আমরা কমবেশি সবাই কোন জায়াগার ম্যাপ দেখেছি। সেটি যে জায়গার ম্যাপই হোক না কেন, নিশ্চয় দেখেছি। কিন্তু, আমরা কি কোনদিন ভেবে দেখেছি ইন্টারনেট এর ম্যাপ তৈরি করলে কেমন হবে। আমরা হয়তো কেউ কোনদিন ভেবে দেখেনি। কেউ না কেউ তো ভেবে দেখেছে নয়তো তৈরি হলো কীভাবে।
সেই সাইট টির নাম তো জানা লাগবে, নয়তো ইন্টারনেট এর ম্যাপ দেখবো কীভাবে। সেই সাইট টির নাম হচ্ছে- Internet-map.net
গুগলে সাইট টির নাম লিখে দিলেই সাইট টি চলে আসবে। কোন ব্রাউজারে সার্চ দিলে সরাসরি সাইট টিতে চলে যেতে পারবেন৷
এখন তো জানা গেল সাইট টিতে যাব কিভাবে। কিন্তু সাইট টিতে কীভাবে ম্যাপটা দেখবে সেটা তো বলাই হলো না। কোন ম্যাপ দেখলে সেটা তো জানা দরকার ম্যাপ কীভাবে দেখবো। এখন এটা তো গতানুগতিক কোনো ম্যাপ এর মতো না তাই এটা কিভাবে দেখবেন তা আগে জানা দরকার নয়তো দেখবেন কিভাবে।
ইন্টারনেট ম্যাপ দেখার জন্য সেই সাইটে প্রথমে যেতে হবে। যাওয়ার পরে সেই সাইটে সাইট সম্পকিত কিছু লেখা আছে। সেগুলো ইংরেজিতে দেয়া আছে। যারা পরতে চান তারা পরবেন আর যারা পরতে চান না তারা ক্রস বাটনে চাপ দিয়ে লেখাটা কেটে দিন। তারপর আপনাদের সামনেগোল গোল কিছু আসবে। এই গোল দাগ গুলো হচ্ছে এক একটা সাইট। যে সাইট যত বড় সেই সাইট এর গোল দাগ ততই বড়। ওয়াল্ড এর সবচেয়ে বড় সাইট হচ্ছে গুগল তারপর আছে ফেসবুক। সেখানে গুগল কে সবচেয়ে বড় গোল দাগ দিয়ে দেখানো হয়েছে। তারপরে আছে ফেসবুক।
আপনারা যে কোন একটাতে চাপ দিবেন। দেখবেন সেখানে কিছু লেখা রয়েছে। সেখানে সেই সাইটের ওয়ান্ড এ র্যাংক কত। এবং যেই দেশের সাইট সেই দেশের কত নম্বরে রয়েছে সেটাও দেখতে পাবেন। আপনারা এই ম্যাপটিকে অনেকটা জুম করতে পারবেন।
সবই তো জেনে গেলেন এখন গিয়ে ঘুরে আসুন ইন্টারনেটের আজব ম্যাপ।
আমি বিপ্লব ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।