আস-সালামু-আলাইকুম,
প্রিয় টিউনার ভাইয়েরা,সবাই কে সালাম জানিয়ে মজার একটা টিউন দিয়ে শুরু করছি।আশা করি এই টিউন টা সবার ভাল লাগবেই।
তার আগে বলে নেই যে সুন্দরবন কে ভোট দিয়েছেন তো?নাহলে এখুনি দিয়ে আসুন।
Facebook PhotoZoom.অসাধারন একটা Add-on.মাত্র ১০কিলোবাইট।এটার মাধ্যমে আপনি আপনার ফেসবুক এর ছবি গুলো অনেক বড় করে দেখতে পারবেন।সেটা নিচের ছবি গুলো দেখলেই বুঝতে পারবেন।আর এটা ফায়ারফক্স ৪ এ খুব ভাল ভাবে কাজ করবে।
* প্রথমে এই খানে ক্লিক করে অ্যাড অন টি ইন্সটল করে নিন।
এখন ইন্সটল হয়ে গেলে ফায়ারফক্স রিস্টার্ট করুন।মেনু বার থেকে Tools অপশন এ ক্লিক করে দেখুন যে Facebook Photozoom নামে একটা অপশন যোগ হয়েছে।
এবং এর সাথে নিচে টাস্ক বার এ এরকম একটি ইমেজ যোগ হয়েছে।ওই ইমেজ এ ক্লিক করে এই অপশন টি On/Off করা যাবে।
এবার ফেসবুক এ লগিন করুন।এবং আপনার Wall or Profile এর যেকোনো ছবি এর উপর মাউস এর কার্সর রাখুন এবং দেখুন যে ছবি গুলো বড় হয়ে যাচ্ছে।মজার না? এখন আর ছবি বড় করে দেখার জন্য কারো প্রোফাইল অথবা Album এ ঢুক্তে হবেনা।
এখুনই ইন্সটল করে নিন।সবাই কে ধন্যবাদ।কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান।
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
শেয়ার করার জন্য ধন্যবাদ। """নামাজ কে বলোনা কাজ আছে,কাজ কে বলো নামাজ আছে।"""
এইটা দারুন।