Internet Download Manager এর নতুন ভার্সন 5.18 build 3 কোন সিরিয়াল,ক্র্যাক,কেজেন ছাড়াই চলবে (আশা করি ভাইরাস মুক্ত )

আপনাদের নতুন নতুন সফটওয়ারের সাথে পরিচিত করতে চাই সেই সাথে আমার সফটওয়ারের ঝুলিটাও ভারি করতে চাই । আশা করি আমার দেয়া সকল সফটওয়ারই কারও না কারও উপকারে এসেছে এবং কখনও বা আসবে । আমি কিছুদিন আগে আপনাদের কাছে নতুন Internet Download Manager এর নতুন ভার্সন সম্পর্কে । কিন্তু অনেকেই বলেছিলেন ভাইরাস আছে তাই আমি সাথে সাথেই সেটা ডিলেট করে দিয়েছিলাম । কিন্তু আজ আপনাদের এর নতুন ভার্সন 5.18 build 3 নিয়ে লিখতে বসলাম । আমরা প্রায় সবাই Internet Download Manager ব্যবহার করে থাকি যা আমাদের প্যাচ বা ক্র্যাক দিয়ে ব্যবহার করতে হয় । কিন্তু আজ থেকে এটি পোর্টেবলভাবে ইউজ করতে পারবেন । কোন সিরিয়াল,ক্র্যাক,কেজেন ছাড়াই ইউজ করতে পারবেন যার ফলে আপনার কম্পিউটারে ভাইরাস ছড়ানোর ভয় আর থাকবে না ।

s

এখান থেকে ডাউনলোড করতে পারবেন । আর যদি কেউ ভাইরাস পান সাথে সাথে আমাকে অবগত করবেন । সকলে ভাল থাকবেন ............... ধন্যবাদ

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ টিউন টা তারাতারি করার জন্য ।

ভাই Download করতে পারছি না। Help me.

Level 0

ভাইরাস আছে ভাই