আসসালামু আলাইকুম। টেকটিউনসের সকলকে আমার পক্ষ থেকে হৃদয়ের অন্তস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে মতামত বিনিময় করবো তাহল ব্লগিং। আজকাল প্রতিদিন ইন্টারনেটে নতুন নতুন ইউজার আসছে। সকলেই প্রথমে ব্লগ পড়ে তারপর কোন এক সময় নিজে ব্লগ লিখার চিন্তা করে। প্রথমেই একটি বিশেষ অনুরোধ---- ব্লগিং করুন কোন সমস্যা নেই কিন্তু কোনরকমের ভুয়া ব্লগিং কেউ করবেন না। কারন এতে শুধূ নতুন ইউজাররা নয় বরং অনেক সময় সচেতন লোকেরা একটু বিপদে পড়ে থাকেন।
ব্লগিং এর কিছু গুরুত্বপূর্ণ বিষয়:
- ১। ব্লগিং করার সময় সঠিক বানান ব্যবহার করবেন।
- ২। হুটহাট করে কখনই ব্লগ পোষ্ট করবেন না কিংবা কোন কারনে অসম্পূর্ণ ব্লগ পোষ্ট করবেন না। কারন এতে পাঠকের মনে একধরনের মানসিক অস্থিরতার সৃষ্টি হয়।
- ৩। ইন্টারনেটে সত্যিকারার্থে টাকা আয় ব্যতীত কিংবা পেমেন্ট প্রুফ ছাড়া বিভ্রান্তিজনক কোনরকমের পোষ্ট করবেন না। এটি প্রতারণা ছাড়া আর কিছুই নয়। একবার কি ভেবে দেখেছেন যে এধরনের পোষ্টের কারণে কত লোকের ক্ষতি হচেছ। শুধূ শুধূ তাদের সময় নষ্ট করাচ্ছেন।
- ৪। অাপনি কোন বিষয়ে ব্লগ করবেন সে বিষয়টি সিলেক্ট করুন এবং তথ্য সংগ্রহ করুন এরপর সাবলীল উপস্থাপনের মাধ্যমে তা প্রকাশ করুন।
- ৫। কিছু পোষ্ট আছে যা খুবই অসম্পূর্ণ যা আমাদের পড়তে ইচ্ছা করেনা এ ধরনের পোষ্ট করবেন না। যেমন-আপনি লিখলেন-আমি একটি গল্প বলবো, কিন্তু কিছুক্ষন পর বললেন ভাই গল্পটি কোন ভাল গল্প নয় বলতে ইচ্ছে করছে না। তাহলে কেমন হল? বলেন তো? এধরনের কাজ করবেন না।
- ৬। নিজের মন থেকে লিখুন দেখবেন সবই ইউনিক।
- ৭। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে অনলাইন আয়। অনেকে নানারকম ব্যবসার জাল পেতে রেখেছেন সহজ সরল মানুষদের জন্য। যেমন:
- (ক) কেউ কেউ ২-৩ টি ফ্রি সাইট খুলে সেখানে লিখে রাখেন-ইন্টারনেটে টাকা আয় করতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন। অথবা কেউ কেউ লিখেন-আপনি কি একটি সাইট বানাতে চান এবং আয় করতে চান? তাহলে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পান।
- (খ) কেউ কেউ ফ্রি কর্মশালার আয়োজন করে খাকেন। আর তা দেখে লোকজন ফ্রি সেমিনারের পিছে ছোটেন। কিন্তু একবারই কি ভেবে দেখেছেন এসব কর্মশালা কেন ফ্রিতে দেয়া হচ্ছে। গেলেই বুঝতে পারবেন। সেমিনারে যাবার পর তারা আপনাকে বিভিন্ন কোর্স করতে বলবে। সাথে টাকা তো অবশ্য লাগবেই।
- (গ) রেফরাল বা সদস্য বাড়ানোর জন্য এধরনের সাইটে যেমন পিটিসি সাইটের অনেক পোষ্ট অনলাইনে দেখা যায়। বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে প্রতারণার স্বীকার করানো আর কি!
- ৮। প্রযুক্তি বিষয়ক ভাল ভাল লেখা লিখুন। দেখবেন খুব সহজেই আপনি বিশ্বের দরবারে পরিচিতি লাভ করতে সমর্থ হবেন।
- ৯। বিভিন্ন পত্র পত্রিকায় লেখা হচ্ছে বাংলাদেশ ফ্রিল্যান্সিং এ একটি উজ্জ্বল নক্ষত্র। কিন্তু এই নক্ষত্র অচিরেই ধসে পড়বে যদি সরকারের পক্ষ থেকে কোন উদ্যোগ না নেয়া হয়।
- ১০। সকলেই চায় ফ্রিল্যান্সিং করে উপার্জন করতে। যারা উপার্জন করছেন তারা আমাদের থেকে অনেক বেশী দক্ষ এবং অ্যাকটিভ।
- ১১। প্রযুক্তির যুগে কিছুই গোপনীয় নয়। তাই আর কোন গোপনীয়তা নয় আসুন মন খুলে ব্লগ লিখি।
সময় হলে আমার ব্লগে একটু ঘুরে আসতে পারেন।
absolutely right