আমরা অনেক সময় চাই আমাদের পাশের বাড়ির বন্ধুর কম্পিউটার থেকে ফাইল ট্রান্সফার করার জন্য এজন্য আমরা মূলত ফ্লাসড্রাইভ ব্যবহার করে থাকি। তবে আমরা যখন তখন নেট্য়ার্কং এর মাধ্যমে ফাইল ট্রান্সফার করতে পারেন ফ্লাসড্রাইভ থেকেও ১০ গুন দ্রুত গতিতে এবং কোন ঝামেলা ছাড়াই। তবে এজন্য আপনার নিন্মলিখিত কিছু সরঞ্জামাদি থাকতে হবেঃ
প্রথমেই আপনার ইন্টারনেট কানেকশন প্রভাইডারের কাছ থেকে আপনার আইপি এড্রেসটি জেনে নিন। তারপর নিন্মলিখিত পদক্ষেপগুলো অনুসরন করুন।
Click Start ---> Control Panel ----> Network & Internet Connection ----> Network Setup wizard এ ক্লিক করে নিচের ছবিগুলো অনুসরন করুনঃ
ইন্টারনেট প্রভাইডারের কাছ থেকে পাওয়া আইপি এড্রেসটি Local Area Connection এ প্রবেশ করান। Start ---> Control Panel ---> Network & Internet Connection ---> Network Connection ---> Local Area Connection ---> Properties ---> Internet Protocal (IP) ---> Write Your Ip
ইন্টারনেটের তার আপনার বন্ধু বা পার্শবর্তী যে কম্পিউটারে আপনি নেটওয়ার্কিং করতে চান সেই কম্পিউটারেও একই রকম পদ্ধতি ব্যবহার করতে হবে। তবে একটি জায়গায় পার্থক্য থাকবে আর সেটি হল আইপি এড্রেস। নিচের ছবিটি দেখলে পরিষ্কার হতে পারবেন।
টাস্কবারে Right button ক্লিক করুন।
তারপরে Start Menu ---> Customize ---> Advanced ---> My network place যোগ করুন।
My Network Place - এ গিয়ে View workgroup Computer এ গেলেই আপনার বন্ধুর কম্পিউটারটি দেখতে পারবেন। কোন সমস্যা হলে জানাবেন।
যদি টিউনটি আগে করা হয়ে থাকে তাহলে আন্তরিকভাবে দুঃখিত। সকলকে ধন্যবাদ.............
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
ভালো টিউন। তবে আইপি এর ঝামেলা ছাড়াই শুধু কেবল লাগিয়ে ছোট্ট সফটওয়্যারের সাহায্যে ডাটা ট্রানসফার করা যায়। https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/59590/