আসুন টরেন্ট ফাইল ডাউনলোড করি আইডিএম এর মত স্পিডে

আমরা কোন কিছু ডাউনলোড করতে সাধারনতো http সার্ভার থেকে আইডিএম এর সাহায্যে ডাউনলোড করে থাকি কেননা বাংলাদেশ এ টরেন্ট ডাউনলোড স্পিড খুবই স্লো। কিন্তু যদি টরেন্ট থেকেই আইডিএম এর স্পিডে ডাউনলোড করা যায় তাহেলে কেমন হয়? হা এর জন্য আমাদের কিছু কাজ করতে হবে

প্রথম কাজ  (ক) http://tixati.com/download/ থেকে টিক্সাটি টরেন্ট ডাউনলোড ম্যানেজারটি ডাউনলোড করে ইন্সটল করে নেই।

(খ)  কযেক কিলোবাইটের টরেন্ট ফাইল ডাউনলোড করি। আমি সাধারনতো গুগোল ক্রোম এর একটি এডঅন টরেন্ট টারবো সার্স ব্যবহার করে থাকি।

আমি বেশ কিছু কারনে অন্যান্য টরেন্ট ডাউনলোড ম্যনেজার থেকে টিক্সাটি টরেন্ট ডাউনলোড ম্যানেজারকে এগিয়ে রাখি। এখন টিক্সাটি ম্যানেজার চালু করন। এখন এড বাটনে ডাউনলোড কৃত টরেন্ট ফাইলটি ম্যানেজারে নিয়ে আসুন তাহলে উক্ত ফাইল টি কিছুক্ষন এর মধ্যে ডাউনলোড শুরু হবে। কিন্তু এ অবস্থায়  স্পিড কম থাকবে। এখন আমরা এর স্পিড বাড়াবো। ম্যানেজারে ইমপোর্ট কৃত ফাইলে মাউচের রাইট বাটনে ক্লিক করি। এর পর Bandwidth>priority group> ultra high নির্বাচন করি। তাহলে আমরা কিছুক্ষন পর দেখবোযে স্পিড অনেক বেড়েছে।

এর চেয়ে বেশি স্পিড আনতে চাইলে ফাইলস ট্যাবে ক্লিক করুন। এর পন ফাইলের উপর রাইট ক্লিক করে প্রায়োরিটি  আল্ট্রা হাই করে দিন। এবার দেখুন ফাইলটি ডাউনলোড হচ্ছে আইডিএম এর মত, কিছুক্ষেত্রে আমি বেশিই মনে করি।

টরেন্ট থেকে ডাউনলোডের সুবিধা সমহ:

১) ফাইল মিসিং হওয়ার কোন সম্ভাবনা নেই।

২) আজীবন রিজিউম সাপোর্ট

৩) নতুন নতুন সফট/সিনেমা ইত্যাদি পাওয়া যায়

৪) বেশির ভাগ ক্ষেত্রে সিরিয়াল/ ক্রাক/কিজেন সাথেই থাকে

৫) ডাউনলোড কৃত ফাইলটি যত শেয়ার হবে স্পিড তত বেশি হবে।

অসুবিধা সমূহ :

১) আইডিএম থেকে ডাউনলোড করলে যেমন ব্রাউজিং স্পিড কমে যায় তেমনি টরেন্ট ম্যনেজারে প্রায়োরিটি হাই করলে ব্রাউজিং স্পিড কমে যায়।

২) ‍যদি কোন ফাইল কম সবার মাঝে শেয়ার হয় তাহলে স্পিড একটু কম হয়ে থাকে।

সবাইকে কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

বিঃদ্রঃ এই পোষ্টটি নতুন ব্যবহারকারীর  জন্য। এডভান্স ইউজার দের জন্য নয়।

লিখতে অনেক কষ্ট করতে হয় তাই, পজেটিভ এবং গঠনমূলক সমালোচনা সবার কাছে প্রত্যাশা করি।

Level 0

আমি Joy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 380 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Chemistry (M.Sc)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Nice post, thanks for the post.

Level 0

laster kotha khub sundor hoise. Tixati use kori jokhon 1.5 version ber hoisilo asoleo jotil jinis. Amr janamote ekmatro portable torrent client tixati. apnar edit kora colourta onk sundor hoise. oder site ekta pdf file ase speed baranor, parle otar link tao ai poste dia dien.Dhonno bad share korar jonno.

    Level 0

    @athalsten: Thanks. I don’t know about this. please link this pdf file.

Level New

ভাল হয়েছে, আরো টিউন এর অপেক্ষায় রইলাম ।

    Level 0

    @Dip: Thanks Dip Bhi. I will try.

Bhai IDM ar moto speed hoy na….???

    Level 0

    @বশির: Bashir Bhi please see Restriction

    Level 0

    @বশির: বশির ভাই আপনি মনে হয় পুরো পোষ্ট পড়েননি কেননা আমি উল্লেখ করেছি যে টরেন্ট ফাইল গুলো যত শেয়ার করা হবে তত স্পিড হবে। আমার মনে হয় আপনি এমন কিছু ডাউনলোড করেছেন যা অল্প শেয়ার কৃত। আপনি আমার পোষ্টের অসুবিধা সমুহ ভাল করে পড়ে দেখুন। ধন্যবাদ বশির ভাই, ভাল থাকবেন।

Level 0

ভালই। কিন্ত যাইহোক আইডিএম ই সেরা! আপনারা যারা http://www.torrific.com সাইটটা চেনেন না তাদের বলছি এই সাইটে রেজিস্টার করুন।যে টরেন্ট ডাউনলোড করবেন তার ডাইরেক্ট লিঙ্ক সেখানে সাবমিট করুন এবং এরা নিজেদের সার্ভারে তা আপলোড করে নিবে যা পরে আপনি আইডিএম দিয়ে ফূল স্পীডে ডাউনলোড করতে পারবেন এদের শক্তিশালী সার্ভার থেকে।

    @ Arif আপনি ঠিক বলছেন http://www.torrific.com এই সাইটা নিয়ে সাইফুল ভাই টিউন করছেন ঐটাই বেষ্ট।।।।।

    Level 0

    @arifbd2015: Thanks for good commend. I know that. personally i use Torrific. Sometime it spend enough time.

    Level 0

    @arifbd2015: আমিও তাই মনে করি। তবে কিছু কিছু ফাইল আছে যা আইডিএম রিজিউম সাপোর্ট করেনা। আবার ফাইল মিসিং এর সম্ভাবনা থাকে সেক্ষেত্রে টরেন্ট বেষ্ট। আইডিএম আমার খুব প্রিয় ডাউনলোড ম্যানেজার। কিন্তু যখন ব্যবহার করি তখন চোর চোর মনে হয়। টরেফিক ব্যবহার করেছি। আমার ভালই লেগেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সময় একটু বেশি নষ্ট হয়।

Level 0

torrific এ লিঙ্ক submit করে কয়েক ঘণ্টা বসে থাকা লাগে ।ঃ(

    Level 0

    @faiyaz26: Faiyaz Bhi u r right

    Level 0

    @faiyaz26: মাঝে মাঝে টরিফিক খুব বোরিং করে।

    Level 0

    @faiyaz26: সহমত। ধন্যবাদ

2i tai best tobe http://www.torrific.com e maze modde onek somoi nei

Level 0

আমি vuze করতাম ।খুব ভাল স্পীড পেতাম ।শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

    Level 0

    @Tarif: vuze also a good torrent download manager.Thanks.

Level 0

hmm vai jantam…….

    Level 0

    @mahbubfk: মন্তব্য করার জন্য ধন্যবাদ।

ভাই অনেক ধন্যবাদ সত্যিই কাজ করছে।

    Level 0

    @শোয়াইব আহমেদ: এই ট্রিপটি আপনার কাজে এসেছে জেনে আমার বেশ ভাল লাগছে। এখন মনে হচ্ছে আমার পরিশ্রম সার্থক হয়েছে। ধন্যবাদ।

টিউনটাতে কমেন্ট না করে পারলাম না। জটিল টিপস এবং সফটওয়ারটা। ধন্যবাদ টিউনারকে……….. যাদের ইন্টারনেট স্পিড কম তাদের অনেক উপকারে আসবে একইসাথে টিউনটি স্টিকি করার অনুরোধ জানাচ্ছি মেহেদী ভাইয়ের কাছে। আবারও ধন্যবাদ……..

    Level 0

    @হাসিব: ধন্যবাদ হাসিব ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য। এই অনুপ্রেরনা আমাকে আরও লিখতে সাহায্য করবে।

Level 0

nah site chng hoise. Pdf ta pelam na. Tobe laster dike dise how to speed up. Chk that

    Level 0

    @athalsten: ওকে ধন্যবাদ আপনাকে।

thanx…kaje lagte pare

Plz help Me
Ami akta problem e asi.amr pc 2-3 hours cholar por hottath off hoye jay & blue screen hardware or software e problem er kotha bole.windows 7/ win xp install korar poreo aki obostha.& pc’s sob cable khule clean korlam.tao kaj hocche na.b8 ubuntu te hoy na

    Level 0

    @রাজ্: রাজ ভাই আমার মনে হয় উইনডোজ ইন্সটল করার পর সঠিক ড্রাইভার না পাওয়ার জন্য এমন হচ্ছে, অথবা ভাইরাস প্রবলেম হতে পারে। এক কাজ করেন লিনাক্স মিন্ট/ জরিন অথবা উবুন্টুই ব্যবহার করেন। আমি তো জরিন ব্যবহার করি। উইনডোজে খুব কমই যাওয়া হয়।

Level New

দেখি ব্যবহার করে,ভালোই তো মনে হচ্ছে।
torrific থেকে বেশ কয়েকবার 99% হওয়ার পর ডাউনলোড স্টপ হয়ে গেছে আবার অনেক সময় লিচ করতে বেশ সময় নেই।

@joy…poramorso er jnno donnobad.age ei problem hoyto 3-4 din theke besi kortese

IDM is the best ……….

    Level 0

    @MD.MASUDUR RAHMAN: মাসুদ ভাই আপনি হয়তো বুঝতে পেরেছেন যে আইডিএম এর কাজ টরেন্ট ডাউনলোড ম্যনেজার পারে না আবার টরেন্ট ডাউনলোড ম্যনেজার এর কাজ আইডিএম করতে পারেনা। দুটো আলাদা বিষয়। আমি নিজে আইডিএম ব্যবহার করি http:// সারভার থেকে কোন কিছু ডাউনলোড করার জন্য আবার p2p বা টরেন্ট সাইড থেকে ব্যবহার করি টিক্সাট। ধন্যবাদ।

Level 0

নট ব্যাড

কাজে লাগবে, ধন্যবাদ

    Level 0

    @হাসান বাপ্পী: আপনাদের কাজে আসলে আমার কষ্টের সার্থকতা। ধন্যবাদ হাসান ভাই।

সুন্দর ও কাজের টিউন,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

    Level 0

    @আতাউর রহমান: আপনাকে অনেক দিন থেকে দেখে আসছি, আপনার প্রত্যেকটি কমেন্টস গুলো যাচায় করে আমি বুঝতে পেরেছি যে আপনি অনেক পজেটিভ মানুষ। এতদিন আপনার কমেন্টস এর আশায়া ছিলাম। আজকে পেলাম। আমার খুব ভাল লাগছে। ধন্যবাদ আপনাকে।

Level 0

Ai ta te problem aase. Upload speed bere jay. Upload speed 1KB or 2KB kore dileo kaj hoy na. Download speed er thekeo besi bere jay upload speed. So er theke normal Utorrent ai valo. Ami tixati 30min use kore deksi then ai problem dekhar pore uninstall kore disi. Ami torrific er support nia IDM dia download kori and normal utorrent software use kori. IDM a speed limit kore easily browse kora jay. Thanks for sharing.

    Level 0

    @নয়ন: @নয়ন: নয়ন ভাই আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় আপনি সতর্ক ভালে লক্ষ করেননি তা হল সফটওয়ারের B/S in এবং B/S out ওফসন আছে। প্রথম অংশ ডাউনলোড স্পিড এবং দ্বিতীয় অংশ আপলোড স্পিড ইন্ডিকেট করছে। আমার দেয়া দুটি স্ক্রিনশট লক্ষ করুন। এখানে ব্যান্ডউইথ প্রায়োরিটি হাই করলে আপনার ইন্টরনেট কানেকশন স্পিড এর ম্যাক্সিমাম টরেন্ট ডাউনলোড ম্যনেজার ব্যবহার করে তাই ব্রাউজিং স্পিড কমে যায়। তবে হা আপনি ‍যদি আপলোড স্পিড বাড়াতে বা কমাতে চান সে অপসনও আছে।

Level 0

Nice Post

    Level 0

    @Jahaan: কষ্ট করে পড়ে মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

কাজের জিনিস দিসেন। আসলে আপনার কথাটা ঠিক যে পিয়ার যত বেশী হবে, স্পীড তত হবে। সবার এটা বোঝা উচিত। ধন্যবাদ আপনাকে!

    Level 0

    @মিনহাজুল হক শাওন: শাওন ভাই আপনার মন্তব্য পেয়ে আমি খুবই খুবই আনন্দিত। ধন্যবাদ শাওন ভাই।

Level 0

পলাশ ভাই ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ মাহিন ভাই। আপনি হয়তো লক্ষ করেছেন যে বিষয়টি সম্পুর্ন আলাদা।আপনি সফট কে প্রাধান্য দিয়েছেন কিন্তু আমি স্পিড কে প্রাধান্য দিয়েছি।আর বিষয়টি নজরে পড়লে এই সফট বাদ দিয়ে অন্য সফট এর উল্লেখ করতাম। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে আপনি চাইলে আমার পোষ্টটি ডিলিট করে দিতে পারি।

Level 0

Can anyone help me? I’m a regular movie downloader using utorrent for a long time happy with its speed. But recently i am getting very low speed but didn’t find the reason. I’m using a broadband connection of 1mbps speed. In utorrent usually i get 100kbps+ download speed but recently i’m getting very slow speed around 8-10kbps though the torrents has a lot of peers. I checked my download speed is quite good(100kbps) with IDM or other download managers except torrent downloads.I also tries bitorrent, free download manager, vuze and tixati but the result is same. Anyone have any solution? Plz help me.

    @007morshed:
    আপনি আপনার প্রোভাইডারের সাথে যোগাযোগ করেন, সলুশন তারা দিবে ।