সিরিজ, ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য ও রেটিং জানার ওয়েবসাইট হচ্ছে IMDb। জনপ্রিয়তায় এটি রয়েছে চার নাম্বারে।

IMDb

অফিসিয়াল ওয়েবসাইট @ IMDb

৫. Disneyplus

সিনেমা, ড্রাম ও ডকুমেন্টারি দেখার আরেকটি ওয়েবসাইট হচ্ছে DisneyPlus। এখানে রয়েছে অসংখ্য অরিজিনাল ওয়েব সিরিজ এবং ড্রামা।

DisneyPlus

অফিসিয়াল ওয়েবসাইট @ DisneyPlus

ফটোগ্রাফি

ফটোগ্রাফি ক্যাটাগরিতে যে ওয়েবসাইট গুলো রয়েছে,

১. Flickr

অনলাইনে ছবি আপলোড করার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে Flickr। অনলাইনে পোর্টফলিও তৈরি করতে ব্যবহৃত এই ওয়েবসাইটের অবস্থান এক নাম্বারে।

Flickr

অফিসিয়াল ওয়েবসাইট @ Flickr

২. Shutterstock

কপিরাইট ফ্রি ইমেজ পেতে জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে Shutterstock। জনপ্রিয়তায় রয়েছে দুই নাম্বার অবস্থানে। তবে এটি ফ্রি নয়।

Shutterstock

অফিসিয়াল ওয়েবসাইট @ Shutterstock

৩. Istockphoto

কপিরাইট ফ্রি ইমেজ পেতে আরেকটি ওয়েবসাইট হচ্ছে iStockPhoto। জনপ্রিয়তায় রয়েছে তিন নাম্বারে। এটিও ফ্রি নয়।

iStockPhoto

অফিসিয়াল ওয়েবসাইট @ iStockPhoto

৪. Pixabay

ফ্রিতে অনলাইনে কপিরাইট ফ্রি ইমেজ পেতে ব্যবহার করতে পারেন Pixabay। ওয়েবসাইটটি বেশ জনপ্রিয়, রয়েলটি ফ্রি ইমেজ খুঁজে পেতে৷

Pixabay

অফিসিয়াল ওয়েবসাইট @ Pixabay

৫. Pexels

অনলাইন থেকে বিনামূল্যে অসংখ্য ইমেজ ডাউনলোড করতে ব্যবহার করতে পারেন Pexels। জনপ্রিয়তায় এর অবস্থান পাঁচ এ।

Pexels

অফিসিয়াল ওয়েবসাইট @ Pexels

সাইন্স এবং এডুকেশন

সাইন্স ও এডুকেশন ভিত্তিক যে ওয়েবসাইট গুলো ইন্টারনেটে রাজত্ব করছে সেগুলো হল।

১. Archive

ইন্টারনেটের সংগ্রহশালা হচ্ছে Archive.org। অনেক পুরনো তথ্য এখানে পাওয়া যাবে। বিভিন্ন গবেষণা, পড়াশুনায় এই ওয়েবসাইট অনবদ্য।

Archive.org

অফিসিয়াল ওয়েবসাইট @ Archive.org

২. ResearchGate

সাইন্স ভিত্তিক রিসার্চ, অসংখ্য জার্নাল পেতে আপনাকে সাহায্য করভে Research Gate। সাইন্স ও এডুকেশন ক্যাটাগরিতে এটির অবস্থান দুই নাম্বারে।

ResearchGate

অফিসিয়াল ওয়েবসাইট @ ResearchGate

৩. Quillbot

আপনার লেখার মধ্যে গ্রামারগত ভুল, বানান ভুল ইত্যাদি খুঁজে বের করার টুল হচ্ছে Quillbot। সাইন্স ও এডুকেশন ক্যাটাগরিতে এর অবস্থান তিন নাম্বারে।

Quillbot

অফিসিয়াল ওয়েবসাইট @ Quillbot

৪. Wiley

শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষকদের জন্য তথ্যবহুল একটি ওয়েবসাইট Wiley। এখানে পাওয়া যাবে ই-বুক, প্রিন্ট বুক ইত্যাদি।

Wiley

অফিসিয়াল ওয়েবসাইট @ Wiley

৫. Nasa

Nasa এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে। গবেষণার বিভিন্ন ইমেজ, ভিডিও পেতে আপনি Nasa এর অফিসিয়াল ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। জনপ্রিয়তার দিক থেকে পাঁচ নাম্বার অবস্থানে আছে এটি।

Nasa

অফিসিয়াল ওয়েবসাইট @ Nasa

শেষ কথা

দেখে নিলাম বিশ্বের জনপ্রিয় ওয়েবসাইট গুলো। আপনি এখান থেকে হতে পারে নতুন কিছু ওয়েবসাইট সম্পর্কেও আইডিয়া নিতে পেরেছেন। যেহেতু জনপ্রিয় অবশ্যই ওয়েবসাইট গুলো কাজের।

আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস