আমরা সবাই কম্পিউটার সম্পর্কে কিছু না কিছু জানি । সবাই কিন্তু একই জিনিষ সম্পর্কে জানে না । এই সাইটের মাধ্যমে আমরা একজনের জানা বিষয় সম্পর্কে অন্যজনকে অবহিত করি যাতে তারা উপকৃত হয় । কিন্তু একজন টিউনার তখনই হতাশা অনুভব করেন যখন তার টিউন সম্পর্কে Bad Comment করা হয় । কিন্তু Bad Comment না করে যদি পরামর্শ দেয়া হয় তাহলে আশাকরি টিউনার কে হতাশ করবে না । কারন টিউনগুলো আপনাদের জন্যই করা হয় । সবাই তো একরকম ভাবে সকলের সামনে ভালভাবে উপস্থাপনা তুলে ধরতে পারে না । ভুলত্রুটি মানুষ মাত্রই থাকবে । সকলের কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা যাতে Bad Comment না করে পরামর্শ দেন । আপনাদের মন্তব্যের উপর ভিত্তি করে আমি টিউন লেখা শুরু করব । সকলকে ধন্যবাদ , সবাই ভাল থাকবেন ।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
শুরু করে দিন টিউন করা।