কিছু দিন আগে একটি টিউন দেখেছিলাম মজিলা ফায়ারফক্স ৪ আলফা সম্পর্কে । তারপর থেকেই আগ্রহ নিয়ে জানার চেষ্টা করি । আজ পেয়ে গেলাম মজিলা ৪ আলফা মিনি ফিল্ড । যা এখনও ফাইনালিভাবে রিলিজ হয় নি । মজিলা আলফা নিয়ে কিছু তথ্য পেলাম যে কত সময়ের মধ্যে এর কাজ শেষ হবে এবং আমরা ব্যবহার করতে পারব । আগষ্টে এর কাজ শুরু হয়েছে এবং সেপ্টেমবরে এর বেটা বা pre-release বের করা হয়েছে । অনেক ডাউনলোড লিংক কাজ করে নি তাই এটা পাওয়া কিছুটা কষ্টকর হয়েছে । আর এর নাম দেয়া হয়েছে Firefox 4 Alpha pre-release Minefield । সেপ্টেমবরের শেষের দিকে এর প্রয়োজনীয় এড অন তৈরির কাজ শেষ হবে । এবং নভেম্বরের মধ্যে এটি সকলের জন্য উন্মুক্ত করা হবে ।
এখান থেকে তথ্যটি পাওয়া https://wiki.mozilla.org/Firefox/Namoroka
ফায়ারফক্স কোম্পানি বলছে এটি এমনভাবে তৈরি করা হবে যা কিনা Google Crome, Opera থেকেও দ্রুত গতি সম্পন্ন হবে । তো একবার ডাউনলোড করে ব্যবহার করে দেখুন Mozilla Firefox 4 Alpha pre-release Minefield । এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন । সফটওয়ারটি মাত্র ৬.০৫ মেগাবাইটের । সকলকে ধন্যবাদ
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
Thanks for this news.