আমরা অনেকেই ইন্টারনেটে ফাইল আপলোড করে থাকি । কিন্তু আমরা একটি ফাইল কয়েকটি ওয়েবসাইটে আপনলোড করার সময় প্রত্যেক ওয়েব সাইটে একবার করে আপলোড করতে হয় যার ফলে একদিকে যেমন সময় নষ্ট হয় তেমনি মাঝে মাঝে ভোগান্তির স্বিকার হতে হয় । মানে হল কেউ যদি রেপিডশেয়ারে আপলোড করেন তাহলে দুর্গতির আর শেষ থাকে না একজন ডাউনলোড করলে অন্যজনকে বসে বসে মশা মারতে হয় । যাইহোক আজকে আমি আপনাদের একটি ওয়েবসাইটের নাম বলব যার মাধ্যমে আপনি একবার আপলোড করলেই জনপ্রিয় ৯ টি সার্ভারে আপলোড হয়ে যাবে। এছাড়া এর আরও সুবিধা আছে তা হল আপনি ইচ্ছা করলে সরাসরিও ডাউনলোড করতে পারবেন । আর একবার আপলোড করেই দেখুন স্পিড টা কেমন ।
যেসব ওয়েব সার্ভারে আপলোড করা যাবেঃ
তো এখন থেকে অন্য ওয়েবসাইট থেকে আপলোড কেন ? আপলোড তো করবেন http://www.multiupload.com/ এখান থেকেই । এটি সম্পূর্ন ফ্রি এবং আনলিমিটেড আপলোড স্পেস। ভাল লাগলে অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না যেন । আশা করি প্রত্যেকেই এটা জেনে খুশি হলেন। সকলকে ধন্যবাদ ......................
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
দরকারি জিনিস ।