যারা ফেসবুক টাইমলাইন চালু করে প্রাইভেসি বিপদে পরসেন.।তাদের জন্য…… যেভাবে টাইমলাইন ডিএকটিভ করবেন

খব খুশি হইয়া ফেসবুকের নতুন টাইমলাইন আপডেট করছিলাম... চমৎকার ফিউচার দেখে অনেক ভালো লাগছিল... কিন্তু পড়ে দেখি কোন প্রাইভেসি ই নাই...। কেউ ফ্রেন্ড লিস্ট না থাকলেও কমেন্ট,লাইক, সব পোস্ট ও পড়তে পারে ...পুরা মাথা ই নষ্ট হইয়া গেছিলো...পরে কালকে রাত ৩টা পর্যন্ত বহু কষ্টে নিজের চেষ্টায় টাইমলাইন আপডেট বাতিল করিলাম এখন মহা শান্তিতে আছহি

ভাই যারা টাইমলাইন আপডেট করসেন তাঁরা নিশ্চয়ই DEVELOPER এ গিয়ে CREATE NEW APP এ ক্লিক করে টাইমেলাইন চালু করসেন
এবার বাদ করার জন্য আবার DEVELOPER যান ... উখানে গিয়ে APPS e ক্লিক করে DELETE APP দিয়ে বের হয়ে যান ...আর আগের পেসবুকের মজা লুতুন
আপনি যে নামে আপনার টাইম লাইন app চালু করসিলেন সেটা ডিলিট করলেই হবে

Level 0

আমি আমির হামজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

স্বপ্ন দেখতে ভাল লাগে। স্বপ্ন দেখি একদিন বিখ্যাত হবো। লোভ নেই, আশা আছে। চেষ্টা করে যাচ্ছি, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। ভালোবাসতে জানি, ভালোবাসি হাসিমুখ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টাইমলাইন ফিচার সম্পর্কে বিস্তারিত জানবার চাই। আসলে হইসে কি, অনেকদিন ইন্টারনেট ইউস করিনা তো তাই কিছু বুইঝা উঠতে পারতেছিনা।

ভালু ভালু দোস্ত ……।।ভালু টিউন

ভাইরে মানতে পারলাম না। আমার প্রোফাইল আগে থেকেই প্রাইভেসি দেওয়া, মানে ফ্রেন্ড অনলি করা সব। আমি অন্য ব্রাউজার থেকে আমার প্রোফাইলের লিঙ্ক দেখলাম, Page not found দেখায়, আমার ফ্রেন্ডের অন্য আইডি দিয়ে চেক করালাম। এমনকি View as public এও দেখলাম, শুধু কভার আর আমার উত্তর দেওয়া প্রশ্ন ছাড়া কিছু দেখায়না। চাইলে আপনি টেস্ট করে নিন এই লিঙ্কে আপনার ইউজারনেম বা আইডী নাম্বার বসিয়ে

https://www.facebook.com/আপনার-ইউজারনেম?viewas=100000686899395&returnto=profile

আমার কথা ভুলও হতে পারে। দেখেন তো একটু!

Level 0

আমার টাইম লাইনেও প্রাইভেসির কুন সমস্যা দেখলাম না।

ভাই কি বলে যে আপনাকে ধন্য বলব ভাষা খুজে পাচ্ছিনা , আমাকে বিরাট এক ঝামেলার মুক্তির রাস্তা দেখালেন ।

কি বলে যে ধন্যবাদ দিবো……..আমি কাল টাইমলাইন দিয়া দেখি…….সব এলোমেলো……..আপনার টিউনটি দেখে আজ ঠিক করলাম । আন্তরিক ধন্যবাদ আমির হামজা ভাইয়া………..

Level 0

এই টিপসটাই খুজতেছি। খুবই বিরিক্তকর।