আমাদের অনেকেরই কম্পিউটার আছে যা অনেকে ব্যবহার করে । আমি আমার কথাই বলি , আমার কম্পিউটারটি যেন সকলের সম্পদ মানে আমার বন্ধুরা যখন তখন বাসায় এসে কম্পিউটারে বসে পড়ে । কিছু বলার নেই । তাই তাদের ঘায়েল করার জন্য আমি একটি সফটওয়ার ব্যবহার করি যাতে তারা কম্পিউটারে কোন প্রকার পেনড্রাইভ না ঢুকায় । এই সফটওয়ারটি পেনড্রাইভ ঢুকানোর সাথে সাথে ফাইলগুলো কপি করে রেখে দেয় । ফলে ওদের প্রাইভেসি অনেক সময় আমার হাতে চলে আসে । আমি ওদের তা জানিয়ে দেই ফলে ওরা আমার কম্পিউটারে খুব বেশি একটা এখন বসে না ।
ব্যবহারবিধিঃ এই সফটওয়ারটি ব্যবহার করা খুবই সহজ । শুধু ইনস্টল করে ফোল্ডারটি দেখিয়ে দিন । স্টার্টআপে দিয়ে রাখুন সবসময় সুবিধাটি পাওয়ার জন্য ।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
মজার জিনিষ !!!!!!!!!!!!!!!