ফেসবুকের মত গুগল প্লাসের নোটিফিকেশনও মোবাইলে এসএমএস হিসাবে পাওয়া যায়, এজন্য কোন চার্জ দেওয়া লাগবে না। গুগল প্লাসের ফোন নোটিফিকেশনে শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং ভারতের নাম রয়েছে ফলে স্বাভাবিকভাবে অন্যদেশ থেকে নোটিফিকেশনের সুবিধা বর্তমানে পাওয়া যাবে না। তবে এজন্য একটু খাটুনি করতে হবে। গুগলে টু-স্টেপ ভেরিফিকেশন সক্রিয় করলে (পরে টু-স্টেপ ভেরিফিকেশন নিস্ক্রিয় করলেও সমস্যা নেই) গুগল প্লাসে মোবাইল নম্বর চলে আসবে। এবার গুগল প্লাসের Options এ ক্লিক করে Google+ Settings এ ক্লিক করার পরে বাম পাশের Google+ ট্যাবে থাকা Set delivery preferences এর SMS অপশনে নির্বাচন করুন। এবার Receive notifications এর Phone এ যে যে নোটিফিকেশন পেতে চান সেগুলো নির্বাচন করলেই হবে। ব্যাস এবার নোটিফিকেশনগুলো আপনার মোবাইলে এসএমএস হিসাবে আসবে।
প্রথম প্রকাশ: http://www.shamokaldarpon.com/?p=2791
আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
+88-0155-2333272
আমার গুগলে টু-স্টেপ ভেরিফিকেশন সক্রিয় করা আছে কিন্ত Google+ mobile number আসেনা… এখান কি করবো??