আপনার সকল সোশাল নেটওয়াকিং প্রয়োজন মেটাতে গ্রামীণফোন নিয়ে এলো নতুন ইন্টারনেট প্যাকেজ “মিনিপ্যাক 99MB,” যা চালু হয়েছে ২০ মে ২০১১ থেকে। এই ইন্টারনেট প্যাকেজে গ্রাহক ৯৯ মেগাবাইট ডাটা ব্যবহার করতে পারবেন মাত্র ৯৯ টাকায়, যার মেয়াদ হবে ১৫ দিন। বর্তমানে এই প্যাকেজ শুধুমাত্র প্রিপেইড গ্রাহকরা ব্যবহার করতে পারবেন
কিভাবে সাবস্ক্রাইব করবেন
মিনিপ্যাক 99MB চালু করতে গ্রাহককে ৯৯ লিখে এসএমএস প্রেরণ করতে হবে 5000 নম্বরে অথবা *500*9# ডায়াল করতে হবে। এসএমএস প্রেরণের জন্য কোন চার্জ প্রযোজ্য হবে না।
কিভাবে অব্যবহৃত ব্যালান্স চেক করবেন
মেয়াদ ও অব্যবহৃত ব্যালান্স চেক করতে *500*60# ডায়াল করতে হবে ।
বিস্তারিত বিবরণ
• মিনিপ্যাক 99MB প্রিপেইড গ্রাহকদের জন্য একটি ইন্টারনেট প্যাকেজ যার মাধ্যমে ৯৯ মেগাবাইট ডাটা ব্যবহার করা যায় ৯৯ টাকায় (ভ্যাট +)
• চালু করার দিন থেকে এর মেয়াদ ১৫ দিন
• ১৫ দিন পর গ্রাহকের একাউন্টে প্রয়োজনীয় ব্যালান্স থাকলে মিনিপ্যাক 99MB স্বয়ংক্রিয় ভাবে নবায়িত হবে
• গ্রাহকের একাউন্টে প্রয়োজনীয় ব্যালান্স না থাকলে মিনিপ্যাক 99MB নিস্ক্রিয় হয়ে যাবে এবং গ্রাহককে রিচার্জ করার পর নতুন করে মিনিপ্যাক 99MB চালু করতে হবে
• স্বয়ংক্রিয় নবায়ন প্রক্রিয়া বন্ধ রাখতে মেয়াদ শেষ হবার আগেই off লিখে এসএমএস পাঠাতে হবে 5000 নম্বরে
• যদি গ্রাহক ১৫ দিন এর আগেই ৯৯ মেগাবাইট ডাটা ব্যবহার করে ফেলেন তাহলে তিনি আর ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না, কিন্তু মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত চালু মিনিপ্যাক 99MB থাকবে
• মেয়াদ শেষ হবার সময়ও যদি গ্রাহকের সব ডাটা ব্যবহার শেষ না হয় তাহলে স্বয়ংক্রিয় নবায়নের সময় তা নতুন ডাটার সাথে যুক্ত হবে
সুএ -গ্রামীণফোন ওয়েব সাইড
আমি rasel japan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 983 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার প্রযুক্তি বিষয়ে আনেক আগ্রহ। আমাকে পেতে ইমেল করুন [email protected] ফেসবুক ওয়েবসাইট
thanks