ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় একটি হোমপেজ

আমরা কম্পিউটার আর ইন্টারনেটের সবকিছু নিয়ে ভাবি কিন্তু হোমপেজ নিয়ে কখনো ভাবি কি? মনে হয় না। আসলে আমাদের হাতে সময় এত কম যে হোমপেজ নিয়ে ভাবার সময় হয় না।কিন্তু এমন একটা যদি হোমপেজ থাকত যে আমাদের অনেক কাজে লাগত তাহলে কত ভালই না হত।তাহলে আর চিন্তা না করে এখানে আসুন।আর দেখুন এতসুন্দর হোমপেজ আগে পেয়েছেন কি কখনো।

কি ইচ্ছা করছে তো  এটাকে হোমপেজ বানাতে?

তাহলে আর দেরি না করে বানিয়ে ফেলুন। হোমপেজ কিভাবে সিলেক্ট করতে হয় তা প্রায় সকলেই জানেন তবুও যারা এখনো জানেন না তাদের জন্য বলছি।

  • ১। ইন্টারনেট এর মেনুবারের টুলস অপশনে যান।  বা Alt+T প্রেস করুন।
  • ২।এবার টুলস অপশনের সবচেয়ে নিচে Internet Options / Options  এ যান।
  • ৩।এবার হোমপেজ অপশনে http://www.vbvsearch.com/ এটা বসান।
  • ৪।ক/Mozilla firefox ইউসার রা জাস্ট Ok টিপে দিন।
  • ৪।খ/Internet Explorer ইউসার রা  Apply  করে Ok টিপে দিন।

কাজ হয়ে যাবে।

হোমপেজ টা এরকম দেখতে...............

এবার আলোচনা করা যাক এর ফ্যাসালিটি কি কি আছে?

  • ১।এতে ডাইরেক্ট Google সার্চ পাবেন। এছাড়াও Yahoo, Bing , Aol , Ask এই সব সার্চ গুলি বিনা খাটনিতে পাবেন।
  • ২।Mail site গুলি যেমন Gmail, Yahoo, Rediff, Aol, Hotmail এগুলির ডাইরেক্ট link পাবেন।
  • ৩।Friend দের সাথে Connected  থাকার জন্য যে পপুলার Social networking site গুলি আছে  যেমন Facebook, Orkut, Myspace  ইত্যাদির ডাইরেক্ট link পাবেন।
  • ৪।এছাড়াও নিউস পড়ার জন্য, শপিং করার জন্য, মিডিয়ার ডাইরেক্ট link পাবেন।

এবার আলোচনা করব প্রধান ফ্যাসালিটি কি আছে?

দেখবেন সাইটটি তে উপরের ডান দিকে  Customize অপশন আছে। ওখানে ক্লিক করুন।

আপনার  হোমপেজ অপশনে My Sites  এ যে সাইট গুলি শো করে সেগুলি এডিট হয়ে যাবে। এবার আপনি যে সাইটটা ইচ্ছা ডিলিট করে সেখানে আপনার দরকারি সাইটগুলির অ্যাড্রেস বসান।

মানে ধরুন ওখানে একটা সাইট আছে আপনার দরকার পড়ে না যেমন Wikipedia.org  আপনি এটা মুছে ফেলে টেকটিউন্স রাখবেন, তাহলে আপনাকে কি করতে হবে ?

যাস্ট Wikipedia.org  সিলেক্ট করে ডিলিট মেরে টেকটিউন্সের অ্যাড্রেস বসান  techtunes.io এবার ব্যাস সেভ করে দিন। কাজ হয়ে গেল। এভাবে আপনার যে যে সাইট গুলি ভাল লাগে সেটার শর্টলিঙ্ক আপনার হোমপেজে করে নিন।

এছাড়াও সার্চ মারলে দেখবেন ডান দিকে Style অপশন আছে আপনি এখান থেকে পছন্দমত থীম সিলেক্ট করে ব্যবহার করতে পারেন।

আর এটা যে পৃথিবীর একটি জনপ্রিয় হোমপেজ এটা আমার কথা না গুগুলে সার্চ মেরেছিলাম  Popular hompage খুজতে খুজতে এটা পেয়েছিলাম। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

লেখায় কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভাল লাগলে কমেন্ট করবেন।

Level 0

আমি jiko। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 251 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিপুল এই প্রযুক্তির কতোটুকুই জানি? যতটুকুই বা জানি তা সবার সাথে শেয়ার করতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

shundor jinish ta share korar jonno thnx bro, bhalo thakben

khub valo laglo…..thanks

খুব সুন্দর শেয়ার একটু আগেই হোম পেজ বানালাম এইটাকে।

Nice

Level 2

জটিল টিউন। কিন্তু আমি তো মোজিলা তে হোম্পেজ খুইজা পাইতাসি না 🙁 ইন্টারনেট এক্সপ্লোরার এ পাইসি, কিন্তু মজিলা তে পাচ্ছি না, কি করা যায় ?

Level 2

sorry, Homepage চোক্ষের সামনে থাইকাও পাই নাই 😛

    Level 2

    এখন পাইসি

      @Rohan: টেনশনে ফেলে দিয়েছিলেন। যাক পেলেই আমি খুশি।

X_otil…. ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ শেয়ার করার জন্য।
http://curebd.blogspot.com/

    @curebd: আপনাদের জানাতে পারলেই আমার সার্থকতা।

    @curebd: আপনার ওয়েবসাইটটা দেখলাম ভাল লাগল শরীর সুস্থ রাখার টিপস দেয়ার ভাল প্রয়াস। পারলে আমারটাও একবার দেখেন এখনও পুরো কাজ শেষ হয়নি তবে ভাল লাগবে নিশ্চিত http://www.jikoraj.webnode.com

jiko vai homepage somosya niye bohu din dhore vhugchilam. thanks a lot.

Level 0

Many many thanks for sharing. It will be a useful item 4 me as I hope.
Also I wish U and all the visitors of T EID MUBARAK.

Nice!

ভাই আমি এতদিন ধরে এই মালটাকে খুজতাসি…ধন্নবাদ বস জিনিস টা পোস্ট করার জন্য…
আমি একটা সমস্যায় পরসি।পারলে কেউ সাহায্য করেন।আমার স্টার্ট মেনু নিচ থেকে উপরে চইলা গেসে পারলে কেউ একটু নিচে নামাই দেন…।ধন্নবাদ আমার কমেন্ট টা পরার জন্য।।

    @MD.MASUDUR RAHMAN: ভাই আপনি স্টার্ট মেনুতে রাইট ক্লিক করে প্রপারটিস অপশনে ক্লিক করুন, এবার টাস্ক বার সিলেক্ট করুন। Taskbar location on screen আপনার Top হয়ে আছে ওটাকে Bottom করে দিন। এবার Apply করে OK করে দিন কাজ হয়ে যাবে।

Level 0

I am speech less for the tune. It’s really so much interesting.

Level 0

customize করে use করা শুরু করে দিলাম………।। Thanks a lot ……

valo legase

Level 0

Nice Tips

Level 0

chokham baber…..chalay jan boss.

    @mukulali: chokham baber স্পেলিং টা বুঝতে পারছি না যাই হোক ধন্যবাদ।

Level 0

ip change hoye gele , customize change hoye jabe naki?

দারুন হয়েছে। অসংখ্য ধন্যবাদ।

Level 0

vai,onek onek dhonnobad.darun post korecen.

Level 0

আপনাকে ও ধন্যবাদ। “chokham baber” হল “josh” এর rajshahi verson.