আমরা কম্পিউটার আর ইন্টারনেটের সবকিছু নিয়ে ভাবি কিন্তু হোমপেজ নিয়ে কখনো ভাবি কি? মনে হয় না। আসলে আমাদের হাতে সময় এত কম যে হোমপেজ নিয়ে ভাবার সময় হয় না।কিন্তু এমন একটা যদি হোমপেজ থাকত যে আমাদের অনেক কাজে লাগত তাহলে কত ভালই না হত।তাহলে আর চিন্তা না করে এখানে আসুন।আর দেখুন এতসুন্দর হোমপেজ আগে পেয়েছেন কি কখনো।
কি ইচ্ছা করছে তো এটাকে হোমপেজ বানাতে?
তাহলে আর দেরি না করে বানিয়ে ফেলুন। হোমপেজ কিভাবে সিলেক্ট করতে হয় তা প্রায় সকলেই জানেন তবুও যারা এখনো জানেন না তাদের জন্য বলছি।
কাজ হয়ে যাবে।
হোমপেজ টা এরকম দেখতে...............
এবার আলোচনা করা যাক এর ফ্যাসালিটি কি কি আছে?
এবার আলোচনা করব প্রধান ফ্যাসালিটি কি আছে?
দেখবেন সাইটটি তে উপরের ডান দিকে Customize অপশন আছে। ওখানে ক্লিক করুন।
আপনার হোমপেজ অপশনে My Sites এ যে সাইট গুলি শো করে সেগুলি এডিট হয়ে যাবে। এবার আপনি যে সাইটটা ইচ্ছা ডিলিট করে সেখানে আপনার দরকারি সাইটগুলির অ্যাড্রেস বসান।
মানে ধরুন ওখানে একটা সাইট আছে আপনার দরকার পড়ে না যেমন Wikipedia.org আপনি এটা মুছে ফেলে টেকটিউন্স রাখবেন, তাহলে আপনাকে কি করতে হবে ?
যাস্ট Wikipedia.org সিলেক্ট করে ডিলিট মেরে টেকটিউন্সের অ্যাড্রেস বসান techtunes.io এবার ব্যাস সেভ করে দিন। কাজ হয়ে গেল। এভাবে আপনার যে যে সাইট গুলি ভাল লাগে সেটার শর্টলিঙ্ক আপনার হোমপেজে করে নিন।
এছাড়াও সার্চ মারলে দেখবেন ডান দিকে Style অপশন আছে আপনি এখান থেকে পছন্দমত থীম সিলেক্ট করে ব্যবহার করতে পারেন।
আর এটা যে পৃথিবীর একটি জনপ্রিয় হোমপেজ এটা আমার কথা না গুগুলে সার্চ মেরেছিলাম Popular hompage খুজতে খুজতে এটা পেয়েছিলাম। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
লেখায় কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভাল লাগলে কমেন্ট করবেন।
আমি jiko। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 251 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিপুল এই প্রযুক্তির কতোটুকুই জানি? যতটুকুই বা জানি তা সবার সাথে শেয়ার করতে চাই।
shundor jinish ta share korar jonno thnx bro, bhalo thakben