আজ বিং এ গিয়ে চক্ষু চড়কগাছ। প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশের চমৎকার সব ছবি আর তথ্য জানা এখন অভ্যেস হয়ে গেছে। আজ দেখি চেনা ছবি, ভাবলাম ইন্ডিয়ান কোন ছবি হবে; ছুঁয়ে দেখলাম বাংলাদেশ। ছবি বদলাবার আগেই দেখুন।
আমি অলোক মিস্ত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ bing কে। কিন্তু কমেন্ট এর মাধ্যমে bing বোধহয় বাংলাদেশের একটি নেগেটিভ দিকও তুলে ধরতে চেয়েছে। Open air food market are only one of the many things to see when you visit Bangladesh. Open air food এর মাধ্যমে রোগ জীবানু বেশী ছড়ায়।
সত্যিই চমৎকার। খুবই ভালো লাগলো দেখে। আর অলোক ভাইয়া কে অনেক ধন্যবাদ এটা জানানোর জন্য।