টিউনার এবং ভিজিটরদের দৃষ্টি আকর্ষন

আমরা সবাই কম্পিউটার সম্পর্কে কিছু না কিছু জানি । সবাই কিন্তু একই জিনিষ সম্পর্কে জানে না । এই সাইটের মাধ্যমে আমরা একজনের জানা বিষয় সম্পর্কে অন্যজনকে অবহিত করি যাতে তারা উপকৃত হয় । কিন্তু একজন টিউনার তখনই হতাশা অনুভব করেন যখন তার টিউন সম্পর্কে Bad Comment করা হয় । কিন্তু Bad Comment না করে যদি পরামর্শ দেয়া হয় তাহলে আশাকরি টিউনার কে হতাশ করবে না । কারন টিউনগুলো আপনাদের জন্যই করা হয় । সবাই তো একরকম ভাবে সকলের সামনে ভালভাবে উপস্থাপনা তুলে ধরতে পারে না । ভুলত্রুটি মানুষ মাত্রই থাকবে । সকলের কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা যাতে Bad Comment না করে পরামর্শ দেন । আপনাদের মন্তব্যের উপর ভিত্তি করে আমি টিউন লেখা শুরু করব । সকলকে ধন্যবাদ , সবাই ভাল থাকবেন ।

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুরু করে দিন টিউন করা।

    Level 0

    আপনি ঠিক কথাই বলছেন। অবশ্যই অামাদের উচিত ভাল মন্ত্যব করে টিউনারকে উৎসাহিত করা .

Level New

ব্যাড কমেন্টস কে ভয় না পেয়ে পজিটিভ ভাবে দেখুন।

Level 0

আশাকরি ভালো ভালো টিউন উপহার দিবেন । আপনাকে ধন্যবাদ ।

Level 0

না ভাই ভয় না আসলে খারাপ লাগে । নিজের সম্পর্কে কিছু বললে খারাপ তো লাগারই কথা তাই না

Level 0

টিউন করা শুরু করে দিন ।আশাকরি ভালো ভালো টিউন উপহার দিবেন

Level 0

I m agree with Robayeth. Take bad comments as a positive sense. It also encourage u to do good. Start tuning.

Level 0

সকলকে ধন্যবাদ আপনাদের মন্তব্যই আমাকে আশা যুগিয়েছ ।

Level 0

হ্যাঁ, একমত আপনার সাথে, ধন্যবাদ…

Level New

আর জাই করুন মজার টিউন হতে হবে। আর জদি কেউ কষ্টদিয়ে মন্তব্য করে তাতে কি হয়েছে তাকে সাদ্যঅনুযায়ী সুন্দর ভাবে বুঝিদিলেই হয় এতে আপনার জনপ্রিয়তা বাড়বে টেকটউনস এই না পৃথিবীর যে কোন জায়গায়। mind it boro bai

আরে শুরু করে দিন এই সব আবার বলা লাগে !। আশা করি কেউ খারাপ কমেন্ট করবে না । শুধু টিউন এর নিচে একটু লিখে দিবেন যে যার ভালো লাগবে না সে যেন কমেন্ট না করে আর যার ভালো লাগবে সে কমেন্ট করবে। ব্যস হয়ে গেল।
তবে টিউন এর যদি কোন ভুল থাকে সেটা ধরিয়ে দিব আর সেটাকে নেগেটিভ না ভেবে পরামর্শ হিসাবে গ্রহন করবেন।
যায় হোক আপনাকে স্বাগত জানাচ্ছি।

Level 2

কিচ্ছু বলা লাগবে না ভাই । একধরনের মানুষ আছে যাদের কাজ ই মানুষকে পচানো । আপনার কাজ আপনি করে যান। কে কি বলল তা নিয়া মাথা ঘামাবেন না। ভালো থাকবেন।

Level New

Link in world ভাই আমি কিন্তু আপনার আগেই মন্তব্য করেছিলাম তবে দুঃখের বিষয় হচ্ছে আমার মন্তব্য গুলো গ্রহণ হচ্ছে না কেন জানি না (just fun)। Lotus ভাই কে বলব যে যাইকরুন সুন্দর সুন্দর টিউন হতে হবে। আর কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে মন্তব্য করে তাতে কি হয়েছে সাদ্যঅনুযায়ী বুঝিয়ে দিবেন দেখবেন এতে আপনার জনপ্রিয়তা বাড়বে টেকটিউনস এ কেন ? পৃথিবীর যে কোন জায়গায়।

Level 0

আপনি শুরু করেন, আমিও শুরু করব
মন্তব্য আমার টিউন শুরু করলাম

Level 0

আপনি শুরু করেন, আমিও শুরু করব
মন্তব্য দিয়ে আমার টিউন শুরু করলাম

আপনি ঠিক কথাই বলছেন।………….. অবশ্যই অামাদের উচিত ভাল মন্ত্যব করে টিউনারকে উৎসাহিত করা .

Level 0

আমারও মনে হয় তাই ধন্যবাদ সকলকে । আশা করি সবাইকে সবসময় কাছে পাব ।

করিতে পারিনা কাজ
সদা ভয় সদা লাজ
সংশয়ে সদা টলে
পাছে লোকে কিছু বলে……………

যা হো টেক টিউনস তো আমাদের জন্য তাইনা। আর যা আমাদের নিজের তাকে তো ভাল বাসতেই হবে। এখানে সবাই সবার সহযোগি। কেউ কারো শত্রু না। কারো কমেন্ট করার ধরণ একটু ভিন্ন হতেই পারে কিন্তু তাই বলে সে আমার বা অন্য কারো শত্রু কিন্তু নয়। বিশ্বাস না হয় একবার তার সাথে কথা বলেই দেখুন। আমার কিন্তু এমনই মনে হয়েছে।

সর্বপ্রথম আপনাকে ভাবতে হবে এখানকার সবাই আপনার বন্ধু কিংবা আপনি সবার বন্ধু। তাহলে আপনার আর কোন কিছুই খারাপ লাগবেনা। এসব ছোট-খাটো ব্যপার নিয়ে মাথা ঘামানোর দরকার নাই…আপনি লিখতে থাকুন, বন্ধুদের সাহায্য করার মানসিকতা নিয়ে। সবসময় সবকিছুই পজেটিভ ভাবে নিন, তাতে আপনারি উপকার হবে….

http://www.Linkinworld.com এর সাথে একমত

আর micromission ভাই আপনি কি আমার কথা বললেন? ( হা হা হা)

আসসালামু আলাইকুম
সম্মানিত টেকটিউনের ভাইবোনেরা আসুন আমরা খারাপ মন্তব্য না করে কাউকে ভাল উপদেশ দিই। এতে আল্লাহ খুশি হবেন ।

ধন্যবাদ সবাইকে

Level 0

আসা করি technology নিয়ে লিখবেন thank you

শুরু করে দিন ভালো হবে চেষ্টা করবেন নিজে থেকে কিছু লেখার অথবা নিজের মতো করে লেখার কারন নিজের মেধা খাটিয়ে লেখার মধ্যে আলাদা মজা আছে। ধন্যবাদ