ভাইরাস আমাদের জন্য একটি অভিশাপের মত । ভাইরাস আক্রান্ত হলে বা ভুলবশত অনেক সময় আমাদের কম্পিউটারের ড্রাইভ ফরমেট হয়ে যায় । আবার আমরা অনেক সময় আমাদের প্রয়োজনীয় ফাই অপ্রয়োজনীয় ভেবে ডিলেট করে ফেলে দেই । তখইনই পরতে হয় সমস্যার মধ্যে । কিন্তু হারিয়ে যাওয়া ফাইল কি আর সম্পূর্নরুপে ফেরত পাওয়া যায় তারপরও আমি অনেক রিকোভারি সফটওয়ার ব্যবহার করেছি । সবগুলোর মধ্যে এটি ভাল কাজ করেছে । সফটওয়ারটির নাম Recover My Files । এটার এখন নতুন ভার্সন বের হয়েছে 3.9.8.6472 ।
যেসব ফাইল রিকোভার করা যাবেঃ
# Recover deleted email
# Recover deleted documents
# Recover deleted archives
# Digital Photo recovery
# Recover deleted music and video
একবার ট্রাই করে দেখুন সফটওয়ারটা আপনার কাজের কি না । এটি Fat , Fat 32 , Ntfs ফরমেটেও রিকোভার করা যায় । যেকোন মেমোরি কার্ড , পেনড্রাইভ ইত্যাদি্ও রিকোভার করা সম্ভব । সফটওয়ারটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন ।
আর সিরিয়াল কী হলঃ
সিরিয়াল কে এখানে পাবেন http://www.multiupload.com/WR17Z4TQLS
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
ধন্যবাদ ভাইয়া