”Twitter” ভিজিটর এর একটি শক্তিশালী মাধ্যম

twitter.jpg

টুইটারকে আমরা মাইক্রোব্লগিং সোশাল নেটওয়ার্কিং সাইট হিসাবে জানি । তবে Twitter বর্তমানে ব্লগিং ও নেটওয়ার্কিং এর চাইতে সাইটে ভিজিটর আনার একটি শক্তিশালী মাধ্যম হিসাবে বেশি পরিচিত । টুইটার ব্যবহার করে আপনার সাইটে প্রতিদিন ১০০-২০০ ভিজিটর নিয়ে আসা সম্ভব খুব সহজেই । ৫০০-১০০০ ভিজিটর আনাও অসম্ভব নয় । যাইহোক এবার এই প্রক্রিয়াটি নিয়ে একটু আলোচনা করা যাক ।

টুইটারের রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুবই সহজ । তাই এ ব্যপারে কিছু লিখছি না ।

টুইটার এর মূল বিষয় হচ্ছে ৩টি ...

যথাঃ Update, Following, Followers.

  • Update: আপনি কি করছেন ? বা আপনি আপনার Followers দের কি জানাতে চাচ্ছেন তা ১৪০ ক্যারেক্টার বা অক্ষর এর মধ্যে লিখতে হবে।
  • Following: আপনি যাদের ফলো করছেন তাদের দেয়া সর্বশেষ আপডেট আপনি টুইটারে লগিন করার পর দেখতে পাবেন।
  • Followers: যারা আপনাকে ফলো করছে তারা আপনার দেয়া আপডেট দেখতে পাবে।

এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে Followers কারন তারা আপনার আপডেট দেখবে এবং সেখানে দেয়া আপনার সাইটের লিংকে ক্লিক করবে যদি তারা আগ্রহী হয় । আপনার Followers যতো বেশি হবে ততো বেশি সংখ্যক মানুষ আপনার আপডেট দেখতে পাবে ... এবং আপডেটে ক্লিক করে আপনার সাইটে আসার সম্ভাবনাও বেশি হবে ।

টুইটারে আমি সূচনা করি প্রায় ২ মাস আগে । আমার বর্তমান Followers প্রায় ১,৫০০ এবং এই সংখা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে । http://www.problogger.net এর Derren Rowse এর প্রায় ৭২,০০০ ফলোয়ার্স ! এবং তিনি প্রতিদিন টুইটার থেকে কয়েক হাজার ভিজিটর পাচ্ছেন ।

এবার আসা যাক একটি পরিসংখ্যানে...

আপনার কতজন Followers থাকলে আপনি কতজন ভিজিটর পাবেন ?

মনে করুন আপনার ১,০০০ Followers আছে । এখন আপনি একটি আপডেট দিলে সেটি কতজন দেখতে পাবে ? হতে পারে এটি ১০ জন... ১০০ জন অথবা ৫০০ জন । এটি নির্ভর করে আপনার Follower রা টুইটারে কতটা এক্টিভ তার উপর । মনে করুন আপনার আপডেটটি ৫০ জন দেখতে পেয়েছে এবং ৫ জন আগ্রহ বোধ করে ক্লিক করেছে । অর্থাৎ একটি আপডেট দিয়ে আপনি পেলেন ৫ জন ভিজিটর... এভাবে একদিনে ২০ টি আপডেট দিলে আপনি পাচ্ছেন প্রায় ১০০ জন ভিজিটর । তবে এটি কোন নিশ্চিত হিসাব নয় । আপনি এর চেয়ে আরো কম বা বেশি ভিজিটর পেতে পারেন । তবে আবারো বলছি... আপনার Followers যত বেশি হবে আপনি ততো বেশি ভিজিটর পাবেন ।

বিশেষ ধরনের Followers নির্বাচন

মনে করুন আপনার সাইটটি ফটোশপ টিউটোরিয়ালের । কিন্তু আপনাকে যে ১০০০ জন ফলো করছে তাদের কেউই ফটোশপে আগ্রহী নয় । ফলে আপনার আপডেটে কোন ক্লিক না পড়ার আশংকাই বেশি । তাহলে আপনার প্রয়োজন এমন ফলোয়ার্স যারা ফটোশপে আগ্রহী । কিভাবে ফটোশপে আগ্রহী ফলোয়ার্স পাবেন ? টুইটারে Find People অপশনে ক্লিক করে photoshop লিখে সার্চ করুন । এখানে আপনি কিছু গ্রুপ এবং সাইটের প্রোফাইল পাবেন যারা ফটোশপ নিয়ে বিভিন্ন নিউজ এবং টিউটোরিয়াল লিখে । এই গ্রুপ এবং সাইটগুলোকে যারা ফলো করছে... তারাই ফটোশপে আগ্রহী । এবার আপনি কোন একটি সাইটের বা গ্রুপের প্রোফাইলে ঢুকে Followers এ ক্লিক করুন । এরপর এই ফলোয়ার্স এর মধ্য থেকে প্রতিদিন ৫০-১০০ জনকে ফলো করুন । দেখবেন তাদের মধ্য থেকে অর্ধেক এর মত আপনাকে ফলো করবে । অর্থাৎ আপনি এবার ২৫-৫০ জন ফলোয়ার্স পেয়ে গেলেন যারা ফটোশপে আগ্রহী । এভাবে প্রতিদিন ফলোয়ার্স বাড়াতে থাকুন আর মাঝে মাঝে আপনার সাইটের আপডেট দিন ।

আমার সাইটটি যেহেতু একটি ইবুক সাইট তাই আমার আপডেটগুলো এরকম ...

t.JPG

আশা করি টুইটার সম্পর্কে আপনাদের পুরোপুরি না হলেও কিছুটা ধারনা দিতে পেরেছি । কোন কিছু না বুঝলে প্রশ্ন করতে পারেন ।

কিভাবে টুইটারে বেশি ফলোয়ার্স পাওয়া যায় এবং টুইটারে না ঢুকেও কিভাবে প্রতি ঘন্টায় বা প্রতিদিন আপডেট দেয়া যায় ... এ সম্পর্কিত তথ্য নিয়ে একটি বই রয়েছে যা এখান থেকে ডাউনলোড করতে পারেন ।

dom-t.JPG

আমাকে Twitter এ ফলো করুন  http://www.twitter.com/ImtiajMahmud

Level 0

আমি ইমতিয়াজ মাহমুদ সজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হ্যাঁ আমি টুইটার কে মোটামুটি কাজে লাগাই। তবে টুইটারের বই এর লিংক দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ!!!

সজীব ভাইকে ধন্যবাদ সুন্দর(মনোহর,পিলাস মার্কা,জোশ,nice………….) টিউনের জন্য।

টুইটারের আগেও কিন্তু অনেক মাইক্রোব্লগ ছিল। কিন্তু টুইটার আসলে এই মাইক্রোব্লগকেই প্রোমট করেছে।

খুবই অনন্য একটি টিউন। (বলতে ভুলে গিয়ে ছিলাম) 🙂

হা, আপনার সাইটের ভিজিটর ইদানিং অনেক বেশি, দেখছি। এটা কি টুইটারের মাধ্যমেই…? টিউনটির জন্য ধন্যবাদ।

Level 0

সবাইকে ধন্যবাদ । টিউটো ভাই… আপনার ফোন বন্ধ থাকে কেন ? শাকিল ভাই আপনাকে ফোন করেছিল ।

ভাই একটু দয়া করে বলবেন কিভাবে Followers বানাবো ? অামি শুধু add করে Following করতেছি..

@shojib: সেটটা চুরি হয়েছে। সিমটা তুলতে অলসতা করছি। কমদামি একটা সেট ব্যবহার করবো।

বই এর লিংকটা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ।

Let’s Check Youlovehit ()com For ==>Social Media promoter, social media exchange, Get real social media promotion , Free social media marketing.