আপনি যদি কিছু মৌলিক নিয়ম মেনে চলেন এবং আপনার ব্লগটিকে আপনি প্রফেশনাল ভাবে নিয়ে কাজ করেন, পাশাপাশি আজকের শেয়ার করার টিপস গুলো যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনার নতুন ব্লগে গুগল অ্যাডসেন্স অনুমোদন পাবেন।
যাদের টিউটোরিয়াল আর্টিকেল এর থেকে ভিডিও পছন্দ তারা এই ভিডিও দেখলে অনেক কিছু ক্লিয়ার হবে
আমি আমার শুভাকাঙ্খিদের সব সময় বলি যে সাইট করুন না কেন কনটেন্ট যেন হয় ইউনিক এবং কপিরাইট মুক্ত। আসলে আপনি যত পপুলার ওয়েবসাইট বানান না কেন, আপনার কনটেন্ট যদি হয় কপিরাইট যুক্ত সেই সাইটের কোন ভ্যালু নাই। এই সব সাইট দিয়ে ইনকাম করতে পারবেন না। এমনকি গুগল এডসেন্সও পাবেন না।
যদি আপনি ব্লগ অথবা নিউজ সাইট তৈরি করেন তাহলে অবশ্যই নিজে লিখা পাবলিশ করবেন। হয়তো কারো কনসেপ্ট কপি করতে পারেন কিন্তু সেটা হুবুহু না।
কপিরাইট মুক্ত সাইট তৈরি করেও আপনি গুগল এডসেন্স না পেতে পারেন। এমন কিছু ধরনের লিস্ট নিচে দেওয়া হল যেই সাইট তৈরি করলে নিজের কনটেন্ট থাকলেও এডসেন্স পাবেন না।
সাইটের থিম নির্বাচন গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আপনার যদি থিম নির্বাচন ঠিক না থাকে তাহলে সাইটে কখনও গুগল এডসেন্স পাবেন না।
থিম নির্বাচন করবেন এমন থিম যেটার খুব বেশি কালার নেই মানে খুব কালারফুল থিম নির্বাচন থিকে বিরত থাকুন। গুগল কখনও কালারফুল থিম পছন্দ করে না। গুগল সব সময় সিম্পল থিম পছন্দ করে। যেই থিমে ইউজার আপনার সাইটে প্রবেশ করে খুব সহজেই সাইটের সকল কন্টেন্ট পাওয়া সেই থিম সিলেক্ট করুন। গুগল ডট কম দেখুন তারা তাদের সার্চ ইঞ্জিন শুধু সাদা কালার এর উপর ডিজাইন করেছে। তেমনি আপনি আপনার সাইট সিম্পল রাখবেন আশাকরি।
সাইটে ক্রাক থিম ব্যবহার করবেন না। আমরা অনেকেই আছি নেটে একটা প্রিমিয়াম থিম আছে সেটা পেয়েই ব্যবহার করে দেয়। আসলে এটা কপিরাইট খাবেন যখন ধরা খাবেন। কারণ এই থিম এর লাইসেন্স আপনার কাছে নেই। ইন্টারনেটে ফ্রি পাওয়া যায় এমন থিম ব্যবহার করা চেয়ে ফ্রি থিম ব্যবহার করাই উত্তম।
কিছু গুরুত্বপূর্ণ পেজ রয়েছে যা আপনার ব্লগে অ্যাডসেন্স এপ্রুভ পাওয়ার জন্য অবশ্যই থাকতে হবে। এই পেজ গুলো হচ্ছে:
About
Contact us
Privacy policy
Terms and condition
About : এই পেজে আপনার ওয়েবসাইট এবং ওয়েবসাইটের লেখক দের সম্পর্কে বিস্তারিত লিখতে হবে। যাতে ওই লেখাটি পড়ে যে কেউ আপনার ওয়েবসাইট কি ধরনের, এখানে কি কি কনটেন্ট প্রকাশ করা হয় এবং এটি কারা পরিচালনা করে সেই বিষয়ে খুব সহজেই যেন একটি পরিষ্কার ধারণা পায়।
Contact us: এখানে আপনার সাথে পাঠকদের বা ভিজিটর দের যোগাযোগ করার কোন মাধ্যম দিয়ে দিতে হবে। সেটি হতে পারে কন্টাক্ট ফর্ম, ইমেইল এড্রেস, ফোন নাম্বার, ফেসবুক পেইজ এর লিংক ইত্যাদি ইত্যাদি।
Privacy policy: এই পেজে আপনাকে কিছু বিষয়ে ইউজারকে ক্লিয়ার করতে হবে। অর্থাৎ আপনি ইউজারের ডাটা কিভাবে কালেক্ট করছেন, কেন কালেক্ট করছেন, সেই ডাটা গুলো কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে লিখে দিতে হবে।
আমি জাহিদ আসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।