আজকাল আমাদের প্রায় সবারই একটি ব্লগ বা ওয়েব সাইট আছে । ভিজিটর এর অভাবে কোন কোন সাইট হয়তো অকালে মৃত্যুবরন করে । কিন্তু তাই বলেকি আপনার সাইটের কোন দাম নেই ? আসুন জেনে নেয়া যাক আপনার সাইটের দাম কত ।
এটি জানার জন্য আমরা মোটামুটি নির্ভরযোগ্য একটি ওয়েব টুল ব্যবহার করবো । এ টুলটি গুগল পেজ র্যাংক, আলেক্সা র্যাংক, দৈনিক পেজ ভিউ, দৈনিক ভিজিটর এবং কোন দেশ থেকে সাইটটি সবচেয়ে বেশি দেখা হয় ... তার উপর নির্ভর করে একটি দাম ঠিক করে । যেমন ইন্টারনেট এর দুনিয়ার বস "গুগল" এর দাম প্রায় ৮.৩৭ বিলিয়ন ডলার !
এখানে আপনার নতুন তৈরি করা সাইটেরও হয়তো বেশ ভালো দাম দেখাতে পারে... কারন দাম ধরা হয় আপনার সাইটটিকে দীর্ঘমেয়াদি একটি ব্যবসায় প্রতিষ্ঠান হিসাবে বিবেচনা করে ।
যাইহোক... প্রথমে http://bizinformation.org/ সাইটে গেলে নিচের মত একটি url লেখার বক্স দেখতে পাবেন ।
এখানে আপনার সাইটের এড্রেস লিখুন এবং value তে ক্লিক করুন । তারপর দেখে নিন আপনার সাইটের বিভিন্ন তথ্য এবং সেই সাথে দাম !
আমার নিজের কয়েকটি সাইটের দাম দেখেতো খুবই মজা লাগছে... দেখুন অবস্থা...
এটি আমার তৈরি করা একটি ফ্রী ইবুক সাইট । যার দাম ১৬৯,৩২৩ ডলার । জানিনা এই দামে কখনো এই সাইট বিক্রি করা যাবে কিনা... তবে এই সাইট থেকে এ পর্যন্ত ৯০ ডলার এর মত ইনকাম করেছি । 🙂
এটি আমি আর আমার ফ্রেন্ড রলিন মিলে তৈরি করেছি । এর দাম ৪৫,৩৯২ ডলার । এর দামটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি... তবে এটি থেকেও কিছুটা ইনকাম করেছি ।
http://www.adskey.blogspot.com
এটি আমার তৈরি করা একটি ফালতু সাইট । এডসেন্সের হাই পেইং কিওয়ার্ড নিয়ে তৈরি বলে এখানের গুগলের এডগুলোও হাই পেইং এড । আর তাই ভিজিটর কম থাকার পরও একটি দুটি ক্লিক পরলেই মোটামুটি ভালো ইনকাম হয় । আর এর দামটা না হয় নাই বললাম ।
আর হ্যাঁ... আপনাদের সাইটের দামটা জানাতেও ভুলবেন না...
আমি ইমতিয়াজ মাহমুদ সজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আর হ্যাঁ আমার সাইটের দুইটা কপি পেস্টও পেয়ে গেলাম । হায়রে ডিজিটাল চোর…
http://bangladeshweblink.blogspot.com/
http://bangladeshweblink.blogspot.com/2009/08/free-download-e-books_16.html