আমি আজ বলব অনলাইনে capta entry/data entry job নিয়ে আমার অভিজ্ঞতা, ও কিছু অজানা তথ্য। এটা আসলে ফয়সাল ভাইয়ের আরেকটি টিউন দেখে করা।
getafreelancer থেকে আমিও কাজ নিয়েছিলাম। আমি কয়েকদিন চেষ্টা করেছিলাম তবে ফলাফল উৎসাহব্যঞ্জক নয়। আমি রাধিকা নামে ভারতের অন্ধ্রপ্রদেশের এক জনের কাছ থেকে কাজ নিয়েছিলাম। আমাকে পেপালে পে করবে বলে। জানি ঝামেলা তবু প্রথম বলে চেষ্টা করেছিলাম, যার জন্য আজ লিখতে পারছি। রেট .$80/1000, একই রেট। তবে কিছুক্ষণ পরই উৎসাহ হারিয়েছি; কারনগুলো পয়েন্ট আকারে বলছ।
বি.দ্র. আমি রাধিকাকে প্রশ্ন কেরছিলাম এই কাজে মানবজাতির কি লাভ হবে? কারন আমি কোন কাজে হাত দেয়ার আগে জানতে চাই এর উদ্দেশ্য কি। সে জবাব দেয়নি, এড়িয়ে গেছে। তবে আমার মনে হয় ভাল কোন কাজ হয় না। কারন Capta বা এইযে ছবির কোড আমরা বিভিন্ন সময়ে লিখি বিভিন্ন সাইটে, তার একটা উদ্দেশ্য হল স্প্যাম প্রতিরোধ করা। কারন এই ছবির কোড কোন বট বা সফটওয়্যার পড়তে পারেনা। কিছু খারাপ লোক এই কোডগুলো আমাদের দিয়ে অল্প পয়সায় ডেটাএন্ট্রির নামে করিয়ে নিয়ে কোন খারাপ উদ্দেশ্য হাসিল করছে, ডেফিনিটলি।
উদাহরন স্বরুপ ধরেন আমি একটি প্রোগ্রাম লিখলাম যেটি যেকোন সাইটে একাউন্ট খুলতে পারে, রেজিস্ট্রেশনে গিয়ে। আমাপ প্রোগ্রামটি সবই পুরন করতে পারে কিনতু পারেনা শুধু ছবির কোড, তখন এটি তা আমার কাছে পাঠিযে দেয়, আমি তা পুরণ করি তাদিয়ে সে একাউন্ট খোলে ও স্প্যাম কমেন্ট দেয় বা অন্য কিছু করে। এই হল ক্যাপচা রহস্য।
সবাইকে ধন্যবাদ
পুনশ্চঃ আমি কারো মনে আঘাত দেয়ার জন্য এই টিউন দেইনি জাস্ট একটু শেয়ার করলাম। আপনারা কাজ করেন, আমার উৎসাহ থাকল। আসল কথা হল বিদেশ থেকে দুটো টাকা এলে আমাদেরই লাভ। যার চেষ্টা আমিও করি। শাকিল ভাই বস। উনি অনেক কষ্ট করেন।
ভাই আরেকটু বলি, কেউ কি এডক্লিকের/bux সাইটে কিছু আয় করেন? বা জানেন? বা করতে চান? আমি $5 পেয়েছি Alertpay তে। আর কিছু হলে একটা ডোমেইন কিনব। এটা নিয়ে এখন গবেষনা চলছে আমার। কেউ কি মাস্টার আছেন?আমাক মেইল করতে পারেন, alokbiz এট yahoo.com এই ই-মেইলে। ধন্যবাদ।
অবশেষে একটি স্লোগানঃ ”বৈদেশিক মুদ্রা আয় করুন, দেশের জন্য কাজ করুন।” কারন ওদের অনেক আছে, আমাদের নেই কিছুই।আপনাদের মতামত দিন।
আমি অলোক মিস্ত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
microworkers a forum ar kaj kora jaitecha na karon forum pawa jay na. forum pawa gelao post delete hoye jay please ai shomporka kishu bolun.
”বৈদেশিক মুদ্রা আয় করুন, দেশের জন্য কাজ করুন।” কারন ওদের অনেক আছে, আমাদের নেই কিছুই।”
-দারুন