বাংলাদেশের সব অপারেটরে ফ্রী এস.এম.এস

টেকটিউন-এ ফ্রী এস.এম.এস নিয়ে টিউনস লেখা সবচেয়ে রিস্কি । এ পর্যন্ত এ সাইটে ১০০ – র উপরে এ বিষয় নিয়ে টিউনস করা হয়েছে । যার বেশিরভাগই এখন কাজ করে না । অনেকে উইজেড নিয়ে টিউনস করে যে গুলো কিছুদিন যাওয়ার পর আর কাজ করে না । তাছড়া কমেন্টের ঝুকি তো আছেই । আমি নিশ্চিৎ আমার এই ভূমিকার কারণে বেশ কিছু বাজে কমেন্ট হজম করতে হবে । ভাবলাম কমেন্ট বন্ধ করে টিউন করব, তবে শেষ মহূর্তে তা বাদ দিলাম । মূল বিষয়ে আসি

বাংলাদেশে সব অপারেটরে ইন্টারনেট থেকে ফ্রী এস.এম.এস পাঠানো যায় এ রকম সাইটের সংখ্যা খুবই কম । আজ সকালে দুইটা সাইট আবিস্কার করলাম যারা বাংলাদেশের সব অপারেটরে ফ্রী এস.এম.এস করতে দেয় । অব্যশই আনলিমিটডে না ( কোন প্রতষ্ঠিত সাইট-ই আনলিমিটেড ফ্রী এস.এম.এস দেয় না ) । সাইট দুইটা নিয়ে বিস্তারিত বলছি ।

বন্ড এস.এম.এস

এ সাইট থেকে আপনি প্রতিদিন ৩টা ফ্রী এস.এম.এস পাঠাতে পারবনে । সাইনআপের ঝামেলা নাই । সেন্ড ফ্রী এস.এম.এস ট্যাবে ক্লীক করে এস.এম.এস পাঠাতে পারবেন । আর একটা কথা আইপি পরিবর্তন করে বেশী এস.এম.এস পাঠানো যেতে পারে । এ ক্ষেত্র এলিট আইপির প্রয়োজন হবে । তবে আমি নিশ্চত না কারণ নিজে পরীক্ষা করে দেখিনি । কেউ সফল হলে জানাবেন । আপডেট - এলিট আইপি ব্যবহার করে আপনি অনেকগুলো এস.এম.এস পাঠাতে পারবেন । আমি নিজে অনেকগুলো পাঠিয়েছি । আর আইপিগুলো ৮০৮০ পোর্টের হলে সবচেয়ে ভাল কাজ করে । তার মানে আমি এটা বলছি না,আপনি সব আই.পি দ্বারা এই কাজটা করতে পারবেন । আশা করি বুঝতে পারবেন ।

http://www.bondsms.com

বাজনেব.কম

এটা মূলত বন্ড এস.এম.এস – এর পার্টনার এস.এম.এস সাইট । এরা আপনাকে প্রতিদিন ২টা ফ্রী এস.এম.এস করতে দিবে । তবে সাইনআপ করতে হবে । সাইনআপ করার পর “পিপল” এর বামপাশে ফ্রী এস.এম.এস এর একটা নীল চিহ্ন দেখতে পাবেন, ও খানে ক্লীক করে ফ্রী এস.এম.এস পাঠাতে পারবেন । আইপির বিষয়টা উপরের সাইটের মতো এটাতেও প্রযোজ্য ।

http://buzznab.com

২টা সাইটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে –

  • নিশ্চিত ডেলিভারি হবে এবং খুব দ্রুত
  • (আমাদের সাধারণ অপারেটরদের মতো)

বাংলাদেশের সব অপারেটর সাপোর্ট করে –

  1. Grameen Phone
  2. Banglalink
  3. Teletalk
  4. Citycell
  5. Robi
  6. Airtel (ওদের কভারেজে Warid লেখা আছে )

Level 0

আমি RAZU Ahammed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ রাজু ভাইয়া এরকম সুন্দর একটি টিউন উপহার দেওয়ার জন্য। আর হা আপনার মোবাইলটা সাইল্যান্ট করে রাইখেন না হলে SMS এর ক্রিং ক্রিং শব্দে কিন্তু ধৈর্য হারা হতে হবে।

    সম্ভাবনা দেখছি না কারণ আনলিমিটেড এস.এম,এস না । আশা করি সবাই প্রয়োজনেই এস.এম.এস পাঠাবে ।

    http://amarbartaa.xp3.biz/
    এই সাইট টা দেখুন, আনলিমিটেড এবং ফ্রি। কোন এড নেই
    (রাজু আহম্মেদ – মেসেজ সেন্ড দেখায়, তবে মোবাইল এ কখনো আসে না )

Level 0

ফ্রি এস এম এস পাঠানোর অনেক সাইট টিটিতে খুঁজলে পাওয়া যাবে । ফ্রি কল করা যায় এমন সাইট নিয়ে টিউন করলে ভাল হয়

i don't find any site at least.evaphone give u 10-20s per day.is it enough for u?

ফ্রি কল করা যায় এমন সাইট থাকলে শেয়ার করেন !!

    ভালো ফ্রী কলের সাইট পেলে অব্যশই শেয়ার করবো ।

ভালো শেয়ার। ধন্যবাদ আপনাকে।

Level 0

RAZU Ahammed ভাই, চেস্ঠা করে দেখি ,মনে হয় কাজ হবে,ধন্যবাদ।

Level 2

স্প্যাম লিঙ্ক মুছে দেয়া হয়েছে এবং এই কমেন্টারের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে – মডারেটর

    Level 0

    এই টা কি Luxury-Ventures এর বিজ্ঞাপন দেয়ার জায়গা ?

    বাবু ভাই এখানে অন্তত বাবুদের মত আচরণ করবেন না এভাবে অ্যাড দিয়ে ।

    এইটা কি ভাই। টেকটিউন্সের নীতিমালা ভঙ্গ করছেন। আপনাদের কে আর কত বার এবং কি ভাবে বললে থামবেন।
    মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি, এর কি কোন প্রতিকার নেই। ডলার ডলার আর ডলার আয়…………অসয্য।
    এদের থেকে টেকটিউন্স কে মুক্ত রাখার ব্যবস্থা করুন প্লিজ………………

Level 0

ভাই,২/৩ টা sms পাঠানো যায় এমন সাইট এর জন্য এত কথা বলার দরকার কি। আমি ও অনেক সাইট পেয়েছি কিন্তু কোনটাই ভালো কাজ করেনা। এই সাইট টা তে যান- http://www.freesmscraze.com/worldwide/send_free_sms_to_bangladesh/, আমি ২/৩ মাস ধরে ব্যবহার করছি কোন সমস্যা ছাড়া।এবং unlimited. কিন্তু একটা কথা জেনে রাখা ভাল, যাকে পাঠাবেন তার মোবাইল on থাকতে হবে। on থাকলে সাথে সাথে deliver হয়ে যাবে। কিন্তু off থাকলে পরে on করার পরও আর deliver হবে না। এবার ইচ্ছমত sms পাঠান। unlimited.

    ভাই এই সাইট দুইটা অনেক নির্ভরশীল । আপনার প্রতি সম্মান রেখেই বলছি, আপনি ঠিকমত আইপি "চেন্জ" করতে পারলে এ সাইটগুলো থেকেই অনেক এস.এম.এস পাঠাতে পারবেন । আর সবগুলো এস.এম.এস-ই ডেলিভারি হবে মোবাইল অন বা অফ যাই থাকুক না কেনো । আশা করি আপনি বিষয়টা বুঝতে পারবেন ।

ধন্যবাদ

Level 0

ভাল শেয়ার।

যাচ্ছে না ভাইয়া…… (amarbarta.tk অকাযর্কর এই বিষেয়ে)

দারুন

আপনার এস.এম.এস-এর সাইট (মানে লিংকটা) টা এখন অকার্যকর ।(amarbarta.tk অকাযর্কর এই বিষেয়ে)

Level 0

🙂

BONDSMS ai site ta diye kaj hoyese. thanks apnake. darun 1 ta jinis pelam

2nd site ta check kroe dekhi nai:)

ভাই আমি আপনার ব্লগ দেখলাম কিন্তু কোথাও আনলিমিটেড বা লিমিটেড ফ্রী কল তো পেলামই না ফ্রী এস.এম.এস ও না ।
আপনার দোষ নাই তারপরও বলবো কনটেন্ট না থাকলে দয়া করে এভাবে লিখেন না । আমি নিজেই বিভ্রান্ত হয়েছিলাম, অন্যরাও হয়তো হবে ।

Level 0

যত ব্লক ঘুড়াঘুড়ি করছি ততই বস্মিত হচ্ছি ………………….কে কার উপর দিয়ে টিক্বা মারতে পারে !! কে কার পোষ্ট কপি করতে পারে , কে কারটা অনুবাদ করতে পারে । এ সবই করছে শুধুমাত্র বাহ্ বাহ কড়ানোর জন্যে । আজ সকালে এই "পোষ্ট প্রথম-আলো ব্লগ" (http://prothom-aloblog.com/posts/47/129478) দেখতে না দেখতেই এখানে চলে এলো ।

RAZU Ahammed কে বলতে চাই আপনি উনার পোষ্ট অধিকাংশ নকল করেছে . আপনি কি উনার কাছে পারমিশন নিয়েছেন????

    আপনি এতো বোকা কেন ? প্রথম আলোতে যে ভদ্রলোক পোস্ট দিয়েছেন তার তারিখ ১০-ই জুন ২০১১;২২.০৫ । আমি এই টিউনটা করেছি ৭ জুন ২০১১ । তাহলে আমি ওনার টিউন কপি করলাম না উনি আমার টিউন কপি করলেন ? সত্যিই অবাক লাগে কোনকিছু না দেখে কেউ এ ভাবে কী করে কমেন্ট করে !!!!!!??? আমি ইচ্ছা করলেই আপনার কমেন্ট ডিলিট করে দিতে পারতাম দিলাম না আপনার বোকামির নিদর্শনটা থাক । ব্লগে তো অনেক ঘোরাঘুরি করছেন শিখলেন টা কি বুঝলাম না । আশা করি এরপর দেখে-শুনে কমেন্ট করবেন।
    যারা প্রথম আলোর টিউনটা দেখতে চান এখানে যান (সময় এবং তারিখটা ভাল করে দেখেন) :
    http://prothom-aloblog.com/posts/47/129478

Level 0

হা হা হা ভাই করছেন কি ??
কাথাগুলো হুবহু তুলেদিলেন >>>>??? আপনি এত্তো অলস কেন? কিছুটা উল্টা-পাল্টা করে দিলে তাওতো মনে বঝ নিতে পারতাম !!!

বিস্তারিত এখানে http://prothom-aloblog.com/posts/47/129478

    আপনি এতো বোকা কেন ? প্রথম আলোতে যে ভদ্রলোক পোস্ট দিয়েছেন তার তারিখ ১০-ই জুন ২০১১;২২.০৫ । আমি এই টিউনটা করেছি ৭ জুন ২০১১ । তাহলে আমি ওনার টিউন কপি করলাম না উনি আমার টিউন কপি করলেন ? সত্যিই অবাক লাগে কোনকিছু না দেখে কেউ এ ভাবে কী করে কমেন্ট করে !!!!!!??? আমি ইচ্ছা করলেই আপনার কমেন্ট ডিলিট করে দিতে পারতাম দিলাম না আপনার বোকামির নিদর্শনটা থাক । ব্লগে তো অনেক ঘোরাঘুরি করছেন শিখলেন টা কি বুঝলাম না । আশা করি এরপর দেখে-শুনে কমেন্ট করবেন।
    যারা প্রথম আলোর টিউনটা দেখতে চান এখানে যান (সময় এবং তারিখটা ভাল করে দেখেন) :
    http://prothom-aloblog.com/posts/47/129478

    [আপনার জন্য আলাদা করে আর কিছু লিখলাম না, কষ্ট করে টিউন করার পর কেউ যখন এ রকম অন্ধের মতো খাটি মিথ্যা অপবাদ দিতে চায় খুব কষ্ট পাই । নিজে টিউন লিখেন কী-না জানি না, তবে আশা করি চোখ বন্ধ করে কোথাও কমেন্ট করবেন না। সুষ্টিকর্তা আপনাদের মতো কমেন্টারদের হেদায়েত করুন; আমিন ।]

    Level 0

    লেখা দুটির মধ্যে সম্পূর্ন মিল পেয়েছি আর কেউ যে তার নিজের (নিজস্ব স্বত্তাধিকারী) ব্লগে এরকম কপি/পোষ্ট করতে পারে ধারনা ছিলনা ।

    সত্যিই আমি দুক্ষিত যে , আমি বুঝতে পারিনি কে পোষ্ট আগে করেছে …………..আপনাকে ধন্যবাদ নির্দেশনা মূলক মন্তব্যের জন্য।

Level 0

লেখা দুটির মধ্যে সম্পূর্ন মিল পেয়েছি আর কেউ যে তার নিজের (নিজস্ব স্বত্তাধিকারী) ব্লগে এরকম কপি/পোষ্ট করতে পারে ধারনা ছিলনা ।

সত্যিই আমি দুক্ষিত যে , আমি বুঝতে পারিনি কে পোষ্ট আগে করেছে …………..আপনাকে ধন্যবাদ নির্দেশনা মূলক মন্তব্যের জন্য।।

    ধন্যবাদ আপনাকে । ধন্যবাদ কারণ আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন । আশা করি………..