Qubee নাকি Banglalion? ব্যবহারকারীর অভিজ্ঞতা থেকে

আমার এক বন্ধু Wimax কানেকশন নেয়ার ব্যপারে প্রশ্ন করে বলেছিল যে, কোনটি নিলে ভাল হবে, Qubee নাকি Banglalion? আমি তাকে সহায়তা করার জন্য আমার নিজের ও আশেপাশের ব্যবহারকারীদের অভিজ্ঞতা এবং এই দুটি Winmax কোম্পানির বর্তমান প্যাকেজ বিশ্লেষণ করে যা পেলাম, আমি তা আমার বন্ধুকে জানালাম। পরে ভেবে দেখলাম এটি টেক টিউন এর টিউনারদের সাথে শেয়ার করি। আর তাই এই টিউন টি করলাম। আমি যা জেনেছি তা হচ্ছে-

কাস্টমার কেয়ার, নেটওয়ার্ক কভারেজ, প্যাকেজের মূল্য ইত্যাদি বেশীরভাগ ক্ষেত্রেই Qubee এবং Banglalion একই মুদ্রার এপিঠ ওপিঠ (তবে যারা Unlimited প্যাকেজ ব্যবহার করেন তারা Qubee কেই বেশি প্রাধান্য দিলেন) এ বিষয়ের ওপর দুটি লিঙ্ক দিলাম লিঙ্ক১লিঙ্ক ২, পড়ে দেখতে পারেন। যাহোক, পার্থক্য যা পেলাম তা হল, আপনি যখন প্রথম Modem কিনবেন, সে সময়ের মূল্যের ক্ষেত্রে (USB Modem এর জন্য প্রযোজ্য)। আমি আপনাদের সুবিধার জন্য এর একটি বিবরণ দিলাম।

Qubee Prepaid: Modem এর মূল্য ২০০০ টাকা, সাথে ৭০০ টাকার প্রিপেড কার্ড ফ্রি, যা দিয়ে আপনি 4GB পর্যন্ত Data Use limit পাবেন। এদের ১০০, ৪০০ এবং ৭০০ টাকার প্রিপেড কার্ড রয়েছে। আরেকটি বিষয় দেখতে পেলাম তা হচ্ছে, আপনি যদি স্পিড কম বা বেশি করেন তাহলে Use Limit কম বেশি হয়। যেমন আপনি যদি ৪০০ টাকার কার্ড কেনেন এক্ষেত্রে 1mbps এ 1GB, 512kbps এ 1.5GB  এবং 256kbps 2GB পাবেন, এ হিসাবে ৭০০ টাকার কার্ডে আপনি 4GB পর্যন্ত পেতে পারেন।

Banglalion Prepaid: Modem এর মূল্য ১৫০০ টাকা, সাথে কোন কিছু ফ্রি নেই। এদের ৩০০ ও ৬০০ টাকার প্রিপেড কার্ড রয়েছে। স্পিড 1mbps ও 512 kbps, কিন্তু যে স্পিড ই আপনি ব্যবহার করেন না কেন ৩০০ তাকায় 1GB ও ৬০০ টাকায় 2.5GB পাবেন। এদের একটি সমস্যা হচ্ছে, যখনই আপনি নতুন কার্ড রিচার্জ করবেন সাথে সাথেই এরা আপনার Use Limit থেকে ১০০ মেগাবাইট কেটে নেবে। অর্থাৎ আপনি যদি 1GB কার্ড রিচার্জ করেন আপনি পাবেন ৯০০ মেগাবাইট।

Qubee Postpaid: Modem এর মূল্য ১৫০০ টাকা, প্রথম মাসে আপনি যে প্যাকেজ ই ব্যবহার করেন না কেন আপনি তাতে ১০০০ টাকা ছাড় পাবেন।  অর্থাৎ Modem এর মূল্য দাঁড়াচ্ছে ৫০০ টাকা। এদের আরেকটি ছোট প্যাকেজ আছে 256kbps 3GB, প্রথম মাস ফ্রি সহ Modem এর মূল্য ১০০০ টাকা। অর্থাৎ Modem এর মূল্য দাঁড়াচ্ছে ১০০০-৬৩২(১ম মাসের বিল) = ৩৬৮টাকা।

Banglalion Postpaid: Modem এর মূল্য 1000 টাকা, সাথে কোন কিছু ফ্রি নেই। অর্থাৎ আপনি যে প্যাকেজ নিতে চান তার মুল্য এর সাথে যোগ করতে হবে। এদের সর্বনিম্ন প্যাকেজ এর মূল্য ৭৫০ টাকা।

আশাকরি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। আমার দেয়া তথ্যে কোন ভুল থাকলে মন্তব্যের মাধ্যমে জানানোর অনুরোধ রইল।

বিঃ দ্রঃ Winmax কোম্পানিগুলো যে কোন সময় তাদের প্যাকেজ ও Modem এর মূল্য পরিবর্তন করতে পারে।

Level 0

আমি SamuraixBD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

qubee unlimited fup onujaiee 30 gb er por spd 128 kore dei, jodio ami 50gb 512 tei namaisi, ekhn baraise kina jani na, banglalion e 4 hour por por disconnect korte hoi, regular ei rule na manle 256 kore dei. tobe choto package er jnne qubee best–500tk,256kbps–3gb///630tk–256kbps–5gb

    @unknwon: Banglalion Modem কম দামে পেতে যোগাযোগ করতে পারেন…
    সাকিব বাংলালায়ন – ০১৬৭৬৭৬৭০১৭ (একজন সফল মার্কেটার) । যাবতীয় তথ্য আর কম দামে মোডেম পেতে সে খুবি নির্ভরশীল । আমি তার কাছ থেকেই নিয়েছি… আর এখন পর্যন্ত সে আমার কাছে বাংলালায়নের কাস্টমার কেয়ার । 😀

Qubee এর মত খারাপ জিনিষ নাই। সাপোর্ট পেতে ২মাসের উপরে সময় লাগে। ফোন করলে ধরেনা। একবার আপনার আইডি থেকে কয়েকবার যদি কম্প্লেন করে, তাহলে পরে আপনার আইডি শুনলেই কল কেটে দেয়। আর বেশি জালাইলে ইচ্ছামত মেগাবাইট কাটে। আমার ৭৪৪ মেগাবাইট কাটছে। বাংলালায়নে আছি। ভাল আছি। আমার ব্লগের আর্কাইভ থেকে ইচ্ছা করলে ধারাবাহিক লেখাগুলি পড়ে দেখতে পারেন।

http://www.somewhereinblog.net/blog/shafiulalamchowdhuryblog

asole vai eigulao kopal ami ami samu bolg teke qubee onk kisu sunci tai banlgalion nite caisilam bt oder kase wimax modem silo na tokon ami baddho hoye qubee nei ,2 mas use korsi 1weak por por nij teke phn diye kono somosha ashe naki jante cay,r speed dwld 64 pawar kotha takle ami avrg 67 pai so ami onk happy oder customar care onk fast . ek ek joner kase ekek rokom speed eta depand kore apnar basar loaction er upor.

বাংলালায়ন ব্যাবহার করে খুব সন্তুস্ট, মাসে ৫০-৬০ জিবি ইউস করি ১১৫০ টাকায় (আগের প্ল্যান), কিউবির অনেক বদনাম শুনায় সেইদিকে জাওার ইচ্ছা নাই, আমি অবশ্যই বাংলালায়ন ইউস করার পরামর্শ দিব

Level 0

qubeer মত ফালতু আর নাই . আর banglalion ৪ ঘন্টা পর স্পীড কমে যায় এটা ভুল আমি রাত 9 টা থেকে সকাল ৫ পর্যন্ত একটানা use করি কোনো সমসসা নাই .

এখন কেউ যদি আনলিমিটেডের জন্য কিউবি নেয় তবে পুরোটাই ধরা খাবে। কারণ তারা ফাপ পলিসি ঘোষণা করে দিয়েছে এবং যেটা ৫২১ প্যাকেজের জন্য ৩০ গিগা।
বাংলালায়নের পলিসি এখনো পরিষ্কার না। তবে আমার ৭৬ গিগা নামানোর রেকর্ড আছে ৫১২ এর প্যাকেজ দিয়ে।
৪ ঘন্টার ব্যাপারটা সম্ভবত সত্যি। তবে সেটা শুধুমাত্র যখন আপনি নেটওয়ার্কে চাপ দিবেন মানে ফুল স্পীডে ডাউনলোড করবেবন তখনই প্রযোজ্য হবে। যেমন এই মুহুর্তের স্ট্যাটিসটিকস অনুযায়ী আমার কানেকশন টানা ৪৮ ঘন্টা মানে ২ দিন যাবত আপ রয়েছে, একসেকেন্ডের জন্যও কানেকশন ড্রপ করেনি। ওইরকম ডাউনলোড করিনি বিধায় স্পীডও কমেনি। আর যখন ৪ ঘন্টার পর স্পীড কমিয়ে দেয় তখন আবার কয়েক ঘন্টা পর অটোমেটিক ঠিক করে দেয়।
আমি বিলাইর কানেকশন নিয়ে সন্তুষ্ট। আপনিও সন্তুষ্টির সাথে ব্যবহার করতে পারবেন যদি না ভুলেও ওদের কাস্টমার কেয়ারের নাম নেন। ওদের ফোন কাস্টমার কেয়ার আমার দেখা সবচেয়ে জঘণ্যগুলার মাঝে একটা। এই পয়েন্টে আবার কিউবি হেব্বী স্মার্ট। ওদের কাস্টমার কেয়ারে যে কয়বার ফোন দিয়েছি সবসময়ই আমাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করেছে।

সবশেষে আমার সিদ্ধান্ত হলো আমি কানেকশন নিয়েছি নেট চালানোর জন্য। কাস্টমার কেয়ারের সাথে পিরীত করার জন্য না। সবমিলিয়ে এজন্য আমি বিলাইকেই প্রায়োরিটি দিবো।

QUBEE PREPAID – SHUTTLE-TK2000, DONGLE-1500 FREE 700TK CARD

BANGLALION PREPAID – ৬০০ টাকার কার্ড ফ্রি

QUBEE POSTPAID – DONGLE TK1000. সাথে ১ম ও ২য় মাসে ৩০০+৩০০=৬০০ এবং ৩য় মাসে ৪০০ টাকা DICOUNT. THATS MEANS MODEM FREE.

BANGLALION POSTPAID – 1ST MOUNTH এর বিল এ ৫০ % ছাড় ।

লিংকঃ- (1) http://www.banglalionwimax.com/index.php/enjoy-startup-gifts-from-banglalion-at-an-attractive-price
(2) http://www.qubee.com.bd/get-qubee/packages
(3) https://www.facebook.com/QubeeZone

বাংলালায়ন বেস্ট…আর ৩০০ টাকার প্রিপেইড কার্ডে ১ জিবি দেয়। ১০০ এমবি কেটে নেয় এটা আপনাকে কে বলছে। নিজে ইউজ করেন…???

    Level 0

    @ওয়াহিদ: ভাই, আমি modem কিনে ৩০০ টাকার কার্ড রিচার্জ করার পর পরই একাউন্ট চেক করে 900 Something দেখেছি। এ ব্যপারে আমি CC তে কথাও বলেছি। তবে এটা ৩ মাস আগের ঘটনা। এখন এটা Use করা হয় না।

    Level 0

    @ওয়াহিদ: সহমত…।

ভাই qubee is the best. কিছু কারন বলি ১; আপনার মডেম লাগলে আপনার বাসায় এসে দিয়ে যাবে। ২; customer care আগের চেয়ে ভালো করেছে। ৩; আমি বুঝতে পারছি না অরা কি ফায়ার use বন্ধ করেছে কিনা কেনোনা আমি ১১৩ গিগা ডাউনলোড করেছি গতো মাসে তবে আমি এক টি kaj করেছি এর জন্য তারা আমাকে কখনো ফেয়ার use এ আটকাতে পারবে না । ৪; ডাউনলোড speed ৫১২ kb তে ৬০-৭০ kb পাওয়া জায়।
সব মিলিয়ে অনেক ভাল।
তবে এর সব কিছুই নিরভর করে আপনার এলাকায় এর network কেমন। ভালো থাকবেন…………………………………………………

    Level 0

    vai…….আমি এক টি kaj করেছি এর জন্য তারা আমাকে কখনো ফেয়ার use এ আটকাতে পারবে না …ki korsen oita to bolen…eikhane na bolle msg die boilen…but jodi na i bolen…taile abar kaj korsen seita bole lav ki ????

    Level 0

    ভাই আমাকেও টিপস টা দেন ।
    আমার ইমেইল টা
    [email protected]

    @ruhul amin rakib: আমাকেও ফুপে ফেলতে পারবেনা। তয় বিলাই ভালা, লিনাক্সে চলে 😀

    Level 0

    @ruhul amin rakib: ভাই, আপনাদের ডিস্কাসনে আমার ত মাথা খারাপ হয়ার অবস্তা। আমি বাংলালিঙ্ক P2 ইউস করি। এত খারাপ স্পীড! আমি কিউবির অথবা বাংলালায়ন নিব, চিন্তা করছিলাম, আপনাদের ডিস্কাসনে আমার ত মাথা খারাপ করে দিল। কোনটা নিব? কত kbps নিব? কোনটার সমস্যা কম? কোনটা সকল OS support করবে? রাহুল ভাই, আপনি জানান ত কিভাবে fair use, বাইপাস করা যায় [email protected]
    আচ্ছা, download speed 60-70kbps(512 এর) তাহলে, কানেকশনের নাম 512 kbps কেন?

    Level 0

    @ruhul amin rakib: 512kbps=64KBPS strange. 70KBPS possible?
    512kbps 1month 113GB. strange!!!!!!!!!!!!!!
    I use 1mbps. maximum 180GB/month with full download.
    CINR=38dB and RSSI=-50dB BanglaLion
    (sorry Laptop e bangla keyboard nai)

    Level 0

    @ruhul amin rakib: সহমত

    Level 0

    @ruhul amin rakib: ভাই qubee বেবহার করি এখন আপনি যদি আপনার বিখ্যাত টিপসটি দেন তো খুব ভাল হয় ।কি করলে ফায়ার use বন্ধ করা যায় ?প্লিস ।

    Level 0

    @ruhul amin rakib: মাই ইমেইল id is [email protected]

Level 0

বাংলালায়নই কিউবির তুলনায় ভালো ।

Level 2

Vai Ami Banglalion 512 Use kori … proti din 14-16 hour full speed download kori .. avg speed 66-68 …. per month 60-70 Gb download hoy .. customer care niyao problem e pori nai …. onno der ta jani nah … ami BL e sukhe asi so ami e ta k best bolbo … ar Qubee theke er Bill o kom … So Banglalion …

আমার মতে বাংলালায়নই কিউবির তুলনায় ভালো । কারন আমি গত ৪ মাস যাবতৎ ব্যবহার করছি কোন সমস্যা পাইনি আমি মাসে ৫০-৬০ জিবি ডাউনলোড করি আমার লাইন সকাল ৯-১২ পর্যন্ত একটানা চালু থাকে কোন সমস্যা হয়না।

Level 0

কেউ কি আমাকে বলতে পারবেন যে prepaid থেকে postpaid করা সম্ভব কিনা? এবং ৫১২ kbps unlimited দিয়ে আমি কততুকু ডাউনলোড স্পীড পাব?

    হুম । prepaid থেকে postpaid করা সম্ভব। . customar care a নিয়ে গেলেই করে দিবে ।
    ৫১২ দিয়ে আপ্নি ৭০ কেবি স্পীড পাবেন 🙂

Level 0

আমি বাংলালাইওন ৫১২ আনলিমিটেড ব্যবহার করি।প্রতিদিন কয়েক বার এ এক নাগারে ৫-৬ ঘণ্টা ব্যবহার করি। স্পিড করে না।সব সময় ৬৪+ থাকে।

qubee তে করা সম্ভব। ৫১২ kbps unlimited দিয়ে ৬০-৭০ kb ডাউনলোড স্পীড পাবেন

বাংলা লায়নই ভাল……………recharge এর পরেই 100 মেগাবাইট কাটে কথাটা ভুল…………অল্প কিছু কাটে।

Level 0

বাংলালায়নই কিউবির তুলনায় ভালো

Level 0

আপনি কি জানে Banglalion কত টা খারাপ তা আমি আপনানের সাথে sear করলাম
আমি Banglalion wifi modem কিনে শেলাম but use করতা পারি নাই ৩ মাস বিল্ দিয়েছি। customer care
থাকা োকন help করা নাই । সালারা বাটপার

Level 0

আমার Qubee 512Kbps sky. ভালোই

Level New

@ruhul amin rakib and gamer1111
ভাই আমাকেও টিপস টা দেন ।
আমার ইমেইল টা
[email protected]

Level New

qubee is the best ! customer care all time active 🙂

Qubee is the best !
আমি ৭৫০kbps ১০ জি বি এ , DOWNLOAD SPEED 103~115kbps পাই , আর কি চাই?

Level 0

kazi vai, banglalion j month a access kora hoy nai ak bar o, sei month er bill ney na. Apnar coment ta ami mante parlam na.

বাংলালায়ন আমার সবচেয়ে সেরা মনে হয়েছে । গত ১০-১১ মাস ধরে ব্যবহার করছি পোস্টপেড পুরাতন ২৫৬ কেবি বর্তমানে যা ৫১২কেবিপিএস স্পীড কোন রকম সমস্যা ছাড়াই । ২৪ ঘণ্টা ৬৫-৬৬ কেবি ডাউনলোড স্পীড কোন Fair usage policy এর পাল্লায় পড়িনি । ৫০ জিবি এর উপর ডাউনলোড করেছি । আর কাস্টমার কেয়ার এও কোন সমস্যা ফেস করিনি । Qubee তো দেশের কম জায়গায় নেটওয়ার্ক আছে কিন্তু Banglalion এক্ষেত্রেও অনেক এগিয়ে । আর আপনার দেয়া Information Updated নয় । সব জেনে Info share করুন । আপনার ভুল তথ্য এ কেউ বিভ্রান্ত হতে পারে । ধন্যবাদ।

বাংলালায়ন খুব ভাল।

Level 0

@ruhul amin rakib vhai , plz parle amak o ektu system ta pathan [email protected]

আমি ১২ জিবি (৫১২কেবি) কিউবির প্যাকেজ ব্যবহার করি।অনেক ভাল স্পীড পাই ডাউনলোড ৬০-৯০ কেবি। ক্যান্টনমেন্ট এলাকা।

ruhul amin rakib bhai আমাকেও টিপস টা দিয়েন। ইমেইল [email protected] please! please!please!please!please!please!please!please!please!

অরে ভাই 100mb কাটে না। শুধু মাত্র show করে না, কিন্তু আপনি 1GB ই ইউস করতে পারবেন। আমি ই তো ইউস করি প্রতি মাসে……
Network Coverage তো বাংলালায়ন এর ই ভাল।
আমি থাকি নারায়ণগঞ্জ, এখানে তো qubee এর নাম গন্ধ ও নাই!

Level 0

@https://www.techtunes.io/tuner/ruhul-amin-rakib/

Plz tips ta send koren. Onak help hobe.
[email protected]

Level 0

banglalion use kori 4-5 mash.1mb.129-30kb speed pai all time.recharge a 100mb kate, seta bebohar kora jay purotai. kintu seta apni cheak korle dekte parbenna.eta bojha r upay holo,apnar use jokhon 900mb ses hobe tokkhon apnar line disconnect hobena.oi baki 100mb apni tokkhon use korte parben.ata amar kase subidhai mone hoy.er fole card rechager mathy thake.:)

banglalion use করে বেস আছি।
আমার fb -www.facebook.com/borhan.shaker

Level 0

ruhul amin rakib

vai mail ta dilen na to ekhono….send korben na tricks ta…??????? amar mail —— [email protected]

ektu taratari send koren….ar jodi kono special rules thake je kaorne apni hoyto send korte chaitesen na seita mail e bole dien……ami seita mene cholte try korbo 🙂

Level 0

তা হলে আমি আর বাদ থাকি কেন? আমারো Tips তা দেন। [email protected]

ভাই আমার এলাকা তে Banglalion এবং QUBEE কোন লিঙ্ক নাই কারন আমি সোনারগাঁ থাকি আমার জেলা নারায়াঙ্গঞ্জ এলাকায় Banglalion আছে কবে WiMAX Network ব্যাবহার করতে পারবো ?????

Level 0

gamer1111 vai আমাকেও দেন। [email protected]……………….দিয়েন কিন্তু ভুলেন না যেন।

Level 2

[email protected] ———-

thank you for share…………………

Level 0

আমি কাল বাংলালায়ন কিনেছি এবঙ এ র্পয়ন্ত ভালই স্পিড পাচ্ছি

Level 0

dear
ruhul amin rakib vai ,
ভাই, আমাকেও টিপস টা দিয়েন। ইমেইল [email protected]

Level 0

amare ekhono kono mail den nai uni…….

Level 0

আমার অভিজ্ঞতা থেকে বলব বাংলালায়ন বেস্ট আমি ৫১২Kbph আনলিনিটেড ব্যবহার করি কোনো Fair Use Policy নেই ইচ্ছামত ব্যবহার করি । আপনার টিউন পড়ে মনে হচ্ছে আপনি নিজেই কিউবিকে সাপোর্ট করছেন কিউবি সমস্যা ও কিন্ত কম না…………………

http://www.qubee.com.bd/sites/default/files/NEW-FUP-%28CONFIDENTIAL.jpg

লিঙ্কটি থেকে কিউবি এর Fair Use Policy সম্পর্কে জানতে পারবেন।
সামু তে কিউবি নিয়ে অনেক পোস্ট হয়েছে একবার দেখে আসতে পারেন………………
http://www.somewhereinblog.net/blog/arman_h/29432727

    Level 0

    @Arman: আসলেই, লেখাটা কিছুটা একপেশে হয়ে গিয়েছে। নিজের পয়সায় নেট ব্যবহার করে কাউকেই হাইলাইট করা উচিৎ নয়। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

আমার মতে QUBEE বা BANGLALION কোনোটাই খারাপ না। আমি QUBEE ব্যবহার করতেসি গত ৬ মাস যাবত কোন প্রকার ঝামেলা ছাড়াই। আমার ফ্রেন্ড BANGLALION ব্যবহার করতেসে। সে ও আরামেই আসে। কারও যদি এই দুইটা নিয়া কোন কমপ্লেইন থাকে তাহলে বলতে হবে তাদের লাক খারাপ। 🙁

আমার banglalion ভাল ছিল। এখন download speed ok কিন্তু browsing করতে গেলে gpnet এর মত অবস্তা 🙁 খুলনা তে qubee service নেই তাই ধারনাও নেই .
ধন্যবাদ
bdwild.com

important topics !!!!!!
How I can read the jobs add from E-prothomalo.com. If anybody knows please answer………

Level 0

@ruhul amin rakib, vai ami ki tips ta pele kub onnai hobe????
email- [email protected]

Level 0

কিউবি শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম আর সিলেটের কিছু জায়গায় সার্ভিস দিচ্ছে……আর বাংলালায়ন বাংলাদেশের প্রায় সকল জেলা শহরে সার্ভিস দিচ্ছে… এটা কিন্তু বড় একটা ফ্যাক্টর… এই ব্যাপার গুলোও ভেবে পোস্ট করা উচিত……।

    Level 0

    @subratarmc: ভাই, আমিতো বলেছিই যে, “আমার দেয়া তথ্যে কোন ভুল থাকলে মন্তব্যের মাধ্যমে জানানোর অনুরোধ রইল।”

আমি খুলনা থাকি। ঢাকায় ছিলাম ১ মাসের মত। শুনছিলাম কিউবি নাকি সেইরকম ভালো, এক বন্ধুর কাছ থেকে একটা ম্যানেজ করলাম। কার্ড কিনে রিচার্জ করে চালানো শুরু করেছি। স্পীড দেখে ভয় পাইছি। ছিলাম মিরপুর ১ এ। নেটওয়ার্ক সিগনাল নিয়ে সমস্যা ছিল না। পরে ভাবলাম, ডিভাইসে সমস্যা। চেঞ্জ করলাম সপ্তাহ খানেক পরে। একই সমস্য। তাই Qubee এর সাপোর্টার হইতে পারলাম না। বাংলা লায়ন চালাচ্ছি ৫-৬ মাস ধরে। ভালোই।

Level 0

আমার মতে বাংলালায়ন ভাল…। আমি এই মাসে ৬২ জীবী ডাউনলোড করেছি…। যদি কিউবি ব্যবহার করতাম তাহলে ৩০ আর উপর করতে পারতাম না…।স্পীড হাফ করে দিত…।আমি আগে Qubee ব্যবহার করতেম এখন banglalion ব্যবহার করি…।।আনলিমিটেড আর জন্য banglalion ভালো…।।

Level 0

কিন্তূ Banglalion এ Browsing এ মাঝে মাঝে প্রবলেম করে :-O

qubeer মত ফালতু আর নাই . আমি বাংলালাইওন ৫১২ আনলিমিটেড ব্যবহার করি। কিন্তূ Banglalion এ Browsing এ মাঝে মাঝে প্রবলেম করে :-O

i use grameen phone modem . how can i avoid grameenphone fair usage police

@মিনহাজুল হক শাওন Vai Amake Fair Usage Policy ar Tips ta Bolben, PLEASE. email id is [email protected]

Level 2

Banglalion Prepaid: Modem এদের একটি সমস্যা হচ্ছে, যখনই আপনি নতুন কার্ড রিচার্জ করবেন সাথে সাথেই এরা আপনার Use Limit থেকে ১০০ মেগাবাইট কেটে নেবে। অর্থাৎ আপনি যদি 1GB কার্ড রিচার্জ করেন আপনি পাবেন ৯০০ মেগাবাইট।
ভাই, আপনি হয়তো জানেন না যে, ১০০০MB তে ১GB না। ১০২৪MB =১GB তা হলে ১০০MB বাদ দিলে থাকে কত? ৯২৪MB.

    Level 0

    @pipol: বিষয়টি আমার ভাল মতই জানা আছে। হিসাব সহজ করার জন্য ৯২৪ কে ৯০০ লিখেছি। ৯০০ কিংবা ৯২৪ যাই হোক, কাটছে কিন্তু ১০০MB ই, তাই না? যা আপনি আপনার অঙ্কে স্বীকার করেছেন। হাঃ হাঃ
    মন্তব্যের জন্য ধন্যবাদ।

Level 0

but amar Banglalion 1 hour holei disconnect hoye jai … karon ki ?

হা হা হা হা । সবাই ফেয়ার ইউসেজ টিপসটার জন্য এতো রিকুইয়েস্ট কিন্তু বাস্তবে কী এই রকম কোন টিপস আছে বা জানা আছে কারো ?
থাকলে অবশ্যই আপনারা নিশ্চয় ইমেইল পেতেন । তো আমার মনে হয় না চিলের পিছনে কানের জন্য ঘুরে কোন লাভ কারো হইছে ।
আমার মতে বাংলালায়নই বর্তমানে বেস্ট ।

banglalion ব্যবহার করছি, কনো প্রবলেম নাই। অনেক ভাল আছি।

Level 2

They do not cut off 100MB but stores in your account so that you can login and browse in Banglalion site even your package is expired. But so far my experience is not good with BLion.