ইন্টারনেটে ৮১ দিনে ঢাকা ভ্রমণ – নুরুন্নবী হাছিব

বিশ্ববাসীকে বিভিন্ন দেশের জীবনযাত্রা, সংস্কৃতি ও ঐতিহ্য দেখানোর এক চমকপ্রদ উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়াভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা আর্টস ইলেকট্রনিকা। প্রতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসজুড়ে ইউরোপ মহাদেশের অস্ট্রিয়ার লিনজ শহরে পালিত হয় সাংস্কৃতিক উৎসব। আর এই উৎসবে লিনজ শহরে প্রতিদিন ৩০ মিনিট করে পৃথিবীর ২০টি দেশের জীবনযাত্রা, সংস্কৃতি ও ঐতিহ্য সরাসরি দেখানো হচ্ছে। উল্লিখিত ৩০ মিনিটে সরাসরি ভিডিও সম্প্রচারের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে অনলাইনের মাধ্যমে সরাসরি তা উপভোগ করছেন অনেকে। এ উপলক্ষে প্রতিটি দেশে চলছে ৮১ দিন করে ভ্রমণ এবং এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকায়ও চলছে ৮১ দিনের ভ্রমণ। এ ভ্রমণের আজ চলছে ৫৫তম দিন। এরই মধ্যে ঢাকার বিভিন্ন স্থান, ঐতিহ্যসহ গুরুত্বপূর্ণ জনবহুল বিভিন্ন জায়গা দেখানো হয়েছে। ৫ সেপ্টেম্বর শেষ হবে ৮১ দিনের এ ঢাকা ভ্রমণ। প্রতিদিনের বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সরাসরি সম্প্রচারিত ভিডিও সে দিনই দেখা হচ্ছে http://www.80plus1.org ওয়েবসাইটের ঢাকা বাংলাদেশ বিভাগে। পাশাপাশি এ http://www.youtube.com/basecampmarkets সাইটে রয়েছে ধারণ করা সব ভিডিও। ৮১ দিনে ঢাকা ভ্রমণের প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করছেন অনলাইন সাংবাদিক শাহজাহান সিরাজ এবং এ কাজে তাঁকে সহযোগিতা করছেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া একদল শিক্ষার্থী।

web link : http://www.prothom-alo.net/V1/mcat.news.details.php?nid=MTY5ODI3&mid=MTE=

Level 0

আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই কিছু মনে করবেন না পত্রিকার নিউজ দিয়ে টিউন করাটা কি ঠিক?

শাকিল ভাই, আপনার কথার যুক্তি আছে। আমি আসলে যে কারনে করেছি সেটা হলো, ১. ইন্টারেস্টিং একটা লিখা, ২. সবাই বাসায় প্রথম আলো রাখে না বা নেট থেকেও আইটি নিউজ সেরকম গুরুত্ব দিয়ে পড়ে না যতটা না গুরুত্ব দেয়া হয় টেকটিউনসকে, ৩. লেখাটার উৎস এবং কে লিখেছেন তা টেকটিউনসের নিয়ম মেনে দিয়েছি।

ঠিক?