অল্প সময়ে তৈরী করুন একাধিক Yahoo ID

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার জীবনের প্রথম টিউন। আমি আপনাদের জগতে নতুন। নতুন বলতে একেবারেই নতুন। তাই যদি কোন রকম ভূল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। আর যদি এই টিউনটি আগে প্রকাশ হয়ে থাকে তাহলে আরো একবার ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার কাজের কথায় আসি……
অনেক খোঁজ করেছিলাম এমন একটা সফ্টওয়ার যেটা দিয়ে অল্প সময়ে অনেক ইয়াহু আইডি বানানো যায়। কিন্তু পাইনি। যাও পেয়েছিলাম (টেকটিউনস ) https://www.techtunes.io/download/tune-id/40951/     (soto-ustad) । কিন্তু এটা ইনস্টল হয়না।
আজ তেমনি একটা সফ্টওয়ার উপহার দিব আপনাদের যেটা দিয়ে অল্প সময়ে অনেক ইয়াহু আইডি তৈরী করতে পারবেন। যার নাম IR-IDMaker. এটা ইনস্টল করতে হয় না। শুধূ রান করেই আপনি কাজ করতে পারবেন।
প্রথমে ডাউনলোড করে ‍সফ্টটা রান করুন ...
এই রকম একটা স্ক্রিন আসবে………

যা যা করতে হবে আপনাকে…
1. Yahoo ID
2. Password
3. First Name
4. Last Name
5. Birthday, Month, Year
6. Postal code (সঠিক এবং গুরুত্বপুর্ণ)
7. Question + Answer
এই গুলো পূরণ করার পর Start এ ক্লিক করলে একটা Captcha আসবে, সেটা অনুরুপ লিখে create এ Click করুন (মনে রাখবেন যাতে Captcha ভুল না হয়)। দেখবেন Total Created Bots এ আপনার নতুন আইডি যোগ হচ্ছে। এবার শুধু একটার পর একটা Captcha লিখে Create করুন। যতবার Captcha লিখবেন ততবার একটা করে নতুন আইডি যোগ হচ্ছে এখানে।শূধূ নামের শেষে একটা করে সংখ্যা বসছে। শেষ হয়ে গেলে Stop এ ক্লিক করে Save এ Click করুন। জায়গাটা দেখিয়ে দিন কোথায় Save করবেন।
সফ্টওয়ার টা Download করে নিন নিচে দেওয়া লিংক থেকে…..
http://ethicalhacking1.com/blog/?p=1476
মাত্র 63kbs
কষ্ট করে আমার টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। জানিনা কত টুকু গুছিয়ে লিখতে পেরেছি।ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। ভাল লাগলে কমেন্ট করবেন, না লাগলেও করবেন।
আবারো ধন্যবাদ…..

Level 0

আমি রনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রতিটি মানুষ বেঁচে থাকার জন্য সংগ্রামে লিপ্ত থাকে। এ জেনো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য রীতিমত একটি যুদ্ধ। তবে বর্তমান যুগে মানুষের জীবনের সমাধী রচনার জন্য মানুষের হিংসা, বিদ্বেষ ও লোভ-লালসাই সর্বোতভাবে দায়ী। এছাড়াও রয়েছে অনেকের মাঝে পরশ্রীকাতরতা। একটি মানষ যখন বীভৎস জিঘাংসায় মেতে উঠে তখন সে হয়ে যায় দানবের...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ। কিন্তু এটা নিয়ে আগে টিউন হয়েছে।

    Level 0

    দুঃথিত জানা থাকলে এই টিউনটি করতাম না।

ধন্যবাদ

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।

এত আইডি দিয়ে কি হবে ?

অনেক পুরনো জিনিস আমি ৩ মাস ধরে ব্যাবহার করি…। এক ক্লিক এ একাধিক আই ডি হয় এমন সফটওয়্যার দেন কাজে লাগবে

    Level 0

    পেলে জানাবো। ধন্যবাদ

Level 0

Bro sob kisu hosse kintu kono captha to aschena???????????

    Level 0

    কোন কিছূ বাদ দেন নাইতো?!

    Level 0

    হয়তো আপনার কোন এক জায়গায় সমস্যা হচ্ছে। আবার ট্রাই করুন। প্লিজ…………

    ভাই ID,password পছন্দমত দিয়ে বাকিগুলো রেন্ডম দিয়ে ট্রাই করুন হবে ।

কই ভাই কেপচা ত আসেনা :O :-S

ভাই রনি এটা আপনার প্রথম পোস্ট । আর অরিজিনাল পোস্ট টা একটা হ্যাকিং ব্লগে দেওয়া হয়েছে । আপনি একজন পুরাতন টিউনার আমি মনে করি কিন্ত আপনি নতুন একটা "রনি" নামের একাওন্ট বানিয়ে এই সফটওয়ারটারটির মদ্ধে এন্টিভাইরাস আনডিটেক্টেবল কিলগার বাইন্ড করে দিয়েছেন । যদি আমার ধারণা ভুল হয়ে থাকে তাহলে খুশী হব । টেকটিউনস পরিবারকে ভালবাসলে প্লিজ এমন কোন কিছু করবেন না । ধন্যবাদ

    Level 0

    হা ভাইয়া আমি নতুন। আর এটাই আমার প্রথম পোষ্ট। এর আগে অনেক বার লেখার চেষ্ট করেছিলাম কিন্তু কি ভাবে কি করতে হয় জানতাম না। গতকালই https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/42539/ এই টিউনটা পড়ে করতে পেরেছি। আর ভাই আমি আপনাদের মতো এতো ওস্তাদ না নেট এর কাজে। তাই এন্টিভাইরাস সম্পর্কে কি যেন বললেন সেই ধরনের কোন কিছূই করতে পারিনা। আপনার ধারনা ভূল। আমি ব্যবহার করছি। আমার তো কোন সমস্যা হচ্ছে না।
    ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

    দুক্ষিত ভাই প্লিজ কিছু মনে করবেন না। কেপচা শো করেনি তাই একটু সন্দেহ হয়েছিল । কিন্তু পরে সমাধান পায়েছি। ধন্যবাদ ভাই প্রথম টিউন খুব ভাল হয়েছে । আর টেকটিউনস পরিবারে স্বাগতম ।

আমি এই সফ্টওয়্যারটি ব্যবহার করেছিলাম। ৩০০ আইডি করার পর যখন চেক করি তখন মাত্র ২০টি একাউন্টে লগ করতে পেরেছি।
যাই হোক আমার এ্কটি ফেসবুক আইডি ক্রিয়েটর প্রয়োজন। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন?

ধন্যবাদ

    Level 0

    উপরে দেখুন সোহাগ ভাই 3 মাস ধরে ব্যবহার করছে। মনে হয়না কোন সমস্যা হচ্ছে। আর ফেসবুক আইডি ক্রিয়েটর পেলে জানাবো। ধন্যবাদ।

ধন্যবাদ।

এটা দিয়ে আইডি তৈরী করলে কিছু দিন পর ইয়াহু সেগুলো বাতিল করে দেয়। আর এটা নিয়ে কেউ মনে হয় কিছু দিন আগে টিউন করেছি।

আরে ভাই এই সফটওয়্যারটা দিয়ে আগে আমি অনেক ইয়াহু আইডি বানাইছিলাম। যদি পারেন তাইলে কীভাবে জিমেইল একাউন্ট খুলতে হয় জানাবেন। খুবই বিপদে আছি..

Level 0

Vai Captcha Load Houar Age Soft Ta Auto Close Hoie Jai Keno

Level 0

Vai Captcha Load Houar Age Soft Ta Close Hoie Jai KenO?

Level 0

ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। ভাইয়া যদি সন্দেহ হয় তা হলে http://www.urlvoid.com/ এই লিংকে সাইটটি স্কেন করে দেখতে পারেন। মনে হয়না কোন ভাইরাস আছে।