ফেসবুক টুইটার বা অন্য কোন্ সাইটে সপ্তাহের কতোটা সময় খরচ হয় আপনার? ঘড়ি ধরে হিসাব রাখা সম্ভব? মনে হয় না। তবে আপনার হয়ে এই হিসাব রাখতে পারে এমন একটা সফটওয়্যার এসেছে।
এই হিসাব রাখার সফটওয়্যারটি এখনো প্রাইভেট বেটা সংস্করণে রয়েছে। সফটওয়্যারটি একটি প্লাগইন ব্যবহার করে আপনার হয়ে হিসাব রাখতে শুরু করবে। বলে রাখা ভালো এই হিসাব আপনি ছাড়া আরো কেউ দেখতে পাবে কি পাবে না তা আপনি নিজেই ঠিক করতে পারবেন।
আপনি সাধারণত কী ধরনের ওয়েবসাইট দেখেন তার ওপর ভিত্তি করে এটি আপনাকে বিভিন্ন সাইট দেখার পরামর্শও দেবে। আপনি কতো সময় ওয়েবে কাটালেন, কী ধরনের সাইট বেশি ভিজিট করলেন- সব হিসেবই পাবেন একটি পৃষ্ঠায়।
এখনো প্রাইভেট বেটায় থাকলেও এই টিউনটির পাঠকরা এই লিঙ্কেগিয়ে এটি ব্যবহারের চেষ্টা করতে পারেন।
আমি Ahmed Bin Musa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Software ar kono proyojon nai, 24 hrs jodi 1 din hoy, tahole mone rakhte prob ki, jana silo tar por o thanx