আমরা অনেকে Iobit Security 360 এর নাম শুনেছি অনেকে ব্যবহারও করেছি । কিন্তু অনেকে এর সম্পর্কে খুব বেশি একটা জানে না । এই সফটওয়ার টা ফ্রি । মজার বিষয় হল আমাদের অনেক সময় ভাইরাস অথবা অন্য কোন কারনে অযাচিত ফাইল ডিলেট হয় না তখন আমরা Unlocker সফটওয়ারটি ব্যবহার করে থাকি । কিন্তু Iobit Security 360 ব্যবহার করলে যেমন মেলওয়ার থেকে প্রটেকশন পাওয়া যায় তেমনি Unlocker এর মত একটি সফটওয়ার এর সাথে দেওয়াই থাকে যা যেকোন ফাইল যা ডিলেট হয় না তা ডিলেট করতে সাহায্য করে । আর কম্পিউটারের এবং ব্রাউজারের অযাচিত জাংক ফাইল রিমুভ করতে সহায়তা করে থাকে । এটি রেজিসট্রি এর মেলওয়ারও ক্লিন করে থাকে ।
ভাল লাগলে এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করা শুরু করে দিন । সকলকে ধন্যবাদ ............
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
অগ্রীম ধন্যবাদ। ডাউনলোড করে দেখি কেমন লাগে।