আমরা যারা বিভিন্ন Software নিয়ে কাজ করি তারা সবসময়ই হাজার চেষ্টা করেও C drive কে ফাকা রাখতে পারিনা। আবার কিছু কিছু Software মাত্র একবার ব্যবহার করার জন্য install করতে হয় যা খুবই বিরক্তিকর। এসব সমস্যা সমাধানের জন্য বিভিন্ন Portable Software বের হয়েছে বটে তবে আমরা সেগুলো খুব কমই ব্যবহার করি। সবথেকে ভাল হয় আমরা যেসব Software সচরাচর ব্যবহার করি সেগুলোর Portable version পেলে। আজ যে Software টির কথা বলবো সেটি দিয়ে আপনি যেকোন Software এর Portable version তৈরি করতে পারবেন। Software টি হচ্ছে Thinstall Virtualization Suite।
আপনার প্রয়োজনীয় Software এর Portable version তৈরির জন্য Thinstall Software টি open করে next দিতে থাকুন।
যখন এই Screen আসবে তখন minimize করে আপনার প্রয়োজনীয় Software টি Install করে প্রয়োজনীয় configure থাকলে তা করে নিন। এবার Maximize করে Next বাটনে করুন। নিচের screen আসলে USB Flash/ option টি select করে next দিন।
এই screen থেকে আপনি Software টি Compress করতে পারবেন। সবশেষে নিচের screen থেকে BuildNow বাটনে click করে Finish দিতে পারেন। BrowseProject বটনে click করে Project টি কোথায় save হয়েছে তা দেখতে পারেন।
এবার save location এ গিয়ে Bin Folder এ ঢুকে আপনার Software এর icon এ click করে চালু করে দেখুন। শুধু Bin Folder টি copy করে অন্য কম্পিউটারে চালিয়ে দেখতে পারেন। DOWNLOAD
আমি khandigital। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই কাজের যিনিস