ফ্রি ওয়ার্ডপ্রেস সাইটের যে জিনিসটি আমার কাছে সব থেকে ভাল লাগে তা হল ড্যাসবোর্ডের জনপ্রিয় সাইটগুলোর লিংক।সেই সাথে আপনার ড্যাসবোর্ড থেকে জানতে পারবেন ওয়ার্ড প্রেসে কারা সর্বশেষ পোষ্ট দিয়েছে।এতে ব্লগিংকে খুব ভাল ভাবে উপভোগ করা যায়।যেই পোষ্ট করছে তা ড্যাসবোর্ডে দেখা যাচ্ছে।সব থেকে জনপ্রিয় পোষ্ট লিংক ও সাইট সম্পর্কে সহজেই জানা যাচ্ছে।জনপ্রিয় পোষ্টগুলোতে সাথে সাথে যাওয়া যাচ্ছে এবং কমেন্ট করে মন্তব্য প্রদান করা যাচ্ছে।সত্যিই বিষয়টি দারূন!উপভোগ করার মত একটি বিষয়।
ফ্রি ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের মধ্যে যারা এই ট্রিকসটি জানেন না,তারা প্রথমে লগিন করে ড্যাসবোর্ডে চলে যান।অতপর "সবচাইতে জনপ্রিয়" নামে নিচের দিকে একটি ট্যাব পাবেন।ট্যাবের ডানপাশে আরো কয়েকটি সাবমেনু পাবেন।সাবমেনুগুলোতে ক্লিক করে দেখুন,ওয়ার্ডপ্রেসে ব্লগিং করার মজাই আলাদা।
ওয়ার্ডপ্রেসের সাথে আছি,সাথেই থাকব। ওয়ার্ডপ্রেসে আমার অনেকগুলো জনপ্রিয় সাইট থাকলেও সর্বশেষ ব্লগটি হল:টিউটরিয়াল মেকার এবং সাইটি তৈরি করার ৩য় দিনই জনপ্রিয় সাইটগুলোর একটিতে স্থান পায়।যদিও মাঝে মধ্যে লিষ্টে পাওয়া যায় না।এই প্রষ্টটি করার সময় আমার এই সাইটের বয়স এক সাপ্তাহও হয় নি।আপনারাও আপনাদের ব্লগিংকে উপভোগ করতে ওয়ার্ডপ্রেসে আসুন।আপনাদেন অপেক্ষায় আমরা ওয়ার্ডপ্রেসের সকল ব্লগারবৃন্ধ। ধন্যবাদ সবাইকে।
আমি TutorialMaker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tutorialmaker ভাই আপনার ব্লগটি দেখলাম খুবই ভাল লাগল আপনার থিম ডিজাইনটা। থিমটা কি ফ্রি না পেইড থিম? আমি একটা ব্লগ বানিয়েছি ওয়ার্ডপ্রেসে এর জন্য আপনারটার মত ভাল একটা থিম পাচ্ছিনা। আর ওয়ার্ডপ্রেসে HTML লেআউটটা পাওয়া যায়নাকি ব্লগষ্পটে যেরকম পাওয়া যায়? ওয়ার্ডপ্রেসে নতুন আমি। আপনার ব্লগটা আর পোস্টটা দেখে আগ্রহ বেড়ে গেল আমার ব্লগটা নিয়ে। যদি সাহায্য করেন উপকৃত হয়। ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য।
ফ্রী থীম ইউজ করছি।আপাতত ওয়ার্ড প্রেস নিয়েই আছি।টি টি তে কিছু টিউন দেয়ার ইচ্ছা আছে।আর আমি নিচের থীম টি ইউজ করছি।আপনি এই থীম ব্যবহার করতে চাইলে Digg 3 Column by WP Designer লিখে সার্চ করূন।সার্চ করবেন ওয়ার্ডপ্রেসেই।ধন্যবাদ
তাহলে ভাই নিশাচর নাইম ভাইর মত পার্ট বাই পার্ট টিউন দিন ওয়ার্ডপ্রেস সম্বন্ধে।