DNS Checker – সারা বিশ্বের ছড়িয়ে থাকা ডিএনএস সার্ভারগুলোর থেকে DNS Server Record চেক করুন

Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, যাদের ব্যক্তিগত ব্লগ সাইট অথবা অন্য কোন ওয়েবসাইট রয়েছে। আমরা অনেক সময় আমাদের হোস্টিং সার্ভারে কিছুটা পরিবর্তন করি। আর এটি পরিবর্তন করার পর আমরা সেটি দ্রুত চেক করার উপায় খুঁজতে থাকি। এক্ষেত্রে আমাদের প্রধান উপকারী একটি টুল হচ্ছে DNS Checker ওয়েবসাইট সমূহ।

এ সমস্ত টুলগুলোর প্রধান ফাংশন হলো বেশ কয়েকটি পাবলিক ডিএনএস সার্ভারগুলো থেকে ডিএনএস আপডেট পরীক্ষা করা। সারা বিশ্বে এমন আরো অনেক বেশি বিস্তৃত Internet nodes রয়েছে যেমন: "What's My DNS?"। তবে, আপনি এই সব তথ্য গুলো ব্যবহার করে কিন্তু সব সময় তাৎক্ষণিক DNS record চেক করতে পারবেন না। তবে, এটি একজন ব্যক্তিকে তার ওয়েবসাইটের বর্তমান Record গুলো আপডেট হয়েছে কিনা তারপরিস্থিতি জানাতে অনেকটা সাহায্য করতে পারে।

আপনি আপনার ওয়েবসাইটে কন্ট্রোল প্যানেল থেকে কোন একটি Record যুক্ত করে, সেটি কোন টুল দিয়ে পরীক্ষা করার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে নাও দেখতে পারেন। কেননা, অনেক সময় এটি আপডেট হওয়ার জন্য সাধারণত ২৪ ঘণ্টা কিংবা তারও বেশি সময় নিতে পারে। তাই, ওয়েবসাইটে কোন একটি রেকর্ড পরিবর্তন অথবা যুক্ত করার পর সেটি তাৎক্ষণিকভাবে চেক করতে নাও পেতে পারেন।

আপনার নতুন ওয়েবসাইটটি সঠিকভাবে সেটআপ হয়েছে কিনা, সেটি দেখার জন্য আপনি DNS Checker টুল ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি যদি আপনার ডোমেইন নেমটিকে অন্য ওয়েবসাইটে মুভ করেন এবং নতুন ওয়েবসাইট শুরু করেন; তাহলেও আপনি অবশ্যই DNS record আপডেট করার পরিস্থিতির সম্মুখীন হবেন। ডি এন এস চেকার টুলগুলো সাধারণত বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা DNS server গুলো থেকে A, AAA, SOA, SRV, TXT, CNAME, MX, NS, PTR এবং CAA এর মতো কমন রেকর্ড গুলো চেক করে থাকে।

একটি স্পেশাল ফিচার হলো যে, DNS Checker গুলো নির্দিষ্ট দেশ এবং বিভিন্ন অঞ্চলে থাকা DNS server রেকর্ড অনুসন্ধান করতে পারে। এসবের মধ্যে যেমন: মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, সিঙ্গাপুর এবং ইউরোপীয় দেশ। এছাড়াও, নির্দিষ্ট এলাকা থেকে নির্দিষ্ট লোকেশনে Record Select করতে পারে। এছাড়াও এই সাইটটি বিভিন্ন ডিভাইসের DNS cache records কীভাবে Clear করতে হয়, সেটি সম্পর্কে ও টিউটোরিয়াল সরবরাহ করে।

DNS Checker

অফিসিয়াল ওয়েবসাইট @ DNS Checker

আপনি DNS Checker কীভাবে ব্যবহার করবেন?

Dns checker

আপনি অন্যান্য ওয়েব টুলগুলোর মতই এই টুলটি দিয়ে খুব সহজেই আপনার ওয়েবসাইটের DNS রেকর্ড সমূহ চেক করতে পারবেন। চলুন এবার দেখে নেওয়া যাক, কীভাবে আপনি যদি ব্যবহার করে এই কাজটি করবেন।

ধাপ ১

DNS Check করার প্রথম ধাপ হিসেবে আপনি উপরের দেওয়া লিঙ্ক থেকে DNS Checker ওয়েবসাইটটি ওপেন করুন এবং তারপর আপনার ওয়েবসাইটের নামটি টাইপ করুন। এরপর আপনি যে টাইপের DNS Record চেক করতে চাচ্ছেন, সেটি সিলেক্ট করুন।

DNS Checker ওয়েবসাইট

এখানে সাধারণভাবে, A, AAA, CNAME, MX, NS, PTR, SOA, SRV, TXT, এবং CAA রেকর্ডগুলি সমর্থন করে এবং আপনি এসব রেকর্ড গুলোই চেক করতে পারবেন। এখান থেকে যেকোনো একটি রেকর্ড সিলেক্ট করে Search অপশনে ক্লিক করলে, প্রতিটি সার্ভার দ্বারা ফের ত লোক গুলো আপনার সামনে প্রদর্শিত হবে।

ধাপ ২

DNS Record চেক করার উপায়

সাধারণত এখানের রেজাল্টগুলো একটি সবুজ টিক চিহ্ন আকারে দেখাবে; যেটি নির্দেশ করে যে, নোডের একটি রিটার্ন রয়েছে। কখনো কখনো যখন একটি DNS এর সমস্যা দেখা দেয়, তখন তখন একটি লাল টি চিহ্ন দেখা যায়; যার মানে হল, এটি সঠিকভাবে Resolved করা হয়নি। যদি বিভিন্ন রেকর্ড বিভিন্ন রেকর্ড ফেরত দেয়, তাহলে এটির মানে হলো যে, DNS Record টি সঠিকভাবে আপডেট কমপ্লিট হয়নি এবং এটির আপডেট হতে কিছু সময় লাগতে পারে।

ধাপ ৩

যদি Query A এবং AAA যদি IPv4 এবং IPv6 ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস প্রদর্শন করে, তাহলে IP Lookup Tool এর মাধ্যমে আরো প্রাসঙ্গিক তথ্য প্রদর্শন দেখার জন্য সেগুলো ব্রাউজ করতে পারে। আপনি এই ওয়েবসাইটের উপরে একটি টুলবার দেখতে পাবেন এবং এখান থেকে আপনি সমস্ত টুলগুলো ব্যবহার করতে পারবেন।

IP Lookup Tool

IP address থেকে আপনি সাধারণত আপনার ব্যবহার করা সার্ভারের দেশ, City, Internet Provider বা ISP, অক্ষাংশ ও দ্রাঘিমা সহ Ownership unit এবং অন্যান্য সম্পর্কিত তথ্যগুলো দেখতে পাবেন। আপনি DNS Checker টুলগুলোর মধ্যে IPloction.io ওয়েবসাইটটি বিভিন্ন ডেটাবেজ থেকে আইপি তথ্য প্রদর্শন করে।

ধাপ ৪

আপনি যদি একটি নির্দিষ্ট দেশ বা অঞ্চলের DNS Query রেজাল্ট জানতে চান, তাহলে আপনি DNS Checker ওয়েবসাইটটি থেকে বিভিন্ন দেশ অথবা মহাদেশ বেছে নিতে পারেন।

নির্দিষ্ট দেশ বা অঞ্চলের DNS Query রেজাল্ট

যাইহোক প্রতিটি এরিয়াতে অনুসন্ধান করা যায় এমন নোডের সংখ্যা একই নয়। কিছু Geographic area ওগুলোতে প্রচুর সংখ্যক নোট রয়েছে, যেগুলো দিয়ে অনুসন্ধান করা যেতে পারে। আপনি এসব টুলগুলো ব্যবহার করার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ডিএনএস সার্ভারগুলো‌ থেকে DNS record চেক করতে পারেন এবং আপনার Record টি সঠিকভাবে আপডেট হয়েছে কিনা তা দেখতে পারেন।

শেষ কথা

আপনি DNS Checker টুলটির মাধ্যমে অথবা অন্য কোন ফুলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন কোণ থেকে এলোমেলো ভাবে থাকা ডিএনএস সার্ভার তালিকার নির্বাচন করে সেগুলোর মাধ্যমে A, AAA, SOA, SRV, TXT, CNAME, MX, NS, PTR এবং CAA এর মতো সাধারণ রেকর্ডগুলো পরীক্ষা করতে পারেন। এছাড়াও আপনি থার্ড পার্টি এসব সার্ভিসগুলোর মাধ্যমে যেকোনো আইপি অ্যাড্রেস এর Details বের করতেও পারবেন।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস