বিশ্ববাসীকে বিভিন্ন দেশের জীবনযাত্রা, সংস্কৃতি ও ঐতিহ্য দেখানোর এক চমকপ্রদ উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়াভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা আর্টস ইলেকট্রনিকা। প্রতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসজুড়ে ইউরোপ মহাদেশের অস্ট্রিয়ার লিনজ শহরে পালিত হয় সাংস্কৃতিক উৎসব। আর এই উৎসবে লিনজ শহরে প্রতিদিন ৩০ মিনিট করে পৃথিবীর ২০টি দেশের জীবনযাত্রা, সংস্কৃতি ও ঐতিহ্য সরাসরি দেখানো হচ্ছে। উল্লিখিত ৩০ মিনিটে সরাসরি ভিডিও সম্প্রচারের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে অনলাইনের মাধ্যমে সরাসরি তা উপভোগ করছেন অনেকে। এ উপলক্ষে প্রতিটি দেশে চলছে ৮১ দিন করে ভ্রমণ এবং এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকায়ও চলছে ৮১ দিনের ভ্রমণ। এ ভ্রমণের আজ চলছে ৫৫তম দিন। এরই মধ্যে ঢাকার বিভিন্ন স্থান, ঐতিহ্যসহ গুরুত্বপূর্ণ জনবহুল বিভিন্ন জায়গা দেখানো হয়েছে। ৫ সেপ্টেম্বর শেষ হবে ৮১ দিনের এ ঢাকা ভ্রমণ। প্রতিদিনের বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সরাসরি সম্প্রচারিত ভিডিও সে দিনই দেখা হচ্ছে http://www.80plus1.org ওয়েবসাইটের ঢাকা বাংলাদেশ বিভাগে। পাশাপাশি এ http://www.youtube.com/basecampmarkets সাইটে রয়েছে ধারণ করা সব ভিডিও। ৮১ দিনে ঢাকা ভ্রমণের প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করছেন অনলাইন সাংবাদিক শাহজাহান সিরাজ এবং এ কাজে তাঁকে সহযোগিতা করছেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া একদল শিক্ষার্থী।
web link : http://www.prothom-alo.net/V1/mcat.news.details.php?nid=MTY5ODI3&mid=MTE=
আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই কিছু মনে করবেন না পত্রিকার নিউজ দিয়ে টিউন করাটা কি ঠিক?