লুফে নিন অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাথে আয়ও করুন (একদম ফ্রী)

আসসালামুয়ালিকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। যাই হোক এটা আমার প্রথম টিউন হলেও আমি টিউজিটর হিসেবে অনেক পুরাতন। টিউন টি কেমন হল তা কিন্তু কমেন্ট-এর মাধ্যমে জানাবেন।

এখানে অনেক বড় বড় টিউনার আছেন যারা অ্যাডসেন্স এর মাধ্যমে আয় করেন। কিন্তু আমরা যারা নতুন তারা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে অনেক কষ্ট করতে হয়। তার উপর কিছু লোক আছেন যারা আমাদের এ দুর্বলতাকে পুঁজি করে ব্যবসা করেন মানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বিক্রী করেন।

তাই আমি নেট-এ অনেক খোঁজাখুজি করে কিছু সাইট এ কাজ করেছি। আর হ্যাঁ আর একটা ভারত, বাংলাদেশ, চীন এবং পাকিস্তান থেকে অ্যাডসেন্স এর আবেদন করে বর্তমানে ৬ মাস অপেক্ষা করতে হয়। যদি আপনার সাইট উচ্চ রাঙ্ক এরও হয়। তার উপর ৬০% আবেদন বাতিল করা হয়।

যাই হোক আমি একটা সাইট পেয়েছি যেখানে মাত্র তিন সপ্তাহে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাবেন বাংলাদেশের ঠিকানা দিয়াই। আমি পরীক্ষামুলকভাবে তিনটা অ্যাকাউন্ট তোইরি করেছি। না আমি সেগুলো বিক্রী করব না। কারন বন্ধুদের জন্য করেছি।

সাইট টির কাজ কি?

সাইট টির কাজ হল প্রশ্ন করবেন, উত্তর দিবেন এবং আয় করবেন।

সাইন আপ প্রক্রিয়া

যাই হোক সাইট টি এখানে। প্রথমে এখানে ক্লিক করে সাইট টি তে যান তারপর নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

১। এই লিঙ্ক এ যান। নিচের মত একটি পেজ পাবেন

webanswers

২। তথ্যগুলো সঠিক ভাবে পূরণ করুন।

৩। আপনি যে ইমেইল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেখানে গিয়ে ভেরিফাই করুন

৩। এইবার হল মুল কাজ আপনি প্রশ্ন করুন এবং প্রস্নের উত্তর দিন।

৪। আমি আপনাকে বলব যে প্রতিদিন ১০ টি করে প্রস্নের উত্তর দিন এবং ৫ টি করে প্রশ্ন করুন। উত্তরগুলো সংক্ষেপে না দিয়ে ৮-১০ লাইন- এ দিন। তাতে আপনার কোয়ালিটি স্কোর বাড়বে। ১০ টির বেশি উত্তর দিবেন না। অ্যাডসেন্স না পাওয়া পর্যন্ত। এভাবে ১০-১২ দিন করুন এবং চেষ্টা করুন ১০ টি এ্যাওয়ার্ড আন্সার পেতে।

৫। তারপর এখানে গিয়ে আপনার প্রোফাইল আপডেট করুন। সঠিক তথ্য দিন যা কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট এ ব্যবহার হয়নি।

৬। তারপর আপনার মাই অ্যাকাউন্ট পেজ এ থাকা Create Account এ ক্লিক করুন অথবা এখানে ক্লিক করুন এবং no বাটন এ ক্লিক করুন এবং আপনার এমন গুগল ইমেইল দিন যা আগে কখনও অ্যাডসেন্স এর জন্য ব্যবহার হয় নি।

৭। তারপর আপনার সেই জিমেইল অ্যাকাউন্ট এ যান যা দিয়া আবেদন করেসিলেন।

৮। দেখবেন অলরেডি একটি মেইল গেছে তারপর সেখানের লিঙ্ক এ ক্লিক করুন। আপনার আসল নাম এবং আগে ব্যবহার হয়নি এমন ঠিকানা দিয়া আবেদন করুন। আর কন সমস্যা হলে আমি ত আছি।

৯। আশা করি ২৪ ঘণ্টার মধ্যে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাবেন।

বি. দ্র. আমি প্রায় ২ ঘণ্টা সময় দিয়া এই লেখাটা লিখেছি। যদি কারও উপকারে লাগে তাহলে আমার লেখাটা সার্থক হবে।

Level 0

আমি অরণ্য রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শুধুই শিখছি...... শিখার কি কোনো শেষ আছে?


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিইইইল টিউন ! সাব্বাস

    ধন্যবাদ। কিন্তু মনে হয় কিছু বাদ পড়েছে একটু যদি ধরিয়ে দিতেন।

নতুন টিউন হিসাবে অনেক ভালো হয়েছে।আর আমি এ বিষয়ে তেমন কিছু জানি না।দেখি ট্রাই করে।তবে যে রিভিনিউ সাইট এর মাধ্যমে ৬-২৪ ঘন্টার মধ্যে এডসেন্স একাউন্ট খোলা যায় এটা সত্য।ধন্যবাদ আপনার প্রথম টিউনের জন্য

    সজীব ভাই ধন্যবাদ। আপনার কথা ঠিক- ই । কিন্তু অন্যান্য সাইট গুলতে অনেক সময় নেয় এবং অনেক শর্ত।

    কি ভুল ভাই? যদি দয়া করিয়া একটু বলতেন????

    Level 0

    উনি লিংক দেওয়ার জন্যই মন্তব্য করেছেন ।

    সহমত

Level 0

New online Earning plan and real please visit my site http://sitetalkunaicobd.blogspot.com

Level 0

New online Earning plan and real please visit my site
http://sitetalkunaicobd.blogspot.com

    ভাই এক কমেন্ট দুইবার। তাও আবার স্পাম। আপনি এডিট করবেন না কি আমি …… করুম।

    ভাই এইটা কি স্পামিং করার জায়গা। তাও দিলেন পি টি সি সাইটের বিজ্ঞাপন। ভাল করলেন????

Level 0

thanks

Level 0

আমার মতে এই সাইটটা ভুয়া কারন গুগল কেন একটি সাইটকে এতগুলো এডসেন্স একাউন্ট দিবে ?

    ভাইজান জেনে বলেছেন না, না না জেনে বলেছেন। আগে ভাই চেষ্টা করে দেখেন। না হলে তারপর বলে দেখতে পারেন।

    ভাই এতে গুগলের তো লোকসান হচ্ছেনা বরং এটা রেভিনিউ সাইট তাই ভিজিটর বেশী আর ভিজিটর বেশী মানে গুগলের বেশী টাকা। আমরা তো এডসেন্সের একাউন্টের যথাযথ ব্যবহার করিনা তাই আমাদের এত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

vaiya,adsence ke? R ami kevavay question and answer korbo?please akto details bolan.

    ভাইয়া অ্যাডসেন্স কি এইটা বুজাইতে আরও তিনটা টিউন করতে হবে। অ্যাডসেন্স লিখা techtunes এ সার্চ দেন পাইয়া যাইবেন। আর কি ভাবে প্রশ্ন এর উত্তর দিবেন তা না হয় পড়ে জানামু। ধন্যবাদ।

Level 0

আমিত আপনাকে বলিনি আমি এডসেন্স স্পেসালিষ্ট আমি শুধু এতটুকু বলেছি গুগল এডসেন্সের রুল খুবই শক্ত তারা সহজে কাউকে একাউন্ট দিতে চায়না । আর আপনার শেয়ার করা সাইটটি দাবি করছে তারা কম সময়ে আপনাকে এডসেনস একাঊন্ট দিবে তার জন্য বলেছিলাম । তাই বলে আপনি আমাকে হিজরা বলে অপমান করলেন কাজটা কি আপনি ভাল করলেন ? এ ধরনের সাইট সম্পর্কে আগে শুনিনি তাই কৌতুহল প্রকাশ করেছিলাম । আপনার যদি ভাল না লেগে থাকে তাহলে আপনি আমার কমেন্টস ডিলিট করে দিন ।

    Vai uni to hijra xmpl er jonno bolese…. Eta to opoman er kesu nai……

আমি আপনাকে হিজড়া বলিনি। আমি এটা দিয়া বুজাতে চেয়েছি না জেনে কিছু বলা ঠিক না। আর আপনার যেহেতু আপত্তি আছে তাই ওই অংশটি মুছে দিচ্ছি।

vijan ke mind korlan naki?

    না ভাই মাইন্ড করলে কি চলে? কোনো ব্যপার না। এই ব্যপারে কোনো জানার থাকলে বইলেন। আবার ধন্যবাদ।

Level 0

দেখি ট্রাই করে। আডসেন্স পাইলে আপনারে ১০ কেজি মিষ্টি ইমেইল করব। ধন্যবাদ।

    ভাই না পাইলে জানায়েন। আমি হেল্প করব। আর হ্যাঁ কপি এবং পেস্ট একদম করবেন না। গুগলের পাণ্ডা এগুলো পছন্দ করে না। ধন্যবাদ।

Level 0

thanks

আমি এ্যাডসেন্সের আশা করা একদম ছেড়ে দিছি। বহুবার গুগোল আমারে বেকুব করছে।

    ভাই এইবার একটু চেষ্টা করে দেখেন। আশা করি পেয়ে যাবেন। না পেলে আমাকে জানাবেন। কারন হিসেবে বলি আমি মোট চারটা অ্যাকাউন্ট করেছি। দুইটা দুই বন্ধুর জন্য। আর দুই টা আমার জন্য। একটা অ্যাকাউন্ট এক বন্ধুর বোকামির জন্য হারাইছি। সে আমার অ্যাড এ ক্লিক করেসিল। তাই নতুন আরেকটা নিলাম। কোনো সমস্যা হল না তো।

Award to Answer না থাকলে account দিবে কি?

    আর হ্যা।
    আমাকে একটু সাহায্য কিন্তু করতে হবে।
    না হলে কিন্তু আপনাকে আমি থ্রেড দিব।
    আর google মামা কে বলে আপনার account আমি নিয়ে নেব।
    আমার হাত থেকে কেউ আপনার account বাঁচাতে পারবে না।
    হা… হা…. হা….
    [ মাইন্ড খাইয়েন না… :০) ]

    ভাই নিয়ম গুলো পালন করলে Award to Answer পাবেন- ই। না পেলে আমাকে জানায়েন আমি হেল্প করবো সাধ্যমত। আর কমেন্ট এর জন্য ধন্যবাদ।

ভাল টিউন, চালিয়ে জান।

ভাই জান আপনার মোবাইল নাম্বার টা দিবেন।
আমার একটু সমস্যা হচ্ছে।
PLZ……………………………. PLZ………………………….PlZ………………………… 🙁

Khub Valo Hoyese.

webanswers কে কি কোন percentage দেওয়া লাগবে এর জন্য?

    webanswers থেকে যত অ্যাড ইম্প্রেসন পাবেন তার ৬০% আপনাকে দিবে। অন্য কোনো জায়গা থেকে আয়ের মধ্যে ভাগ বসাবে না।

মোবাইল নাম্বার টা দেন [email protected]

    ভাই আমার মোবাইল নাম্বারটা হল ০১৯১১১৯৬৫১১ । কষ্ট করে আর কাউকে মেইল আইডি দিতে হবে না। রাত ৯ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত কেউ ফোন দিবেন না। আর উত্তম সময় হল দুপুর ১টা থেকে বিকাল ৫টা। ধন্যবাদ।

Level 0

vi 5 no. point a apni bolsen je akhan a jeye apnar profile update korun, ai akhan a ta konthake, bujte pari nai , aktu bolben, ami akdom e notoun.

    আসলে এখানে লিঙ্ক টা দেওয়া হয়নাই। সেটা হল আপনার My Account অপশন।

Level 0

Vai 7 number step ta ektu clear korben? Kon gmail id er kotha bolsen jaita create Account er somoy dise,Oita?

    হ্যাঁ ঠিক যেটা দিয়া অ্যাকাউন্ট করেছিলেন সেটা দেওয়াই উত্তম।

Level 0

Vai oi site e amr dao ans gular varify kora ki joruri?

Level 0

Sorry vai ans na ques gular.

    দেওয়া উচিত। না দিলেও চলবে।

atar jonno ki ei websit adsense theke taka katbe?

Level 0

ভাই আমি আপনাকে কল দিয়েছিলাম। আমি মান্না। খুলনায় থাকি। আমার অ্যাকাউন্ট ওরা(webanswer) অ্যাপ্রুভড করেনি। বাতিল করে দিয়েছে। আমাকে প্লিজ অ্যাডসেন্স পেতে সাহায্য করুন। প্লিজ্‌জ্‌জ্‌জ্‌জ্‌জ্‌………

ভাই আমার মনে হয় কোনো জিনিস বাদ পড়ে নাই। কিন্তু আপনার যদি মনে হয় কোনো কিছু বাদ পড়েছে তাহলে বিস্তারিত জানান। আপনার মত অনেকের উপকার হবে।