একটি ইন্টারেনট লাইন ব্যবহার করেই একাধিক পিসিতে ইন্টারনেট ব্যবহার

আপনার বাসায় হয়তো দু’টো পিসি কিন্তু নেট লাইন একটি আপনি চান একটি ইন্টারেনট লাইন ব্যবহার করেই একাধিক পিসিতে ইন্টারনেট ব্যবহার করতে।internet service provider রা MAC Address দিয়ে অন্য পিসিতে internet use করতে দেয়না।তাই  একদম সাধারন ব্যবহাকারীদের উপযোগী করে একটা ছোট প্রক্সি সার্ভার বানিয়ে ওয়েবে ফ্রি বিতরন করে ANALOGX নামের একটি ওয়েব টুলস । ‍এটা কনফিগ করা খুব সোযা
যা যা করতে হবে-

  • ক) ২টি পিসি কানেক্ট করা ও আইপি কনফিগ করা
  • খ) প্রক্সি সার্ভার সেটাপ করা
  • গ) ক্লায়েন্ট সাইড কনফিগার করা

1

ক) পিসি কানেক্ট করা ও আইপি কনফিগ করা:

(এখানে যে পিসিতে নেট লাইন আছে, সেটিকে আমরা হোস্ট পিসি বলবো এবং যে পিসিতে নেট শেয়ার করতে চান, সেটিকে গেস্ট পিসি বলবো।)

  • ১) প্রথমে হোস্ট পিসিতে দু’টো ল্যান কার্ড লাগান(কারন ইন্টারনেট লাইন একটি দিয়ে ইনপুট হবে অন্য টা দিয়ে গেস্ট পিসিতে  ইনপুট ‍হিসাবে যাবে )
  • ২) একটি ক্রস ক্যাবেল  দিয়ে পিসি দুটোকে কানেক্ট করতে হবে।
  • ৩) হোস্টে আইপি দিন: ১৯২.১৬৮.৫.১ সাবনেট: ২৫৫.২৫৫.২৫৫.০
  • ৪) গেস্টে আইপি দিন: ১৯২.১৬৮.৫.২ সাবনেট: ২৫৫.২৫৫.২৫৫.০
    (আরো পিসি যুক্ত করতে চাইলে ১৯২.১৬৮.৫.৩ - ৪ - ৫ ইত্যাদি দিতে পারেন)

খ) প্রক্সি সার্ভার সেটাপ

  • ১) হোস্ট কম্পিউটারে ইন্টারনেট থেকে ANALOGX PROXY SERVER ডাউনলোড করুন- http://www.analogx.com/files/proxyi.exe
  • ২) ANALOGX PROXY টুলটি সেটাপ করে রান করুন

2

গ) ক্লায়েন্ট সাইড কনফিগার

-গেস্ট কম্পিউটারে ব্রাউজার ওপেন করে কনফিগ করুন।
* মজিলা ফায়ারফক্সের জন্য:

  • ১) Tools মেনুতে গিয়ে Option কমান্ড দিন
  • ২) Advance ট্যাবের আন্ডারে Network ট্যাব ওপেন করুন
  • ৩) Settings বাটনে ক্লিক করে নিচের চিত্রের মত করে পরিবর্তন করুন (লাল মার্ক করা আছে যেখানে যেখানে পরিবর্তন করতে হবে)

এক্সপ্লোরারের জন্য:

  • ১) Tools মেনুতে গিয়ে Internet Option কমান্ড দিন
    ২) Connection ট্যাবে গিয়ে Connections ট্যাবি গিয়ে প্রক্সি আইপিটি সেটাপ করে নিন উপরের মত করে।
    হোস্ট: ১৯২.১৬৮.৫.১ পোর্ট: ৬৫৮৮

সাধারন ব্যবহারকারীদের উপযোগী সেটাপ হয়ে গেল। এবার ping করে দেখুন । ব্রাউজ করে দেখুন…  ।

Level 0

আমি আবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am a ....................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

fv‡jv jvM‡jv Avcbvi †jLv |

Level 0

পিসি থেকে মোবাইলের মধ্যে নেট শেয়ার করতে চাইলে কি করতে হবে।যেমনঃসিটিসেল জুম কানেক্টেড পিসির নেট আমি আমার মটো রেজর ৩জি তে কানেক্ট করতে চাইছি।জানালে উপকৃত হব…ভালো টিউন হয়েছে

    আমার জানা নেই

    Level New

    সিটিসেলের কথা ঠিক ভাবে বলতে পারছি না তবে আপনি আপনার পিসি’র ব্রডব্যান্ড লাইন দিয়ে আপনার সিমবিয়ান মোবাইল ফোন সেটে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন।

    @reza123: অপনার সমস্যার 100% সমাধান এখনে>>> How To Share Computer Internet With Mobile Phone কেমন লগলো জানাবেন

আবির ভালো টিউন

    ধন্যবাদ বাধন ভাই

হ্যা ভাই , খুব ভালো হয়েছে ।

ভালো হয়েছে

Level 0

ভালো হয়েছে, ধন্যবাদ.

Level 0

ভালো টউন….শেয়ার করার জন্য ধন্যবাদ….

How To Share Computer Internet With Android Smartphone