এবার ব্রাউজার (গুগল ক্রোম) দিয়েই ব্রাউজ করুন অন্যের কম্পিউটার

শুরুতেই জানাই টেকটিউনসসের সকল বস্‌দের সালাম।কেমন আছেন আপনারা? আমি চরম ভাল আছি 😀 এবং সবসময়ই ভাল থাকি 😉 আশা করি আপনারাও আমার মতো ভাল আছেন। আজকের টিউনটির বিষয় গুগল ক্রোম এক্সটেনশন Chrome Remote Desktop।এটি নিয়ে এখানে কোন টিউন হয়েছে কিনা আমি জানি না যদি হয়ে থাকে তাহলে মডারেটরকে অনুরধ করব টিউনটি খুব দ্রুত মূছে ফেলার জন্য।আর কোন ভুল ত্রুটির জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।যাইহোক চলেন কাজের কথায় যাই 🙂

আপনারা হয়তো কেউ কেউ Chrome Remote Desktop BETA ব্যবহার করেছেন কিন্তু আমার মতো অনেকেই আছে যারা হয়তো ব্যবহার করেন নি।তাই আজকের টিউনটি মুলত তাদের জন্য যারা আমার মতো নতুন।যারা গুগল ক্রোম ব্যাবহার করেন না তারা হয়তো কেউ কেউ আজকের পর থেকে ক্রোম ইউজার হয়ে যাবে।

আমরা অনেকেই রিমোট পিসি কন্ট্রোলার হিসাবে টিম ভিউয়ার ব্যবহার করেছি।অনেক উপকারি এবং মজার একটি সফটওয়ার।Chrome Remote Desktop এর কাজটা মোটামুটি একই রকম।

এবারে গুগল মামা আনল Chrome Remote Desktop এর বিটা ভার্সন।ইউজারদের কাছ থেকে ফিডব্যাক পাবার জন্য পরিক্ষামূলক উদ্দেশ্যে রিলিজ করলো।তো চলেন দ্যাইখা লই এর ফিচারগুলা 😛

>রিমোট প্রযুক্তি এবং ইউজারদের কাছ থেকে ফিডব্যাক।

>ওয়ান টাইম কোডের মাধ্যমে অন্য কম্পিউটারের ডাটা শেয়ার এবং একসেস্‌।

>এটি একটি ক্রোস প্লাটফর্ম এক্সটেনশন অর্থাৎ এটি উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সব

অপারেটিং সিস্টেমেই চলবে।

>এখানে তথ্য আদান প্রদানের জন্য গুগল টকের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

যাইহোক এখন দেখা যাক এই এক্সটেনশনটি ব্যবহার করার জন্য আমাদের কি কি সাপোর্ট থাকা দরকার।ইউজার দুজনের প্রত্যেকের পিসিতে এক্সটেনশনটি ইন্সটাল থাকতে হবে প্লাস একটি নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ।আর কিছুই না।

এক্সটেনশনটি ডাউনলোড এবং ইন্সটল করতে প্রথমে এখান ক্লিক করুন(১৯.১ এমবি ;))

এখন Add to Chrome এ ক্লিক করুন এবং আপনার গুগল মেইল দিয়া সাইন ইন করুন।এরপর দেখবেন ডাউনলোড এবং ইন্সটল হয়ে যাবে।

এর পরের উইন্ডোটা এই রকম…

Continue তে ক্লিকান

                                                                                              Allow access এ ক্লিকান

মারেন শেয়ার 😉

এইহলো আপনার ১২ ডিজিটের কোড যেটি আপনি আপনার পার্টনারকে সরবরাহ করবেন আথবা তার কোডটি আপনাকে ব্যবহার করতে হবে।

এখন শুধু কানেক্ট করবেন।

এই হলো আপনার পার্টনারের ডেস্কটপ।একই ভাবে এই কাজ গুলা দুটি কম্পিউটারেই করতে হবে।

কোন প্রকার হেল্পের জন্য এখানেক্লিকান।এটা হলো আপনার জন্য গুগল মামার তৈরি হেল্প লাইন 😛

আর অ্যাপস্‌টির ইউজার রিভিউ দেখতে চাইলে এখানে ক্লিকান।সবই মামার জিনিস :D।আমি মূলত এইসব তথ্য সূত্র ব্যবহার করেই পোষ্টটি করলাম।

সবাই ভাল থাকবেন

Level 0

আমি Walking Man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.facebook.com/freemaan


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Post er jonno Thanks, Kaj hole double thanks……….

    আপনাকে স্বাগতম সবুজ ভাই।কাজ অবশ্যই হবে।

টেকটিউনসের হলো কি ? কোন কমেন্ট শো করেনা কেন ? মডুদের দৃস্টি আর্কষন করছি ।

    সহ মত সাব্বির ভাই।এর আগে বেশ কয় একটা কমেন্ট করা হয়েছিল কিন্তু তার একটাও শো করছে না। 🙁

দারুন

অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

    আপনার সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আতাউর ভাই 😀

দারুন হয়েছে ।

    অনেক ধন্যবাদ @HYBRID CLONE

কাজের টিউন।

খুবই খুবই খুবই সুন্দর এবং দরকারী জিনিস দিলেন মামা। আপনারে ধন্যবাদের থাইকা যদি বডো কোন জিনিস থাকে সেইডা দিলাম।

মামা…?!!!! 😛 😛 থ্যাঙ্কু ভাইগ্না 😉

😀 😀

বেশ ভালো। :mrgreen: