আসো বন্ধুরা আমরা শেয়ার করি তথ্য ও প্রযুক্তি বিষয়ক আমাদের নিজের লেখা

আজ আমি তোমাদের আর একটি নতুন ওয়েব সাইটের সাথে পরিচয় করিয়ে দিব। যেখানে আমাদের সবার প্রিয় টেক টিউনের মত নিজেরা নিজেদের লেখা প্রকাশ করতে পারব। এখানে তোমাকে সব কিছু টেকটিউনের মতই করতে হবে। প্রথমে রেজিষ্ট্রেশন কর এর পর লগ ইন করে নিজের লেখা লিখে পাবলিষ্ট করে দেও। তবে মজার ব্যাপার হচ্ছে এই সাইটে তুমি যে কোন তথ্য প্রযুক্তির লেখা দিতে পারবে এতে কোন বাধ্য  বাধকতা নাই। তাহলে চল আজই আমরা টিউন করা শুরু করি এবং জানিয়ে দেই আমাদের জানা কথাগুলো সবাইকে। সাইটে প্রবেশ করতে এখানে ক্লিক কর

Level 2

আমি আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি বুজতে পারছি না যে টেকিউনস থাকতে অন্য সাইটে যাওয়া বা লেখা পোষ্ট করার প্রয়োজন কি?

যেখানে কোন বাধ্য বাধকতা নেই সেটা কি কোন সাইট হতে পারে ?

“তবে মজার ব্যাপার হচ্ছে এই সাইটে তুমি যে কোন তথ্য প্রযুক্তির লেখা দিতে পারবে এতে কোন বাধ্য বাধ্যকতা নাই।” ভাই আমি সেক্স এবং আত্মঘাতী হামলার জন্য যেসব প্রযুক্তি ব্যবহার করা হয় সে বিষয়ে পোষ্ট করবো। করা যাবে তো? বললেন কোন বাধ্যবাধকতা নাই । বাধ্যবাধকতা না থাকলে………..? আর বললাম না।
আমার মনে হয় আমার জন্য টেকটিউনস -ই যথেষ্ট। ধন্যবাদ শেয়ার করার জন্য।

ইদানিং দেখছি টেকনোলজি সম্পর্কি প্রচুর নতুন ব‍ল্গ ও ওয়েব সাইট বানানো হচ্ছে। তবে মজার ব্যাপার হলে সেগুলোয় কোন নতুনত্ব নাই। এই টেকনিউনস ইষ্টাইলে লেখা। নতুন কিছু যদি না পাই তবে ওখানে গিয়া বা লিখে লাভ কি। সরি ফর নেগেটিভ কমেন্ট।

টিটি তে আছি , টিটিতেই থাকবে ! যতদিন ব্লগের সাথে থাকি 🙂

valo site ami eikhane post kori

যে যাই বলেন ভাই আমরা সোনার হরিণ চাই….যে বোঝার সে ঠিকই বুঝবে আর যে বোকা সে কিছুই বুঝবে না…

টেকটিউনস প্রযুক্তির ব্লগের ক্ষেত্রে বিপ্লব এনেছে তাতে সন্দেহ নেই। কিন্ত বাংলা ভাষায় প্রযুক্তির সব তথ্য সাধারন মানুষের কাছে পৌছে দিতে এ রকম সাইট আরো দরকার আছে। আমি তাতে খারপ কিছু দেখি না। ধন্যবাদ আকাশ ভাই। চেষ্টা চালিয়ে যান। সময় পেলে যাবো আপনার সাইটে।

@shoaib00005: ভাই আপনারে তো আমি মাথা মোটাদের দলে রাখতে চাচ্ছি’; Mind করবেন???? TT থাকতে আমি মনে করিনা আর কোন Site দরকার। একের ভিতর সব থাকতে আমরারে আন্নে কেন অন্য আনে যাইতে কইচেতেন???

@shoaib00005: ভাই একটু ভুল হইছে। Comments টা আপনার জন্য না। Only for the Tuner of this Post.