ভুমিকম্প একটি আতংকের নাম। জেনে নিন আপনার আশে পাশে ঘটে যাওয়া সব ভূমিকম্পের খবর।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।

ভুমিকম্প একটি আতংকের নাম। 18-SEP-2011 /12:40:48  এ সারা দেশে ভূকম্পণ অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের সিকিম থেকে ৬৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ঢাকা থেকে ৪৯৫ কিলোমিটার দূরে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা - ইউএসজিএসের তথ্য অনুযায়ী সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শুরু হওয়া এ ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় দুই মিনিট।

এবার আসি কাজের কথায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম   http://www.iris.edu/seismon/  এই সাইট টি।

Seismic Monitor

ভিজিট করুন এবং জেনে নিন সম্প্রতি ঘটে যাওয়া সব ভূমিকম্পের খবর।

এই সাইটের রিপোর্ট অনুযায়ী- সারাদেশে যে ভুমিকম্প অনুভূত হয়েছে তার পরেও সিকীমের একই স্থানে আবার ভুমিকম্প হয়েছে।

মনিটর

Level 0

আমি shahadat hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hey, my name is Shahadat Hossain & My birthday is 13th November. To obtain a reasonable and challenging position where I can apply my general knowledge, creativity and experiences into practical field And i want to be an honest man.........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাই আমি খুব ভয় পাইছি।টেবিলের নীচে লুকায় ছিলাম।জিবনের প্রথম অভিজ্ঞতা।আপনাকে ধন্যবাদ।

আমি আজকের ভুমিকম্প টেরই পাইনি, কারন আমি বাইরে ছিলাম। কিন্তু সাথে সাথেই আমি শুনেছি… ধন্যবাদ ওয়েবসাইটটা শেয়ার করার জন্য…

Level 0

ভাই আমি ভয়ে বাড়ি ছেড়ে পালাইছি ফাকা জায়গায়্। শেয়ার করার জন্য ধন্যবাদ……

আপনাদেরকেও ধন্যবাদ।

ভূমিকম্পের সময় আতংকিত হয়ে হার্ট অ্যাটাক করে আমাদের পাশের বাড়িতে একজন ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

বিপদের সময় নিজে তো আতংকিত হবেন ই না, বরং সবাইকে মানুসিকভাবে সাহসী করার চেষ্টা করুন।

Level 0

ভুমিকম্প আবার ও হইব। and it will be serious for Bangladesh. So every body alert !!!!!!!!!!

এই জন্যই আমি শহর থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি,তাই আমার গ্রামই পছন্দ এবং আমি গ্রামেই স্বাচ্ছন্দ্য বোধ করি,ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।

1.22 am abar 3 seconder moto kepe uthecilo Rangpure. Voy pacchi ki je hoy?

hmmm…te paile abar janabenn

শেয়ার করার জন্য ধন্যবাদ।
আজকের ভূমিম্প আমি ইনজয় করেছি। এত দীর্ঘস্থায়ী ভুমিকম্প আমি আগে কখনো দেখিনি। খাটে বসেছিলাম। খাট দোলনার মত দুলছিল। মাঝে শুয়েও দেখলাম কেমন লাগে। এই অভিজ্ঞতা তো আর হবে না। তাদুন মজা 😛 😛

খুব ভয় পেয়েছি।

বাংলাদেশে এটিই সবচে বর ভূমিকম্প। এর আগে কোন দিন এত বড় ভূমিকম্প বাংলাদেশে হয়নি। পরবর্তীতে আর বড় বড় ভূমিকম্প হওয়ার আসংকা আছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর সকল ভবিসসদ বাণী ঠিক হচ্ছে।

😛 আমার খাট নরছে এবং মাথা ঘুরাচ্ছিল।।।।।।।

আমি ভয় পায় নাই কারন আমি মসজিদে ছিলাম, এবং মসজিদের মানুষকে আল্লাহ ও তার রাসুলের কথা বলছিলাম।