আমরা অনেকেই কম্পিউটারে থিম ব্যবহার করে থাকি । কিন্তু সেগুলো আমাদের কম্পিউটারকে স্লো করে দেয় । Style Xp থিম এর ভাল বেশিষ্ট্য হল এগুলো কম্পিউটারের গতি কমাবে না । কারন আমি এগুলো ব্যবহার করেছি । এগুলো আপনার কমপিউটারের গতিতো স্লো করবেই না বরং আপনার কম্পিউটারকে আকর্ষনীয় করে তুলবে । এক একটি সফটওয়ারে কমপক্ষে ১০ টি থিম পাবেন ।
এখান থেকে এই থিমটি ডাউনলোড করুন । দুইটাই আলাদা আলাদা থিম । এর সাথে সাথে আপনি উইন্ডোসের ওয়েলকাম স্ক্রিনও বদলাতে পারবেন ।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
Lotus ভাই জটিল জিনিস ……..