আইটি ওয়াল্ড এখন আরো উন্নত! একটি প্রযুক্তি বাংলা ব্লগ!

বিসমিল্লাহির রহমানীর রাহিম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আজ অনেক দিন পর একটি টিউন করতে অনেক ভালো লাগছে। মুলত আমার এখনকার এই টিউনটা একটা ওয়েব সাইট সম্পর্কে। এটার নাম হলো "আইটি ওয়াল্ড"। লক্ষ্যঃ প্রযুক্তি এখন হাতের মুঠোয়। পূর্বে অবশ্য আইটি ওয়াল্ড নিয়ে কখনও কোন জায়গায় এ রকম রিভিউ পোষ্ট লেখা হয় নি। আপনারা হয়তবা জানেন আইটি ওয়াল্ড পূর্বে ব্লগার প্লাটফ্রমে ছিল। কিন্তু বর্তমানে আইটি ওয়াল্ড ওয়ার্ডপ্রেস প্লাটফ্রমে এবং নতুন রুপে। সঙ্গে যোগ করা হয়েছে নতুন সব ফিচার।

আইটি ওয়াল্ড সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

বাংলায় তথ্য প্রযুক্তিকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সূচনা হয় আইটি ওয়াল্ডের। আইটি ওয়াল্ডে নিয়মিত তথ্য প্রযুক্তি তথা, ডাউনলোড, প্রযুক্তির খবর, সফটওয়্যার, ধারাবাহিক পর্ব, গেমস, টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস, ইসলাম ইত্যাদি বিষয়ে প্রতি নিয়ত এবং নিয়মিত পোষ্ট করা হয়। এছাড়াও পোস্ট পড়ার পাশাপাশি আপনি আইটি ওয়াল্ডে পোষ্ট লিখতে ও মতামত দিতে পারবেন।

আইটি ওয়াল্ড দেখতে যেমনঃ

 

=======> http://www.itworld.com.bd <========

আইটি ওয়াল্ডের সাথে সব সময় থাকতে যোগ দিন ফেসবুক এবং টুইটারেঃ

আশা করি আপনারা প্রযুক্তির এই দৌড়ে আমাদের সাথেই থাকবেন। আর হ্যা ওয়েব সাইটটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন 🙂
ধন্যবাদ......

Level 0

আমি আব্দুর রহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুঁদে কম্পিউটার বিজ্ঞানী হতে মন চাইলেও মনের দিক থেকে আমি কিন্তু সাদা মনের মানুষ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুভ কামনা রইলো ,
আসা করি আপনারা আরো এগিয়ে যাবেন ……….:)

আব্দুর রহিম ভাই , এখানে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় একটু বলবেন??

    সার্ভার সমস্যার কারণে বর্তমানে রেজিষ্টেশন বন্ধ রাখা হয়েছে। ইনসাআল্লাহ খুব শিগ্রহি সবার জন্য রেজিষ্টেশন উন্মুক্ত করা হবে। 🙂

go on …

Level 0

ভাই এই সব ফ্রী হস্টিং অ্যান্ড ফ্রী ডোমেইন বাদ দেন। অরজিনাল ডোমেইন কিনেন অ্যান্ড ভাল হস্টিং এ হোস্ট করে সাইট চালান। এত সুন্দর করে সাইট বানাইছেন কিন্তু ফ্রী এর কারনে ভাল লাগতাছেনা।

    ভাইয়া আমি কেবল মাত্র একজন ছাত্র। বুঝতেই তো পারছেন। আর তাছাড়া বাড়তি কোন সহযোগীতাও নেই। ইনসাআল্লাহ আগে বড় হই। কলেজে উঠি। তারপর এর ভারসন ৩.০ টা হবে ফুল ডোমেইন এবং ভালো হোষ্টিং এ। আপনারা শুধু পাশে থাকবেন আর দোয়া করবেন। ইনসাআল্লাহ যেন সফল হতে পারি।

Level 0

রহিম, আপনার http://www.itworld24.tk প্রযুক্তি বাংলা ব্লগ! এর কমেটবার্ডে আইডিম দিয়ে ডাউনলোড টিউনস খুব সুন্দর । কমেটবার্ড আসলে সবচেয়ে ফাষ্ট ব্রাউজার। ওয়েব সাইটটি দারুন। ধন্যবাদ।

আব্দুর রহিম ভাই! আপনাকে স্বাগতম সুন্দর সচ্ছ একটা ওয়েব সাইট বানানোর জন্য!। আর ভাই আমিও অনেক আগেই (মাত্র ৬ ক্লাস) থেকেই পড়া ছাইড়া দিয়েছি। আমিও তাহলে বড় হইনি কিন্তু……