সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার জীবনের প্রথম টিউন। আমি আপনাদের জগতে নতুন। নতুন বলতে একেবারেই নতুন। তাই যদি কোন রকম ভূল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। আর যদি এই টিউনটি আগে প্রকাশ হয়ে থাকে তাহলে আরো একবার ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার কাজের কথায় আসি……
অনেক খোঁজ করেছিলাম এমন একটা সফ্টওয়ার যেটা দিয়ে অল্প সময়ে অনেক ইয়াহু আইডি বানানো যায়। কিন্তু পাইনি। যাও পেয়েছিলাম (টেকটিউনস ) https://www.techtunes.io/download/tune-id/40951/ (soto-ustad) । কিন্তু এটা ইনস্টল হয়না।
আজ তেমনি একটা সফ্টওয়ার উপহার দিব আপনাদের যেটা দিয়ে অল্প সময়ে অনেক ইয়াহু আইডি তৈরী করতে পারবেন। যার নাম IR-IDMaker. এটা ইনস্টল করতে হয় না। শুধূ রান করেই আপনি কাজ করতে পারবেন।
প্রথমে ডাউনলোড করে সফ্টটা রান করুন ...
এই রকম একটা স্ক্রিন আসবে………
যা যা করতে হবে আপনাকে…
1. Yahoo ID
2. Password
3. First Name
4. Last Name
5. Birthday, Month, Year
6. Postal code (সঠিক এবং গুরুত্বপুর্ণ)
7. Question + Answer
এই গুলো পূরণ করার পর Start এ ক্লিক করলে একটা Captcha আসবে, সেটা অনুরুপ লিখে create এ Click করুন (মনে রাখবেন যাতে Captcha ভুল না হয়)। দেখবেন Total Created Bots এ আপনার নতুন আইডি যোগ হচ্ছে। এবার শুধু একটার পর একটা Captcha লিখে Create করুন। যতবার Captcha লিখবেন ততবার একটা করে নতুন আইডি যোগ হচ্ছে এখানে।শূধূ নামের শেষে একটা করে সংখ্যা বসছে। শেষ হয়ে গেলে Stop এ ক্লিক করে Save এ Click করুন। জায়গাটা দেখিয়ে দিন কোথায় Save করবেন।
সফ্টওয়ার টা Download করে নিন নিচে দেওয়া লিংক থেকে…..
http://ethicalhacking1.com/blog/?p=1476
মাত্র 63kbs
কষ্ট করে আমার টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। জানিনা কত টুকু গুছিয়ে লিখতে পেরেছি।ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। ভাল লাগলে কমেন্ট করবেন, না লাগলেও করবেন।
আবারো ধন্যবাদ…..
আমি রনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রতিটি মানুষ বেঁচে থাকার জন্য সংগ্রামে লিপ্ত থাকে। এ জেনো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য রীতিমত একটি যুদ্ধ। তবে বর্তমান যুগে মানুষের জীবনের সমাধী রচনার জন্য মানুষের হিংসা, বিদ্বেষ ও লোভ-লালসাই সর্বোতভাবে দায়ী। এছাড়াও রয়েছে অনেকের মাঝে পরশ্রীকাতরতা। একটি মানষ যখন বীভৎস জিঘাংসায় মেতে উঠে তখন সে হয়ে যায় দানবের...
ধন্যবাদ। কিন্তু এটা নিয়ে আগে টিউন হয়েছে।