VoIP দেশে বসে বিদেশি মুদ্রা আয় করুন খুব সহজে – পার্ট ২

সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি “VoIP দেশে বসে বিদেশি মুদ্রা আয় করুন খুব সহজে” পার্ট ২ এর লেখা। মূল লেখা শুরু করার আগে কিছু কথা বলছি আপনাদের অবগতির জন্য। আমি গত কাল ১টি টিউন করেই এখন পযন্ত ৪৮ জনার সারা পেয়েছি শুধু মাত্র মোবাইল এর মাধ্যমে। প্রায় সকলেই জানতে চেয়েছেন বিস্তারিত এবং অনেকেই চেয়েছে ফ্রি ক্রেডিট। কিন্তু এত মানুষকে ফ্রি ক্রেডিট দেওয়া কি সম্ভব? সত্যি কথা বলতে কি ১ ডলার ক্রেডিট আমার ই কেনা পরে ৩৩.৫০ টাকা হিসেবে। তো সেখান থেকে কত জনকে ট্রাই করার জন্য ফ্রি ক্রেডিট দেওয়া সম্ভব। তাই আপনাদের কাছে আমার বিনিত অনুরোধ যারা এই অফার টি ট্রাই করতে চান তারা আমাকে মাত্র ৩০ টাকা ফ্লাক্সি করে দিলেই আমি আপনাদের ১ ডলার এর ক্রেডিট দিতে পারি ট্রাই করার জন্য। অবশ্য ১২ জন অলরেডি ট্রাই করেছেন। যদি কেহ ফ্লাক্সি করেন তবে অবশ্যই Transaction ID টা [email protected] ইমেইল করে পাঠিয়ে দিবেন এবং আপনি সার্ভিস টা মোবাইলে না পিসি তে ব্যাবহার করতে চাচ্ছেন তাও পাঠাবেন। আপনার লগ-ইন ডিটেইলস প্রেরিত ইমেইল এড্রেসে রিপ্লে করা হবে ১২ ঘন্টার মধ্যে। চলুন মূল কথায় যাওয়া যাক------

বাংলাদেশে আইনানুগ ব্যবস্থা:

যদি এটা পিসিতে ব্যাবহার করেন তবে এটা আইন বহির্ভূত কিন্তু মোবাইলের জন্য নয়, এটা আমার কথা নয় গ্রামীনফোনের সাথে আলাপ করেই কথাটা বলছি। বিস্তারিত বলতে গেলে বলা যায় আমরা মোবাইলে Nimbuzz, Mig33 ইত্যাদি কম বেশি সবাই ব্যাবহার করি কিন্তু এই ক্ষেত্রে আইনানুগ কোন সমস্যা নেই (এগুলো কিন্তু এককথায় VoIP এর ভিতর ই পরে) তবুও আমাদের দেশে অবৈধ নয়, যেমন ধরুন আমি যতুদূর যানি UAE তে Skype সাইটটি ব্লক করা কারন এটা তাদের কল পলিসির বহির্ভুত সার্ভিস দিচ্ছে। কিন্তু বাংলাদেশে এই সার্ভিস গুলো বন্ধ বা ব্লক করা না কারন এগুলো বাংলাদেশি কলিং পলিসির বহিভূর্ত না। মিগ৩৩ তে কিছু সমস্যা করছে বাংলাদেশি নম্বর থেকে রেজিষ্ট্রেশন করলে, কিন্তু অন্যকোন দেশ এর মোবাইল নম্বর থেকে রেজিষ্ট্রেশন করলে এই সমস্যাটা থাকে না। তো এটা প্রমানিত VoIP বলতে আমার উল্লেখিত সার্ভিস টিও আইন বহির্ভূত নয়। তা হলে VoIP সার্ভিস দিচ্ছে এরকম সাইট গুলো UAE এর মত আমাদের দেশ থেকেও ব্লক করা থাকত। তাই নিশ্চিন্তে এই সার্ভিস ব্যাবহার করতে পারেন।

রেজিষ্ট্রেশন কি ভাবে করবেন?

আমি যেহেতু হোল সেলার সেহেতু আমি আমার সার্ভিস কে রিসেল করতে পারি যেকারো কাছে। তাই রেজিষ্ট্রেশন আমাকেই করে দিতে হবে। এক বার রেজিষ্ট্রেশনের পর/রিসেলার হবার পর আপনি আপনার সার্ভিসকে নিজের মত মডিফাই করে অন্যের কাছে বিক্রি করতে পারবেন। চলুন একটি উদাহরন দেখাযাক, ধরি আপনি আমার কাছ থেকে ১০০ডলার বা ৩৫০০ টাকার ক্রেডিট কিনলেন এবার তা ৫ জনার কাছে খুচরা বিক্রি করলেন ২০ ডলার হিসেবে এখন কথা হল ২০ ডলার=৭০০ টাকা আমাদের রেট হিসেবে কিন্তু আপনি ২০ডলার=কত? টাকা ধরবেন তা আপনার উপর নির্ভর করে। আবার অন্য ভাবে টাকা বাড়াতে পারেন, ধরি যেকোন দেশ থেকে ৮৮০ বসিয়ে বাংলদেশে কল করতে আমার ডিফল্ট ভাবে কাটবে 0.0714 সেন্ট মাত্র/২.৫০ পয়সা মাত্র, (১ডলার=৩৫টাকা হিসেবে) এখন আপনি তার কাছে ১০০ডলার=৩৫০০ টাকায়ই বিক্রি করলেন কিন্তু প্রতি মিনিট আমাদের 0.0714 সেন্ট টা বাড়িয়ে আপনার পছন্দ মত রেট বসিয়ে দিতে পারেন। এটা অন্যান্য দেশ থেকে বাংলাদেশে কল চার্জ এর একটা উদাহরন মাত্র। আশাকরি বুঝতে পেরেছেন কি বোঝাতে চেয়েছি।

রিসেলার একাউন্টে লগইন করুন এবং সফটওয়্যার ডাউনলোড করুন:

প্রথমে http://66.152.161.60:8998/ এই লিংকে গিয়ে ইউসার নেম test_hasmee এবং পাসওয়ার্ড Hasmee দিয়ে লগ ইন করুন।( এটা একটি ডেমো একাউন্ট, শুধু টেষ্টের জন্য) এবার মোবাইল বা পিসি ডায়ালারের জন্য একাউন্ট তৈরিকরুন।

মোবাইল ডায়ালার http://174.132.181.210:90/nitfone এই লিংকে যান তারপর আপনার মোবাইলের মডেল অনুযায়ী ডাউনলোড করে মোবাইলে ইনেষ্টল করুন। তারপর মোবাইল ডায়ালারটি Open করার পর Operator Code চাইবে এখানে 60633 দিন এবার যে ইউসার নেম এবং পাসওয়ার্ড দিয়েছেন তা দিয়ে লগ-ইন করুন।

পিসি ডায়ালার এর জন্য http://66.152.161.60:7880/pc2phone.msi লিংকে যান এবং ডাউনলোড করুন এবার আপনার ইউসার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন।

বি:দ্র: বাংলাদেশের কোন রিসেলার কে আমি PC2Phone টি ব্যাবহার করার জন্য ক্রেডিট দেইনা, কারন এটি বাংলাদেশি কলিং পলিসির বহির্ভূত। কিন্তু আপনাদের ট্রাইকরার জন্য দিচ্ছি কারন যদি আপনি আমার কাছথেকে রিসেলার হন তবে আপনার কষ্টমার বিদেশে থাকলে তাকে PC2Phone সার্ভিস টি দেওয়া লাগতে পারে। তাই আপনার বোঝার জন্য PC2Phone সিষ্টেমটি দিলাম।

ক্রেডিট কিভাবে কিনবেন:

যেহেতু বাংলাদেশে এই সার্ভিস টি আমিই ডিল করছি তাই ক্রেডিট আমার কাছথেকেই নিতে হবে। প্রথম টেষ্টের জন্য ১-৩ ডলারের ক্রেডিট নিলেই চলবে। এ ছাড়া বড় অংঙ্কের ক্রেডিটের জন্য টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আপনাদের অবগতির জন্য:

আপনাদের অবগতির জন্য বলছি আমাদের এই সার্ভিস টি একটি চ্যলেঞ্জিং কলিং সার্ভিস। আপনারা হয়ত Talki সার্ভিসটির নাম শুনেছেন, আমরা মূলত তাদেরই একটি পার্ট হিসেবে সার্ভিস দিচ্ছি। তাই কোন হেজিটেশন ছাড়াই আমাদের সার্ভিসটি অন্তত একবার ট্রাই করে দেখুন। তবে মনে রাখবেন আপনি যদি ব্যাবসায়িক ভাবে আমাদের সার্ভিস ব্যাবহার করেন তবে মাসে ২৫ হাজার টাকা ইনকাম করা সম্ভব ( যদি আপনি আপনার সার্ভিস ২০-২৫ জনের কাছে বিক্রি করতে পারেন)। আমার বাংলাদেশে এখন পরযুন্ত ৩৮ জন রিসেলার আছেন, অন্যান্য দেশে আছে ৮০০ শতাধিক।

সবাই ভাল থাকবেন, আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি।

হাশমী বিন মোস্তফা

মোবাইল:০০৮৮০১৭৩১৪৪৮৮০৯ (রাত ১১.০০-৩.০০ টা এর মধ্যে কল করবেন)

লাইভ চ্যাট: [email protected] (দুপুর ১২.০০-রাত ১১.০০ টা এর মধ্যে কল করবেন)

যেকোন তথ্য: [email protected]

Level 0

আমি হাশমী বিন মোস্তফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এক জন ছাত্র( ডিগ্রী BSS ২য় বর্ষে পড়ি)। IT কে আমার খুবই ভাল লাগে তাই IT কে আমার পেশা হিসেবে নিয়েছি। আমি আমার সামান্য জ্ঞানকে সবার সাথে শেয়ার করতে চাই, তার সাথে সাথে আমি যতটুকু জানি তাও জানাতে চাই। দোয়া করবেন অমার কর্ম যেন আপনাদের অন্তরে এন্থান পায়, আমার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমার মোবাইলের জন্য কি আছে সফটওয়্যরটি মডেল ৩১১০ ক্লাসিক

হাশমি ভাই আবার ও Thx…আপনার সাথে কথা বলবো।

ধন্যবাদ মোস্তফা ভাই, একেবারে ঠিক এই রকম নিয়ামবলীর একটি সাইট আমি ব্যাবহার করছি শুধু কম্পানী আলাদা। আপনার টিউন দুটি পড়ে আরো পরিস্কার ভাবে জিনিসটা বুঝতে পারলাম, আবারো ধন্যবাদ আপনাকে।

Level 0

tune er jonno thanks.ami bes kisu din dhore techtunes porsi.kalke hotat ai bapar ta chokhe porlo.Mostofa vai er ami duto tune e poresi. amio deser baire thaki. erokom akta bapar amio jani. ebong ami akjoner kas theke 100 dollar er credit o kinesi. kintu mostofa vai je bolsen tar kas theke kinte hole 3500 taka dite hobe 100 dollar nile kintu ami er cheye kome kinesi. erporeo onek bapar ase. mobile e internet er line thakte hoi dekha jai ami phone korar jonno joto khoroch korsi tar cheye net er bill dite hoi besi. jaihok pore ami wifi wala set kinesi ekhon basay router er madhome wifi diye kotha boli.kintu mostofa vai ami onek besi tk chaitesen.apni jevbae bolesen thik sevabei ami use kori.

apnara keu jodi edhoroner credit kinte chan tahole amar sathe jogajog korte paren ami apnader minimum 500 tk kome dite parbo. jodi besi kore nen tahole aro kome dite parbo.ekhan theke amar kono tk income korar ichse nai moteo. just kom khoroche jeno apnara kotha bolte paren se jonnoi.
contact korun: [email protected]
sajal

bai apni to khub vhalo kotha bolsee ami apneder akta kotha bolbo ata jodi apni sora sori card ba pin sell koren tahole daily apni 1000$ sell koren tahole apner daily kom kore holey income asbey 5000 taka
r jodi apni ami whole sell koren taholey apnader jodi 100 taka kore lab koren taholey daily apner 1000 tk monthly 30000taka.ater jonno apner 20-30 jon client dorker nai akta vhalo boro kono client paley cholbey..r akhaney service baper asey. service dik dia kisu kisu line asey best jemon Dolphin,Prime talk , mr, fast line ,Eagles, techno express. Ivsys,I-talk,A1 voip.. mulo to ai gula rate ta service er upor nirbor kore…

r hasmee baia apner rate ta to onek besi 2.50 apni to olpo dina kuti poti hoa jaben. ato lab korle to hobe na

আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য। আমাদের দেশে একটি কথা আছে ” সস্তার তিন অবস্থা”। এ কথাটা কাউকে হিট করার জন্য বলছি না, বলছি এই জন্য যে, ভালো মানের জিনিসের দাম বা রেট সব সময়ই বেশি হয়।

আমাদের দেশে কল করলে। মাদে বাংলাদেশ থেকে বাংলাদেশে। কত খরচ

Level 0

Bhi amader ekta ase plz wwwdotsvoiptelldotblogspotdotcom or call 01833543293