“Micro Jobs site” গুলো থেকে ছোট ছোট সহজ কাজ করে আজ ই ইনকাম শুরু করুন

যারা Online এ “Micro Jobs site” এ কাজ করতেছেন । ডলার ও আপনার অ্যাকাউন্টে দিন দিন বেড়েই চলেছে কিন্ত অনেকেই ভাবছেন টাকাটা কি শেষ পর্যুন্ত হাতে আসবে ? তাদেরকে বলি আমি বেশ কয়েকটি Micro Jobs site এ কাজ করতেছি তার মধ্যে রয়েছে , মিনিটওয়াকর্স, মাইক্রোওয়াকর্স, minijobz , ইতাদি এদের মধ্যে minijobz সাইটটি আমার কছে অসাধারন লেগেছে । কেননা এই সাইটটি থেকে আমি সত্যিকারের টাকা পেয়েছি । তাছাড়া এখানকার কাজ গুলি তুলনামুলক খুবই সহজ । এখানে আপনি সাইন আপ করার সাথে সাথে বোনাস পাবেন ১ ডলার । minijobz এ রেজিস্ট্রিসন করতে এখানে ক্লিক করুন। আর একটা কথা বলি, আমরা অনেক সময় কিছু কিছু সাইটে রজিস্ট্রেসন করার পর যখন দেখি কাজ গুলি একটু কঠিন মনে হচ্ছে তখন আর সেখানে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলি, এমনকি কিছুদিন পর ঐ ইউজারনেম পাচওয়ার্ড সব ই ভুলে বসে থাকি । ভাই এভাবে করলে আমরা কোন দিনই সফল হব না ।

তাই এ মনোভাব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে । তাহলেই আমরা সফল হব । আমার কথা ই বলি, আমার মনোভাব যখন ঐ রকম ছিল তখন আমি সফল হইনি এমনকি নেট ইনকাম সম্পর্কে একটা খারাপ ধারনা জন্মে যায় যার ফলে আমি দির্ঘ দিন নেট থেকে দুরে সরে ছিলাম। কিন্তু এখন আমি সফল, এর পেছনে একটি কারন ই রয়েছে তা হচ্ছে আমি একটি কাজ সুরু করলে তা শেষ না করে ছাড়িনা তাতে সে কাজ টি শিখতে আমার এক ঘন্টা লাগুক আর এক মাস ই লাগুক। Micro Jobs site গুলির বেশ কিছু কাজ আছে যে গুলি প্রতেক টি সাইটের এক ই রকম কাজ তাই বলি আগে একটি সাইটে কাজ করে কাজ টি ভাল করে শিখে নিন তার পর অন্য সকল সাইটে হাত দিন । প্রথমে আপনি একটি কাজের পিছনে সময় ব্যায় করতে থাকুন যতক্ষন না আপনি সেটা শিখতে পারছেন । একটি ব্যাপার আপনি লখ্যকরে দেখবেন আজ যে কাজটি আপনার কাছে কঠিন মনে হচ্ছে কালই দেখবেন সেটি আপনার কাছে অনকটাই সহজ মনে হচ্ছে । তাই লেগে থাকুন আপনি সফল হবেন ই । আমার এই লেখাটি আমার মত সল্পজান্তা দের জন্য তাই প্লিজ কোন খারাপ মন্তব্য করবেন না । ভাল থাকবেন খুব ভাল।

Level 2

আমি Md.Anamul Hasan Lemon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://music9xm.blogspot.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Nice Tune…..
Limon vai ame ata te agrohe kintu ki korte hobe bujhe na . job somporke amak details bolben plz.

E-mail :[email protected]

Level 0

f

ধন্যবাদ ভাই আপনাকে। প্রথমে আপনাকে কোন মাইক্রো জব সাইটে রেজি: করতে হবে। তারপর আপনি লগ ইন করার পর দেখবেন অনেক কাজের লিষ্ট রয়েছে। যেমন ধরেন কেউ আপনাকে তার টুইটার এ ফলো করতে বলল, আপনার যদি টুইটার এ একাউন্ট থাকে তো ভালো, না থাকলে একটা একাউন্ট করে জাষ্ট তাকে ফলো করুন আর তারপর আপনার টুইটার একাউন্ট আইডি টা জব সাইটের ফিনিশড এ সাবমিট করুন। অথবা আরেকটা কাজের কথা বলি, মনে করুন একজন বায়ার আপনাকে একটা পোষ্ট আপনার ফেসবুক এ পাবলিসড করতে বলল, তার বিনিময়ে আপনি নির্দিষ্ট কিছু ডলার পাবেন, কাজ শেষে যথারীতি আপনার কাজের প্রুফ সাবমিট করবেন এবং তা সঠিক ভাবে হয়ে থাকলে আপনি টাকা পাবেন । বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট খুলতে বলল ,(যেমন- ধরুন ই-মেইল অ্যাকাউন্ট খুলতে বলল) কাজ শেষে যথারীতি আপনার কাজের প্রুফ সাবমিট করবেন আপনি নির্দিষ্ট কিছু ডলার পাবেন । বিস্তারিত জানতে এখানে দেখতে পারেন। এখানে

খুব শিঘ্রোই minijobz এ কিভাবে কাজ করতে হয়, তার একটি সম্পুর্ন্য মেগা টিউনস প্রকাশ করা হবে । চোখ রাখন…..এখানে

Level 0

আপনার টিউনটা খুবই ভালো লাগলো, দেখি চেষ্টা করে, সমস্যা হলে আপনি হেল্প করবেনতো?

Level 0

টিউন ভালো হয়েছে । মন্তব্য ভালো না খারাপ সেটা চিন্তা করবেন না। ভালো কাজের মন্তব্য খারাপ হতে পারে না।

Level 0

আমি এই বিষয় খুব আগ্রহী, আপনাকে অনেক ধন্যবাদ। আরো একটু পরিষ্কার ভাবে লিখলে আমার একটু সুবিধা হত।

এখানে যারা কাজ করছেন,আপনারা নিশ্চই কিছু কাজ সাবমিট করেছেন কিন্ত প্রশ্ন হতে পারে টাকা টা কেন আপনার অ্যাকউন্টে জমা হচ্ছে না, ভাই এরা কোন কোন কাজের জন্য সংগে সংগে টাকা পে করে আবার কিছু কিছু কাজের জন্য টাকা পে করে কিছুটা দেরি করে কারন বায়ার রা আপনার কজটি প্রসেসিং করার পর টাকা পে করে । তাই আপনার টেনসনের কিছু নাই মন দিয়ে কাজ করে যান। দেখবেন মাস শেষে আপনার অ্যাকাউন্টে টাকা যমা হয়ে গেছে। ভাল থাকবেন খুব ভাল।

আর যারা এখনো কাজটি করতে সক্ষম হননি তাদের কে বলি আপনি লগিন করার পর দেখবেন উপরে ডান পাসে Availlable jobs এর উপর ক্লিলিক করুন , দেখবেন নিচে একটা কাজের লিস্ট এসেছে , এ সকল কাজের মধ্যে যে কাজ গুলি ব্রাকেট এর ভিতর কোন নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করা করা আছে আপনি ঐ কাজ গুলি করতে পারবেন না । বাকি গুলি আপনি করতে পারবেন। প্রতিদিন আপনাকে তারা নুতন নুতন কাজ দেবে। এখান থেকে পছন্দ মতো একটি কাজের লিংকে ক্লিক করুন দেখবেন একটি পেজ এসেছে এর নিচে বামপাসে What is expected from workers? এবং ডান পাসে Required proof that task was finished?। বামপাসের লেখা গুলি একটূ বোঝার চেষ্টা করুন,এখানে কিভাবে কাজটি করতে হবে তার নির্দেশনা দেওয়া আছে আর এখানে একটি লিংক থাকবে এই লিংকে করে কাজটি সুরু করতে হবে এবং ডানপাসে কাজটি করার পর কিভাবে সবমিট করতে হবে।এবার উক্ত কাজটি সম্পুন্য করে I accept this job (A Form will Open Below)তে ক্লিক করুন দেখবেন একটি ফাকা পেজ এসেছে এখানে Required proof that task was finished? এ যে কাজ গুলি করতে বলেছে সেই গুলি কপি করে এই ফাকা পেজে পেস্ট করুন ,ধরুন আপনাকে বললো সাইনআপ করার পর যে পেজটি আসবে সেট কপি করে ফাকা জায়গায় পেস্ট করে দিতে আপনি তা করে দিন এবং পেজের নিচে সাবমিট বাটনে ক্লিক করুন । ব্যাস কাজ শেষ । আশাকরি সকলেই বুঝেছেন ।

Level 0

এখান থেকে কিভাবে টাকা তুলবো? alart pay এর মাধ্যমে কোন কোন ব্যাংক এ টাকা তোলা যায়? আমায় যদি একটু জানাতেন্? আমি alart pay এ্যকাউন্ট খুলেছি কিন্তু টাকা তুলবো কি করে? এই বিষয় টা একটু বিস্তারিত জানান প্লিজ।

কিভাবে মিনিজব্স এ অর্থ আয় করা যায়

Level 0

Vaia account to khulesi but Bangladeshi der janno kaj kothai ? Eta ki Alertpay support kore ? bistarito janaben. Thanks

Fatafati post!! new dar jonno khub subidha hobay,..new ra amar site ta dakhay earning way and web design learn kortay paren..amar site ar link http://www.segadx.blogspot.com

Level 0

Always welcome !!! Its enjoyable and usefull tune. So try to continue….. Thanks alot.

চাইলে আপনারা এই সাইটটি দেখতে পারেন. নতুন সাইট তাই অনেক কাজ পাওয়া যাচ্ছে এখানে
http://www.earninfinity.com

Staff.com is a very good site for online money making………………………..