সি প্যানেল এর ধারাবাহিক টিউটোরিয়াল এর পর্ব – 2 এ সবাইকে সাগতম। কিছুদিন আগে প্রথম টিউটোরিয়াল লিখেছেলাম একটু ব্যস্ত থাকার কারনে দেরিতে হলেও আবার হাজির হলাম সি প্যানেল এর ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে । প্রথম পর্বে ইমেইল একাউন্ট তৈরি এবং ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম ।
আজ আলোচনা করব Preferences নিয়ে। চলুন একনজরে দেখে নেই কি আছে Preferences নামের এই অংশে :
একটি সাধারন সি-প্যানেল এ Preferences অংশে মুলত উপরের ৮ ধরনের টুলস নিয়েই সাজানো। এখানে ক্লিক করে সিপেনেল এর ডিমো দেখতে পারেন- সি-প্যানেল ডিমো (Username: x3demob,Password: x3demob)
আজকের মত এ পর্যন্তই। নতুনরা উপকারিত হলেই আমার টিউন সার্থক। পরবর্তি টিউনে সি প্যানেল এর ধারাবাহিক টিউটোরিয়াল এর পর্ব – 3 নিয়ে হাজির হব। সবাই ভাল থাকবেন।
আমি জোবায়ের আলম বিপুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Contact Information : Skype : bipulbd08 Email : [email protected] Mobile : 01713305324
ধন্যবাদ বিপুল ভাই। আগের টিউন টি ভালো হয়েছে। আপনাকে অনুরোধ করব দয়া করে সি প্যানেল নিয়ে চেইন টিউন করেন। আমরা অনেকেই সি প্যানেল এ অজ্ঞ।