আপনার ওয়েব সাইটের দাম কত ?

আজকাল আমাদের প্রায় সবারই একটি ব্লগ বা ওয়েব সাইট আছে । ভিজিটর এর অভাবে কোন কোন সাইট হয়তো অকালে মৃত্যুবরন করে । কিন্তু তাই বলেকি আপনার সাইটের কোন দাম নেই ? আসুন জেনে নেয়া যাক আপনার সাইটের দাম কত ।

এটি জানার জন্য আমরা মোটামুটি নির্ভরযোগ্য একটি ওয়েব টুল ব্যবহার করবো । এ টুলটি গুগল পেজ র‌্যাংক, আলেক্সা র‌্যাংক, দৈনিক পেজ ভিউ, দৈনিক ভিজিটর এবং কোন দেশ থেকে সাইটটি সবচেয়ে বেশি দেখা হয় ... তার উপর নির্ভর করে একটি দাম ঠিক করে । যেমন ইন্টারনেট এর দুনিয়ার বস "গুগল" এর দাম প্রায় ৮.৩৭ বিলিয়ন ডলার !

এখানে আপনার নতুন তৈরি করা সাইটেরও হয়তো বেশ ভালো দাম দেখাতে পারে... কারন দাম ধরা হয় আপনার সাইটটিকে দীর্ঘমেয়াদি একটি ব্যবসায় প্রতিষ্ঠান হিসাবে বিবেচনা করে ।

যাইহোক... প্রথমে http://bizinformation.org/ সাইটে গেলে নিচের মত একটি url লেখার বক্স দেখতে পাবেন ।

biz

এখানে আপনার সাইটের এড্রেস লিখুন এবং value তে ক্লিক করুন । তারপর দেখে নিন আপনার সাইটের বিভিন্ন তথ্য এবং সেই সাথে দাম !

আমার নিজের কয়েকটি সাইটের দাম দেখেতো খুবই মজা লাগছে... দেখুন অবস্থা...

http://www.ebooksdock.co.cc

এটি আমার তৈরি করা একটি ফ্রী ইবুক সাইট । যার দাম ১৬৯,৩২৩ ডলার । জানিনা এই দামে কখনো এই সাইট বিক্রি করা যাবে কিনা... তবে এই সাইট থেকে এ পর্যন্ত ৯০ ডলার এর মত ইনকাম করেছি । 🙂

ebooksdock

http://www.LiveNetCafe.com

এটি আমি আর আমার ফ্রেন্ড রলিন মিলে তৈরি করেছি । এর দাম ৪৫,৩৯২ ডলার । এর দামটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি... তবে এটি থেকেও কিছুটা ইনকাম করেছি ।

livecafe

http://www.adskey.blogspot.com

এটি আমার তৈরি করা একটি ফালতু সাইট । এডসেন্সের হাই পেইং কিওয়ার্ড নিয়ে তৈরি বলে এখানের গুগলের এডগুলোও হাই পেইং এড । আর তাই ভিজিটর কম থাকার পরও একটি দুটি ক্লিক পরলেই মোটামুটি ভালো ইনকাম হয় । আর এর দামটা না হয় নাই বললাম ।

adskey

আর হ্যাঁ... আপনাদের সাইটের দামটা জানাতেও ভুলবেন না...

Level 0

আমি ইমতিয়াজ মাহমুদ সজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আর হ্যাঁ আমার সাইটের দুইটা কপি পেস্টও পেয়ে গেলাম । হায়রে ডিজিটাল চোর…
http://bangladeshweblink.blogspot.com/
http://bangladeshweblink.blogspot.com/2009/08/free-download-e-books_16.html

Level 2

ভাই দারুন একটা টিউন করেছেন আমার নতুন তৈরি করা সাইটের ভেলু নাকি Tk 84,018.78 ।হা হা হা এতো দামে যদি সাইট বিক্রি করা জেতো তবে বড়লোক হয়ে জেতাম।
আর ভাই ডিজিটাল চোরদের ব্যপারে আর কি বলার থাকতে পারে……………..।।

আমার সাইটের দাম ১৮.১৮ মিলিয়ন ডলার আর আরেকটার দাম ২৩১,০৪৩.৮৫ ডলার। কিন্তু ভাই এই দামে কি কেউ কিনবে? না কিনলে দাম ধরে কি লাভ?

মাত্র তিনদিন ধরে একটা সাইট বানাইছি তার দাম Tk 612,447.41 ! 🙂 আমার আরেকটা সাইটের দাম $30.92 Million । তবে আমি দেব আর চমকের খবর তা হল যে দাম আসতেছে তাতে আপনি ইচ্ছে করলেই বিক্রী করতে পারবেন। কিন্তু এখানে কিছু ট্রিকস আছে। করবেন নাকি কেউ আমার সাথে যোগাযোগ কইরেন এর চেয়েও ভাল দাম পাবেন শুধু একটু ধৈর্য ধরতে হবে।

আসলে এখানে দাম নির্ধারন করা হয় একটি দীর্ঘমেয়াদি হিসাবে । মনে করুন আপনি আপনার সাইট থেকে মাসে ১০০ ডলার ইনকাম করছেন… এর মানে এই না যে শুধু কয়েক মাস ইনকাম হবে । এটি মাসের পর মাস কিংবা বছরের পর বছর ও হতে পারে । সেই হিসাব করেই একটি ব্যবসায় প্রতিষ্ঠনের মত দাম নির্ধারন করা হয় ।
@শাকিল … ভাই আপনার যে সাইটের দাম ৩০.৯২ মিলিয়ন দেখেছেন… ওটা আসলে পুরা ucoz এর দাম ।

এখানে আপনার ওয়েবসাইট বিক্রয় করতে পারবেন। লিংক http://www.buysellwebsite.com

WebsiteBroker.com List your website or domain name for sale and find sites for sale.

List your website or domain name for sale and find sites for sale. http://www.WebsiteBroker.com

Level 0

ভাই আমি দারুন মজা পাইছি।আমার ওয়েবসাইট ৭১.৭১ মিলিয়ন ডলার দাম।হা হা হা।মাথা ঘুরানো দাম।ডলার পাই আর না পাই দেইখা অনেক মাজা পাইছি।

ভাল টিউন, গতকাল তোমাদের চ্যাট সাইটে রলিনের সাথে কথা কথা হলো। ভাল থেকো। সাইট নিলামে দিব ভাবছি….হা হা হা………

@ rahat আপনার কোন সাইটের দাম ৭১.৭১ মিলিয়ন ? ! আপনার ব্লগস্পটের সাইটটার দামতো… $2,340
@টিউটো ভাই… আপনার সাথে কিছু জরুরী কথা ছিল… ফোনেতো পাওয়াই যায় না । সময় পাইলে চ্যাটে একটু আইসেন ।

Level 0

@সজিব
আমার ওয়েবসাইট http://www.helenclub.webs.com এটা একটু দেখেন।
একটা কথা সবার জন্য।এটা যদি সত্যি হয় তাহলে
http://www.sitepagerankcheck.com/ এই সাইটে গেলে value ১০ ডলার দেখায় কেন?

@ শাকিল ভাই
কৌতুহল বশত আমি আপনার ওয়েবসাইট পেজ র‌্যঙ্ক চেক করি।কিন্তু ওরা আমাকে বলে আপনার পেজ র‌্যাঙ্ক ফেক।আমি বুঝলাম না।একটু দেখেন।এই সাইটে-
http://www.sitepagerankcheck.com/

সজিব ট্রিকস আসলে ওইটাই ওরা পুরো সাইটের দাম ধরে আর কম হলে টাকায় এমাউন্ট দেয়। সে হিসাবে আমরা যে কোন সাইটই আমরা ওই দামে বিক্রী করতে পারি। মানে ডলারে বিক্রী করে টাকায় এমাউন্ট বলা।

Level 0

ভাই ধন্যবাদ শাকিল ভাই। আমি একটি প্রশ্ন করব দয়া করে জবাব দিবেন। আমার সাইটি হলো কৃ্ষি বিষয়ক। শ্যামলা বাংলা http://sbangla.yolasite.com এখন প্রশ্ন হলো এই সাইটের জন্য কি কি কিওয়াড ব্যবহার করব জানাবেন কি? আর সম্ভব হলে আমার জন্য কীওয়াড দিবেন। আবারো ধন্যবাদ।

Level 0

শাকিল ভাই এইটা কি সাব ডোমেইন এর জন্য কাজ করে?

Level 0

মজাক পাইলাম……… সবাই শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করুন……… তিনি ইদানিং এডসেন্স থেকে ভালো দামের চেক পাচ্ছেন… 😉 কিন্তু মিস্টি মুস্টি খাওয়ায় না, এই হলো দুঃখ… 🙁

Level 0

আমার সাইটের দাম ২.৩০ মিলিয়ন হইছে… 🙂 😉

Level 0

মজার খবর শুনুন, আমি একটি সাইট এখনো বানাইনি। ডোমেইন কিনবো বলে সিদ্ধান্ত নিয়েছি। তার দাম ধরা হয়েছ ২০ ডলার+ । হাহা হাহ্

sobai taka kamai ami 1khn o bekar……………………………………………………… kono suhridoyban asen way dekhanor?????????????

Level 0

bhai adsense ar taka ta ki check hisebe ase? ar apnara user pan kivabe?

Level 0

আমার এই http://ebookbd.tk/ সাইটের দাম ১.৫ মিলিয়ন উঠাই তে পারছি

http://bdsports.webnode.com

amarta ber korte partesi na 🙁 link kaj kore na