IP address কি? আসুন একটু জানার চেস্টা করি

ইন্টারনেট ব্যবহারকারি প্রত্যেকের একটি নিজসব পরিচিতি থাকে যা সাধারনত কতগুলি নিউমেরিক্যল নম্বর দারা প্রকাশ করা হয়, যেমন-195.24.53.107। এই সাংকেতিক নম্বর গুলিই IP address নামে পরিচিত। IP address এর প্রথম চারটি নম্বর হলো খুব গুরুত্তপূর্ন। প্রথম চারটি নম্বর দেখেই বলে দেওয়া যায় নেটওয়ার্ক টি কি ধরনের এবং এর হোস্ট কে। IP address  এই চারটি নম্বর octets নামে পরিচিত, কারন এদের প্রত্যেকের binary form এ আটটি করে স্থান আছে।

এই চারটি নম্বরকে বিভিন্ন শ্রেনীতে ভাগ করে IP address তৈ্রী করা হয়ঃ-

  1. class A: এই ক্লাস এর IP address সাধারনত খুব বড় নেটওয়ার্ক সার্ভিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমনঃ বড় বড় আন্তর্জাতিক কোম্পানি। এই সমস্ত IP address এর প্রথম octet টি হয় 1 থেকে 126 এর মধ্যে।
  2. class B: এই ক্লাস এর IP address সাধারনত মিডিয়াম নেটওয়ার্ক সার্ভিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমনঃ বড় বড় কলেজ ক্যাম্পাস। এই সমস্ত IP address এর প্রথম octet টি হয় 128 থেকে 191 এর মধ্যে।
  3. class C: এই ক্লাস এর IP address সাধারনত ছোট থেকে মিডিয়াম সাইজের বিজনেস নেটওয়ার্ক সার্ভিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়।এই সমস্ত IP address এর প্রথম octet টি হয় 192 থেকে 223 এর মধ্যে।
  4. class D: এই ক্লাস এর IP address সাধারনত multicasts (স্পেশাল গ্রুপ আ্যড্রেস) নেটওয়ার্ক সার্ভিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়।এই সমস্ত IP address এর প্রথম octet টি হয় 224
  5. Class E: 225 দিয়ে শুরু এই IP address ব্যবহার করা হয় সাধারনত গবেষনার ক্ষেত্রে।
  6. Loopback : 127.0.0.1 এই ধরনের IP address ব্যবহার করা হয় loopback এর ক্ষেত্রে। অর্থাৎ troubleshooting এবং নেটত্তয়ার্ক টেস্টিং এর ক্ষেত্রে। আপনার IP address 127.0.0.1 এই আকার ধারন করলে জানবেন, আপনার কার্‌্যকলাপ চেকিং করা হচ্ছে।
  7. Broadcast - Broadcast ম্যসজ সবসময় 255.255.255.255 এই ধরনের IP address ব্যবহার করে।

আপনার আসল IP address এর অবস্থান কি জানতে হলে এই লিঙ্ক এ জানঃ http://www.ip2location.com/

আপনি যদি IP address এর সাহয্যে  আপনার ভিজিটরের অবস্থান জানতে চান, তাহলে লিঙ্ক এ জানঃ

http://www.ip2location.com/free.asp

কারো কিছু জানার থাকলে, আমাকে জানাতে পারেন।

Level 0

আমি ranykolkata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ami techtune k atotai apon kare niyechi j r visitor hoye thakte parlam na, tuner hoye gelam. doya karben ami jeno bhalo bhalo tune apnader upohar dite pari. place - kolkata country- India


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক দিন পর টেকটিউনসে ঢুকতে পেরে দমবন্ধ পরিবেশের অবসান হলো। আইপিভি ৬ এর উপর কিছু লেখবেন আশা করি।

    ধন্যবাদ আপনাকে। ইনসাল্লাহ্ আইপিভি ৬ এর উপর কিছু লেখার চেস্টা করব। সবাই ভাল থাকবেন।

Level 0

ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ আপনাকে এমন একটি লিখা দেবার জন্য
আমাদের কাজে আসবে

ভাল লেখা। ধন্যবাদ।

    ধন্যবাদ আপনাকে

আপনার টিউনটি ভাল হয়েছে। কিছু ভাল তথ্য পেল। ধন্যবাদ ।

Level 0

ranykolkata

ধন্যবাদ ভাই, অনেক তথ্য পাওয়া গেলো ।

সুন্দর টিউন ।

ভাই, আইপি এড্রেস কি মোবাইল কোম্পানি কর্তৃপক্ষ নির্ধারিত করে দেয়? সেটি কি ডিভাইস সাথে সংযুক্ত থাকে নাকি সিমের মধ্যে? যদি মোবাইল নাম্বারটি চেঞ্জ করে অন্য ডিভাইস টি চালোনো হয় সেক্ষেত্রে কি আইপি এড্রেস পরিবর্তন হয়ে যাবে? যদি এমন হয় ভিন্ন ভিন্ন মোবাইল কোম্পানির পাওয়া সিম টি একি ডিভাইসে চালানো হয় সেক্ষেত্রে কি আইপি এড্রেস কি একি থাকবে নাকি পরিবর্তন হয়ে যাবে?