আসসালামুয়ালিকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। যাই হোক এটা আমার প্রথম টিউন হলেও আমি টিউজিটর হিসেবে অনেক পুরাতন। টিউন টি কেমন হল তা কিন্তু কমেন্ট-এর মাধ্যমে জানাবেন।
এখানে অনেক বড় বড় টিউনার আছেন যারা অ্যাডসেন্স এর মাধ্যমে আয় করেন। কিন্তু আমরা যারা নতুন তারা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে অনেক কষ্ট করতে হয়। তার উপর কিছু লোক আছেন যারা আমাদের এ দুর্বলতাকে পুঁজি করে ব্যবসা করেন মানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বিক্রী করেন।
তাই আমি নেট-এ অনেক খোঁজাখুজি করে কিছু সাইট এ কাজ করেছি। আর হ্যাঁ আর একটা ভারত, বাংলাদেশ, চীন এবং পাকিস্তান থেকে অ্যাডসেন্স এর আবেদন করে বর্তমানে ৬ মাস অপেক্ষা করতে হয়। যদি আপনার সাইট উচ্চ রাঙ্ক এরও হয়। তার উপর ৬০% আবেদন বাতিল করা হয়।
যাই হোক আমি একটা সাইট পেয়েছি যেখানে মাত্র তিন সপ্তাহে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাবেন বাংলাদেশের ঠিকানা দিয়াই। আমি পরীক্ষামুলকভাবে তিনটা অ্যাকাউন্ট তোইরি করেছি। না আমি সেগুলো বিক্রী করব না। কারন বন্ধুদের জন্য করেছি।
সাইট টির কাজ হল প্রশ্ন করবেন, উত্তর দিবেন এবং আয় করবেন।
যাই হোক সাইট টি এখানে। প্রথমে এখানে ক্লিক করে সাইট টি তে যান তারপর নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
১। এই লিঙ্ক এ যান। নিচের মত একটি পেজ পাবেন
২। তথ্যগুলো সঠিক ভাবে পূরণ করুন।
৩। আপনি যে ইমেইল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেখানে গিয়ে ভেরিফাই করুন
৩। এইবার হল মুল কাজ আপনি প্রশ্ন করুন এবং প্রস্নের উত্তর দিন।
৪। আমি আপনাকে বলব যে প্রতিদিন ১০ টি করে প্রস্নের উত্তর দিন এবং ৫ টি করে প্রশ্ন করুন। উত্তরগুলো সংক্ষেপে না দিয়ে ৮-১০ লাইন- এ দিন। তাতে আপনার কোয়ালিটি স্কোর বাড়বে। ১০ টির বেশি উত্তর দিবেন না। অ্যাডসেন্স না পাওয়া পর্যন্ত। এভাবে ১০-১২ দিন করুন এবং চেষ্টা করুন ১০ টি এ্যাওয়ার্ড আন্সার পেতে।
৫। তারপর এখানে গিয়ে আপনার প্রোফাইল আপডেট করুন। সঠিক তথ্য দিন যা কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট এ ব্যবহার হয়নি।
৬। তারপর আপনার মাই অ্যাকাউন্ট পেজ এ থাকা Create Account এ ক্লিক করুন অথবা এখানে ক্লিক করুন এবং no বাটন এ ক্লিক করুন এবং আপনার এমন গুগল ইমেইল দিন যা আগে কখনও অ্যাডসেন্স এর জন্য ব্যবহার হয় নি।
৭। তারপর আপনার সেই জিমেইল অ্যাকাউন্ট এ যান যা দিয়া আবেদন করেসিলেন।
৮। দেখবেন অলরেডি একটি মেইল গেছে তারপর সেখানের লিঙ্ক এ ক্লিক করুন। আপনার আসল নাম এবং আগে ব্যবহার হয়নি এমন ঠিকানা দিয়া আবেদন করুন। আর কন সমস্যা হলে আমি ত আছি।
৯। আশা করি ২৪ ঘণ্টার মধ্যে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাবেন।
বি. দ্র. আমি প্রায় ২ ঘণ্টা সময় দিয়া এই লেখাটা লিখেছি। যদি কারও উপকারে লাগে তাহলে আমার লেখাটা সার্থক হবে।
আমি অরণ্য রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুধুই শিখছি...... শিখার কি কোনো শেষ আছে?
জটিইইইল টিউন ! সাব্বাস