আপনার প্রয়োজনীয় Software এর Portable version তৈরি করুন।

আমরা যারা বিভিন্ন Software নিয়ে কাজ করি তারা সবসময়ই হাজার চেষ্টা করেও C drive কে ফাকা রাখতে পারিনা। আবার কিছু কিছু Software মাত্র একবার ব্যবহার করার জন্য install করতে হয় যা খুবই বিরক্তিকর। এসব সমস্যা সমাধানের জন্য বিভিন্ন Portable Software বের হয়েছে বটে তবে আমরা সেগুলো খুব কমই ব্যবহার করি। সবথেকে ভাল হয় আমরা যেসব Software সচরাচর ব্যবহার করি সেগুলোর Portable version পেলে। আজ যে Software টির কথা বলবো সেটি দিয়ে আপনি যেকোন Software এর Portable version তৈরি করতে পারবেন। Software টি হচ্ছে Thinstall Virtualization Suite।

আপনার প্রয়োজনীয় Software এর Portable version তৈরির জন্য Thinstall Software টি open করে next দিতে থাকুন।

1st

যখন এই Screen আসবে তখন minimize করে আপনার প্রয়োজনীয় Software টি Install করে প্রয়োজনীয় configure থাকলে তা করে নিন। এবার Maximize করে Next বাটনে করুন। নিচের screen আসলে USB Flash/ option টি select করে next দিন।

2nd

3rd

এই screen থেকে আপনি Software টি Compress করতে পারবেন। সবশেষে নিচের screen থেকে BuildNow বাটনে click  করে Finish দিতে পারেন। BrowseProject বটনে click করে Project টি কোথায় save হয়েছে তা দেখতে পারেন।

4th

এবার save location এ গিয়ে Bin Folder এ ঢুকে আপনার Software এর icon এ click করে চালু করে দেখুন। শুধু Bin Folder টি copy করে অন্য কম্পিউটারে চালিয়ে দেখতে পারেন।  DOWNLOAD

Level 0

আমি khandigital। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ ভাই কাজের যিনিস

Level 0

ধন্যবাদ কাজে অাস েব

Level 0

অসংখ্য ধন্যবাদ। অনেকদিন ধরে এমন একটি Software খুজছিলাম।

Level 0

Thanks for your tips

Level New

ভাইজান কিছু মনে কইরেন না লিংক টা দেখেন http://cae.com.bd/content/view/620/40/

হামিদ ভাই যা দেখাইলো তাতে বুঝলাম আপনার টিউনটাই পোর্টেবল। 🙂 আপনি কি পাভেল? না হলে এই টিউন ডিলেট করেন।

Level 0

শাকিল ভাই ধন্যবাদ একমত পোষন করার জন্য । আর ডোমেইন নেম নিয়া যে টিউন টা লেখার কথা ছিল তা কি ভুলে গেছেন ।

করব ভাই একটু ব্যাস্ত তাই করা হচ্ছে না।

Level 0

Mr. hamid, your a great spy. …………………………………………………….(Thanks)

Level 0

ধন্যবাদ শাকিল ভাই আমার কথা নলেজে রাখার জন্য । আপনি সহজ ভাষায় টিউন টি করবেন কারন আমিও কিছু শিখার আশায় আছি । আর আমিও একটি ডোমেইন নেম নিতে আগ্রহী ।

Copy KORA

পোর্টেবল করবার পর কিছু কিছু এপ্লিক্যাশান এর সাইজ অনেক বড় হয়ে যায়, কেন ? এক্ষেত্রে কি করা যায় ? যেমন আমি ACDSee কে পোর্টেবল করেছিলাম, যা নরমালি ইনস্টল দেবার পর ২/৪ মেগাও সাইজ হয় না, সেখানে পোর্টেবল করার পর প্রায় ৬০ মেগা হয়েগিয়েছিল !!!!!

Level 0

@ বাবু apne nije jodi kajer hoye taken tahole copy Kore shundor tune korte parven…shudu beker comment koren ken…………agulo toh faltu kaj 🙁

Level 0

vai password ta bolben ki plz