আমি একজন নতুন টিউনার।এটা আমার প্রথম টিউন।এই বিষয়ে এর আগে টিউন হয়েছে বলে আমার জানা নেই।
ফেসবুক এ আমাদের প্রায় সবারি আইডি আছে।কিন্তু প্রতিদিন একইরকম পটভূমি দেখাটা বিরক্তিকর।তাই আপনি চাইলে আপনার ফেসবুক এর পটভূমি পরিবর্তন করতে পারেন সহজেই।এর জন্য আপনাকে যা করতে হবে তা হলঃ
১। https://addons.mozilla.org/en-US/firefox/addon/stylish/ এই লিঙ্ক থেকে অ্যাড অনটি নামিয়ে নিন
২। অ্যাড অনটি ইন্সটল হলে এই লিঙ্ক এ যান
https://userstyles.org/styles/browse/facebook/
৩। এবার আপনার পছন্দমত যেকোনো একটি স্ক্রীন বেছে নিন।
৪। Install with Stylish এ ক্লিক করুন
৫। এবার দেখবেন আপনার চিরচেনা ফেসবুক বদলে গেছে।
৬। প্রয়োজনে ফায়ারফক্স রিস্টার্ট করে নিন।
আমি স্ক্রীনশট ভালভাবে দিতে পারি না তাই স্ক্রীনশট দিলাম না।তবে স্ক্রীনশট ছারাই এ কাজ করতে পারবেন।
আমি Ochena Balok। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো, কিন্তু এইটা শুধু আপনিই আপনার উক্ত ব্রাউজারে দেখতে পারবে। অন্য কেউ আপনার প্রোফাইল এমন দেখবে না। আর আমি যতদূর শুনেছি এতে পিসি স্লো হয়ে যায়। ভূল হলে ক্ষমা করবেন।