সি প্যানেল চেইন টিউন [পর্ব–৩] :: Files

সি প্যানেল এর ধারাবাহিক টিউটোরিয়াল এর পর্ব – 3 এ সবাইকে সাগতম । আমার পুর্বের ২ টি টিউনে আমি Preferences এবং Email অংশ নিয়ে আলোচনা করেছি।
আজ আলোচনা করব Files নিয়ে । চলুন একনজরে দেখে নেই কি আছে Files নামের এই অংশে :

  • ১। Backups
  • ২। Backup Wizard
  • ৩। File Manager
  • ৪। Legacy File Manager
  • ৫। Web Disk
  • ৬। Disk Space Usage
  • ৭। FTP Accounts
  • ৮। FTP Session Control
  • ৯। Anonymous FTP

একটি সাধারন সি-প্যানেল এ Files অংশে মুলত উপরের ৯ ধরনের টুলস নিয়েই সাজানো। এখানে ক্লিক করে সিপেনেল এর ডিমো দেখতে পারেন- সি-প্যানেল ডিমো (Username: x3demob,Password: x3demob)

  • Backups : এই অপশনটি ওয়েব সাইট এর জন্য খুবই গুরুত্তপুর্ন । ওয়েব সাইট এর সকল তথ্য Backup রাখা বা রিষ্টর করতে এটি ব্যবহার করা হয়ে থাকে । কেননা যেকোন উপায়ে আপনার ওয়েব সাইট এর তথ্য হারালে বা নষ্ট হলে , ওয়েব সাইট কে আগের অবস্থায় আনতে ব্যাকআপ রিষ্টর করে পুনরায় ফিরে পেতে পারেন আপনার ওয়েব সাইটের সমস্ত তথ্যগুলো ।
  • Backup Wizard : এটির কাজও ঠিক Backups এর মতই তবে ব্যবহার বিধির দিক দিয়ে কিছুটা ব্যতিক্রম রয়েছে ।
  • File Manager: ওয়েব সাইট এর যাবতিয় কাজই প্রায় File Manager দিয়ে সম্পাদিত হয়। কেননা নতুন ফাইল তৈরি,ফাইল আপলোড,ফাইল ডাউনলোড , ফাইল পারমিশন পরিবর্তন, ফোল্ডার তৈরি সবকিছু এখান থেকে করা হয়ে থাকে। তবে কাজে ভিন্নতা অনুসারে এই কাজ গুলো File Manager এর অন্য অপশন গুলো দিয়ে করা হয়।
  • Legacy File Manager : File Manager এর মত কিছু অপশন নিয়ে  Legacy File Manager গঠিত । তবে ব্যবহার বিধির দিক দিয়ে কিছুটা ব্যতিক্রম আছে।
  • Web Disk : এখান থেকেও আপনার হস্টিং এর ফাইল গুলো নিয়ন্ত্রন করতে পারবেন। তবে এর কাজ একটু ব্যতিক্রম।
  • Disk Space Usage: এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার ওয়েব সাইটের জন্য নির্ধারিত জায়গার কতটুকু আপনি ব্যবহার করেছেন ।
  • FTP Accounts: সাধারন ভাবে আমরা বুঝি FTP মানে File Transfer Protocol । হা মুলত ফাইল ট্রান্সফার এর কাজ গুলো FTP দিয়ে করা হয় । যেমন ওয়েব সার্ভার থেকে ফাইল ডাউনলোড বা ওয়েব সার্ভারে ফাইল আপলোড এর কাজ  FTP দিয়ে করা হয় । File Manager এর সাথে এর বড় পার্থক্য হল  সফটওয়্যার দিয়ে FTP ব্যবহার অনায়াসে ফাইল ট্রান্সফার এর কাজ করা যায় ।
  • FTP Session Control : FTP Session এর মাধ্যমে আপনি আলাদা আলাদা করে দেওয়া FTP একাউন্ট মনিটর করতে পারবেন ।
  • Anonymous FTP :  Anonymous FTP পাবলিক File গুলো ডাউনলোড কারার ক্ষমতা রাখে । তাছারা আপনি  anonymous FTP অনুমদন দিলে anonymous FTP directory তে পাসওরার্ড ছারা একসেস দিতে পারেন। তাই এই সুবিধা সিস্টেমের জন্য হুমকি হয়েও দেখা দিতে পারে ।

পরবর্তি টিউনে উপরের  উল্ল্যেখিত  ৯ ধরনের টুলস গুলো নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল দিব।

আজকের মত এ পর্যন্তই। নতুনরা উপকারিত হলেই আমার টিউন সার্থক। পরবর্তি টিউনে সি প্যানেল এর ধারাবাহিক টিউটোরিয়াল এর পর্ব – 4 নিয়ে হাজির হব। সবাই ভাল থাকবেন।

Level 0

আমি জোবায়ের আলম বিপুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Contact Information : Skype : bipulbd08 Email : [email protected] Mobile : 01713305324


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বিপুল আপনার টিউন গুলো ভালো হচ্ছে, চালিয়ে যান। ধন্যবাদ

    @তাহের চৌধুরী (সুমন): আপনার মুল্যবান মন্ত্যের জন্য ধন্যবাদ।

      @বিপুল বিডি ০৮: এই ধারাবাহিক টিউন গুলকে চেইন টিউনে ঠাই দেয়ার জন্য টেঁকটিউনস কতৃপক্ষ কে ধন্যবাদ জানাচ্ছি কারন এগুলো সত্যিই চেইন টিউনে ঠাই পাওয়ার জোগ্য। আর বিপুল আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনার টিউন গুলো নতুনদের অনেক কাজে লাগবে যারা সি প্যানেল সম্পর্কে জানতে চায়।

Level 0

Thanks.

ধন্যবাদ বিপুল ভাই। আশাকরি চালিয়ে যাবেন।

Level 0

অনেক ধন্যবাদ ।

তাহের চৌধুরী (সুমন), আসলে নতুনদের জন্যই টিউন গুলো লেখা। কারন আমি যখন প্রথম ওয়েব এ কাজ করি তখন English টিউটোরিয়াল গুলো পড়ে পড়ে শিখতে হয়েছে। তাই যারা নতুন ওয়েব এ কাজ করে তাদের কাজ কে আরও সহজ করে দেবার জন্যই টিউন করা। তাছারা অনেকেই মোবাইলএ ফোন করে বা চ্যাট নক করে সি প্যানেল এর বিভিন্ন ব্যবাহার যানতে চাই তাই টিউন করা। ধন্যবাদ আপনাকে ।

ভাই C-Panel কি? এইটা কি কি কাজে ব্যাবহার করা হয় !

    @ভাই মো: রাফি: সি-প্যানেল খুবই জনপ্রিয় ওয়েব ভিত্তিক নিয়ন্ত্রণ প্যানেল বা কন্ট্রল পেনেল। ওয়েব সাইট এর প্রায় যাবতিয় কাজ C-Panel দিয়ে করা হয়। প্রথম টিঊনে এই নিয়ে প্রাথমিক আলোচকনা করেছিলাম। আর এটার কি কি কাজ তার বিস্তারিত তো এই টিউন গুলো দিয়েই বুঝতে পারতেছেন আশা করি। তাছারা প্রথম টিউনে সি-প্যানেল এর বিভিন্ন পার্ট দেওয়া হইছে। একে একে তা নিয়েই আমি আলোচনা করতেছি।
    ধন্যবাদ ।

Level 0

cpnal ar pass jodi bhule jai recover kore kivabe

Level 0

Mr.Bipul its really so nice and informative tune, carry on. I will wait for your next tune.